
মহারণ্য জুড়ে কেবল শুকনো পাতার মরসুম।
পাড়া মহল্লা জুড়ে নবান্নের আমেজ।
শরতের শিউলি ফুলের গন্ধ মাখতে গিয়ে,ইরিধানের বাহার বেড়েছে হেমন্তকে ছুঁয়ে।
একে একে নুয়ে পড়ছে ধানের শীষ। শুধু কাঁধে করে ঘরে নিয়ে ফেরার পালা।
এ সাদাকালো জীবনে আসে এক ফুটফুটে সুগন্ধির আমেজ। ভাটা পড়ে যায় অতীতের ঝলসানো স্মৃতি।
তুমি আবার বলে উঠবে,
স্মৃতি কি সহজে ভুলে যাওয়া যায়?
হিজলের ডালে নতুন পাতাদের বাহার।
সূর্য তখন আরক্তভায় পশ্চিমা। আকাশ ঘিরে পাখিদের কলকাকলি।
ফেরারি রাখাল গোষ্ঠে ফেরে।
মেঘের রাজত্বে জবাফুলেরা পত্ররন্ধ্রে নির্যাস খোঁজে।
উঠোন জুড়ে সিদ্ধচালের সুগন্ধি। বাতাসের তীব্রতায় সে গন্ধ আরও গাঢ় হয়ে ওঠে।
গৃহিণীর চুলের খোঁপায় অলকানন্দা হেলে পড়ে।
শিউলি ফুলের গা ছুঁয়ে নামে অযাচিত ভালোবাসা।
অপরাজিতার গায়ে সন্ধ্যা নামলে ধূপ ধুনার গন্ধে আরতিতে সুধা মাখে রাই।
সে সুযোগে আমরা কবিতা লিখতে বসি।
একে একে বাতাসের তাপমাত্রা বাড়তে থাকে।
শুকনো পাতার রাজত্বে নামে বৃষ্টি।
আবার আমরা হারিয়ে যাই অজানা ছন্দে।
কখনো বা বৃষ্টি ভেজা শুকনো পাতার মরসুমে।
…
ছবিঃ গুগল।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
বেশ চমৎকার ভাবনা ,ভীষণ ভালো লাগলো । মুগ্ধতা অপরিসীম ।
প্রদীপ চক্রবর্তী
অনেক ধন্যবাদ দাদা
সুপর্ণা ফাল্গুনী
এসেছে শুকনো পাতার মরসুম। চারিদিকে পাতা ঝরার শব্দ মনকে ব্যাকুল করে তুলছে। চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে দাদা। প্রকৃতির দারুন রুপ দেখতে পাই আপনার সুন্দর লেখনীতে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
অনেক ধন্যবাদ দিদি।
ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
আমরা আবার হারিয়ে যাই অজানা ছন্দে।
শুকনো পাতার মরমর ধ্বনির আনন্দে।
ভাল লাগলো দাদা। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো কথা।
অনেক ধন্যবাদ, দাদা।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ প্রকৃতির সব সৌন্দর্য আপনার কবিতায় দৃশ্যমান। নতুন ধানের গন্ধ, শীতের আমেজ, কৃষকের হাসিমাখা মুখ॥ কিষানীর খোপায় গোঁজা ফুল আর শিউলির গন্ধেভরা আমেজ সব মিলিয়ে অসাধারণ!
শুভ কামনা রইলো দাদা। শুভ সকাল।🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ভালো মতামত।
অনেক অনেক ধন্যবাদ,দিদি।
ছাইরাছ হেলাল
শুকনো পাতাদের সামান্য বৃষ্টি-আবেশ-সুবাস
লেখাটিতে সুন্দর করে উঠে এসেছে।
প্রদীপ চক্রবর্তী
বৃষ্টির আবেশ পেলে পাতারা আবার প্রস্ফুটিত হয়ে উঠবে।
ভালো থাকুন, দাদা।
আরজু মুক্তা
পাতা ঝরা বা আপনার টাইটেল নিয়ে যদি বলি। তাহলে, পাতা ঝরা মানে, নতুনের আগমন। নতুন উদ্দীপনা। নতুন প্রকাশ। তাহলে হেমন্ত লাজুক ঋতু হলেও বা ক্ষণিকের জন্য হলেও। তার অবদান অসামান্য।
শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
এরজন্য চাই নির্যাস বৃষ্টি ছোঁয়া।
অনেক ধন্যবাদ, দিদি।
তৌহিদ
শুকনো পাতার এই সময়টা বিষণ্ণ মনে হলেও নতুন কুঁড়ির আগমন শীঘ্রই ঘটবে কিন্তু। কাজেই একটি সুন্দরের অপেক্ষায় আমরা সবাই আছি।
চমৎকার লিখেছেন দাদা।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ,দাদা।
এরজন্য চাই নির্যাস বৃষ্টি ছোঁয়া।
ভালো থাকুন।