
শীত এসেছে শস্য নিয়ে
দেখবি যদি আয় রে আয়!
ঘুরছে মধুপ ফুল থেকে ফুল
দল বেঁধে আজ হিমেল বায়।
ধোঁয়ার মতোন হিম কুহেলী
করছে পরখ সবুজ ক্ষেত,
গম কলাইয়ের বক্ষে বসে
কাকতাড়ুয়া সাজছে প্রেত।
ছাগ গরু মোষ ভুলছে বাড়ি
পেয়েই পথে সবুজ ঘাস,
খাল থেকে তা হাসছে দেখে
হরেক তালে পাতিহাঁস।
খেজুর গাছের গল দিতে চাঁছ
গাছালি ভাই গাইছে গান,
হার না মেনে সবজি ক্ষেতে
কলার টোপর চষছে প্রাণ।
সূর্য হেসে মেঘের কোলে
আরবারে তার ডলছে চোখ,
কাঁপন দিয়ে পাত বুঝি তাই
গাছের ডালে করছে শোক।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
শীত উষ্ণতার শুভেচ্ছা রইল কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল কবিদা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
শীতকাল আমার পছন্দের সময়।। কবির কবিতাতেও ভরপুর শীত। শুভ কামনা অশেষ,,,,
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
খুব সুন্দর একটি কবিতা উপহার দিলেন বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল মজিবর ভাই।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আমার বর্তমানে এলার্জি পড়ায় ও মন্তব্য লিখায় কেন বুঝতেছিনা।
মনির হোসেন মমি
শীতে সূর্যের ক্ষণিক উষ্ণতা মনকে অন্য রকম দোলা দেয়।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল চিরন্তন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরপদে থাকুন।
হালিমা আক্তার
চমৎকার শীত বন্দনা।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।