
বিভোর শীতঘুমে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা পাদদেশ,
তুষারশুভ্র পাহাড়ের চূড়ায় সুবর্ণ রোদের রেশ।
সুপ্ত আলোর স্পর্শ রেখায় নেই তার প্রতিদান,
এ যেন প্রকৃতি কন্যার সম্প্রদান।
অমৃতসম মোহনীয় স্নিগ্ধ স্পর্শ মনোলোভা,
চোখের জলে ভাসছে তাহা আদ্র উষ্ণতা।
অজস্র বিটপীর রন্ধ্রে জমেছে সেথায় কুয়াশা,
সুবর্ণ রোদের আমেজে বইছে পাহাড়সম ভালোবাসা।
মেঘের মাঝে সবুজে ঘেরা নীলাক্ত প্রেম,
ঠোঁটের গাঁয়ে ঘেঁষা পাহাড়সম হেম।
১৯টি মন্তব্য
শাহরিন
কবিতা বুঝি না, তবে কাঞ্চনজঙ্ঘা দেখার খুব শখ, আপনার লেখা পড়ে শখটা আরো বেড়ে গেল।
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
প্রেমে পড়লে এভাবেই প্রকাশ করতে হয়, যে প্রেমে প্রকাশ নেই সেটা প্রেম নয়। প্রকৃতি প্রেম অনেক সময়েই পার্থিব প্রেম কে ছাড়িয়ে যায়। তোমার কাঞ্চনজঙ্ঘার প্রতি প্রেমটাও তেমন।
ছোট কবিতা খুব ভালো হয়েছে প্রদীপ। ম্যাগাজিনের জন্যে কোন লেখা দিতে চাইলে শিরোনামের পাশে ব্রাকেটে ম্যাগাজিন লিখবে।
ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি দিদি।
অজস্র ধন্যবাদ।
শুভকামনা অহর্নিশ।।
মনির হোসেন মমি
পড়ে খুব ভাল লাগল।এ সব লেখা বার বার পড়া যায়।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
কবিতায় প্রকৃতি প্রেম, ভাল লেগেছে।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি,
অজস্র ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
বাহ! দারুন লিখলেন তো! আপনার লেখা পড়ে প্রকৃতিপ্রেমে পড়লাম নতুন করে।
ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা আপনার জন্য।
তৌহিদ
ধন্যবাদ প্রদীপ।
সঞ্জয় মালাকার
প্রেমেতে পরিনি কখনো
তাই প্রেমটা অতো বুঝিনা!
পড়ে ভালো লাগলো 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা দাদা।
নিতাই বাবু
মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। লেখককে শুভেচ্ছা সহ ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা দাদা।
ছাইরাছ হেলাল
কাঞ্চনজঙ্ঘা ছড়িয়েছে মোহন রূপ
এই ছোট্ট কবিতার আদ্র-উষ্ণতায়।
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা আপনার জন্য।
আরজু মুক্তা
প্রকৃতি প্রেমিক
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতিময় শুভেচ্ছা আপু