শুকনো পাতার মরসুম

প্রদীপ চক্রবর্তী ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার, ০৯:৩৩:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

মহারণ্য জুড়ে কেবল শুকনো পাতার মরসুম।
পাড়া মহল্লা জুড়ে নবান্নের আমেজ।

শরতের শিউলি ফুলের গন্ধ মাখতে গিয়ে,ইরিধানের বাহার বেড়েছে হেমন্তকে ছুঁয়ে।
একে একে নুয়ে পড়ছে ধানের শীষ। শুধু কাঁধে করে ঘরে নিয়ে ফেরার পালা।
এ সাদাকালো জীবনে আসে এক ফুটফুটে সুগন্ধির আমেজ। ভাটা পড়ে যায় অতীতের ঝলসানো স্মৃতি।
তুমি আবার বলে উঠবে,
স্মৃতি কি সহজে ভুলে যাওয়া যায়?

হিজলের ডালে নতুন পাতাদের বাহার।
সূর্য তখন আরক্তভায় পশ্চিমা। আকাশ ঘিরে পাখিদের কলকাকলি।
ফেরারি রাখাল গোষ্ঠে ফেরে।
মেঘের রাজত্বে জবাফুলেরা পত্ররন্ধ্রে নির্যাস খোঁজে।

উঠোন জুড়ে সিদ্ধচালের সুগন্ধি। বাতাসের তীব্রতায় সে গন্ধ আরও গাঢ় হয়ে ওঠে।
গৃহিণীর চুলের খোঁপায় অলকানন্দা হেলে পড়ে।
শিউলি ফুলের গা ছুঁয়ে নামে অযাচিত ভালোবাসা।
অপরাজিতার গায়ে সন্ধ্যা নামলে ধূপ ধুনার গন্ধে আরতিতে সুধা মাখে রাই।

সে সুযোগে আমরা কবিতা লিখতে বসি।
একে একে বাতাসের তাপমাত্রা বাড়তে থাকে।
শুকনো পাতার রাজত্বে নামে বৃষ্টি।

আবার আমরা হারিয়ে যাই অজানা ছন্দে।
কখনো বা বৃষ্টি ভেজা শুকনো পাতার মরসুমে।

ছবিঃ গুগল।

২০৭৭জন ১৯৬৪জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ