যেখানে সমস্ত রাত ভ’রে, নক্ষত্রের আলো পড়ে ঝ’রে যেই খানে,
পৃথিবীর কানে শস্য গায় …
তোমারে নিয়েছে কেটে কখন সময়!
চাঁদ জেগে … জেগে ওঠে হৃদয়ে আবেগ —
পাহাড়ের মতো অই মেঘ সঙ্গে লয়ে আসে মাঝরাতে
কিংবা শেষরাতে আকাশে যখন তোমারে! — মৃত কে পৃথিবী
এক আজ রাতে ছেড়ে দিল যারে!
ছেঁড়া ছেঁড়া শাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে
৩৭টি মন্তব্য
বনলতা সেন
ঘুমেও সরব অনুভুতিরা।
মাঝে মাঝে এমন করে চিঠির বাইরে এলে মন্দ লাগে না।
নীলাঞ্জনা নীলা
চিঠির বাইরে আসবো মাঝে মাঝে 🙂
অরণ্য
দারুন অনুভূতি।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ…… অরণ্য -{@
প্রহেলিকা
যাক এমন এক লেখা পড়লাম যা কিনা নিজের মাঝেও চিত্রকল্পটিকে সজীব করে তুলেছে। ধন্যবাদ আপু।
নীলাঞ্জনা নীলা
আপনাকেও ধন্যবাদ……… প্রহেলিকা
সঞ্জয় কুমার
কানাডা তে কেমন শীত পড়ছে ?
লেখার সাথে ছবিটি মানিয়ে সুন্দর ।
নীলাঞ্জনা নীলা
প্রচুর শীত, ধন্যবাদ …………সঞ্জয় কুমার
লীলাবতী
তীব্র শীতে অস্থির হয়ে গেলাম নীলাদি,আর আপনার ভালোলাগে শীত 🙁
নীলাঞ্জনা নীলা
বাসার মধ্যে তো রুম হিটারের কারনে গরম।জানালা খুললে শীতের ঝাপটা ভালোই লাগে।আর বাইরে তো হাড় কাপানো শীত………… লীলাবতী
শাহানা আফরিন স্বর্ণা
লেখার সাথে ছবিটি অনেক বাস্তব মনে হচ্ছে ! ছুতে পারছি আপনার শীতলতা 🙂
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মিষ্টি মেয়ে………… স্বর্ণা
শাহানা আফরিন স্বর্ণা
🙂
নীলাঞ্জনা নীলা
-{@
রাইসুল জজ্
ভালো লাগা রেখে গেলাম 🙂 🙂
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ………… রাইসুল জজ
স্বপ্ন নীলা
এই শীতের দুপুরে অসাধারণ একটি ছোট্ট কবিতায় মনটাই ভাল হয়ে গেল
শুভকামনা
নীলাঞ্জনা নীলা
মন ভালো করে দিতে পারায় ধন্য হলাম,ধন্যবাদ ………… স্বপ্ন নীলা
হৃদয়ের স্পন্দন
এর জন্য যুতসই মন্তব্য খুজে পেলাম না, ভালো লিখেছেন
নীলাঞ্জনা নীলা
তাই? ধন্যবাদ…………… হৃদয়ের স্পন্দন
লীলাবতী
ছবি পালটে গিয়েছে।এই ছবি আপনার তোলা? নীলা নীলাঞ্জনা……… নীলাকাশ……… খুবই সুন্দর ছবি।
নীলাঞ্জনা নীলা
এই ছবিটি আমিই তুলেছি,খুঁজে পাচ্ছিলামনা বলে নেট থেকে অন্য একটা ছবি দিয়েছিলাম।প্রচুর ছবি তুলি আমি,একারনে খুঁজে পেতে সমস্যা।ধন্যবাদ………… লীলাবতী
জিসান শা ইকরাম
অদ্ভুত সুন্দর এক লেখা
ছবিটি সংযুক্ত হওয়ায় লেখাটি ভিন্ন মাত্রা পেয়েছে।
নীলাঞ্জনা নীলা
আমার কোন লেখা খারাপ লাগে আপনার কাছে?ধন্যবাদ নানা।
সাইদ মিলটন
শীতল রাত্রি ভয় পাই 🙁
জীবনানন্দের মতো ভয় পাই
যেখানে সমস্ত রাত ভ’রে, নক্ষত্রের আলো পড়ে ঝ’রে যেই খানে,
পৃথিবীর কানে শস্য গায় …
তোমারে নিয়েছে কেটে কখন সময়!
চাঁদ জেগে … জেগে ওঠে হৃদয়ে আবেগ —
পাহাড়ের মতো অই মেঘ সঙ্গে লয়ে আসে মাঝরাতে
কিংবা শেষরাতে আকাশে যখন তোমারে! — মৃত কে পৃথিবী
এক আজ রাতে ছেড়ে দিল যারে!
ছেঁড়া ছেঁড়া শাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে
নীলাঞ্জনা নীলা
মন্তব্য পড়ে অবিভুত হয়ে গেলাম।ধন্যবাদ………… সাইদ মিলটন
সাইদ মিলটন
🙂
রিমি রুম্মান
রাতের ঘন আঁধারেও পিচ ঢালা পথ শুভ্র শীতল তুষারে
ভালোলাগার আবেশে চেয়ে থাকি জানালায় দাঁড়িয়ে, দূরে…
নীলাঞ্জনা নীলা
-{@ ধন্যবাদ………… রিমি রুম্মান
মেহেরী তাজ
আমি মাঝে মাঝে আপনার লেখা মিস কেনো করে যাই ভেবেই পাই না।
;?
ঠান্ডায় জমে গেলাম আপু আর আপনি শীতল কে ভালোবাসছেন?! না ওই পচাঁ টা কে ভালোবাসা যাবে না। ;(
নীলাঞ্জনা নীলা
মিস করেননা তো,সব লেখায়ই তো আপনাকে পাই।আমার রুমে রুম হিটারের কারনে গরম,একারনে শীতল বাতাস মাঝে মাঝে ভালো লাগে।উত্তরবঙ্গে শীত বেশি,সাবধানে থাকবেন………… মেহেরী তাজ
খেয়ালী মেয়ে
একটা নিকষ কালো নিশ্চুপ শীতল রাত অনেক কিছুর সাক্ষী -{@
নীলাঞ্জনা নীলা
বুঝে ফেলেছেন 🙂 ধন্যবাদ ………… খেয়ালী মেয়ে
ব্লগার সজীব
অসাধারন কথামালা,ছবি।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ……… সজীব
শুন্য শুন্যালয়
লেখাটিতে ছবির মতো শীতলতা টের পেলাম। নীল রঙ কি ঠান্ডা?
নীলাঞ্জনা নীলা
নীল রঙ মনে হয় ঠান্ডা।তবে আমি কিন্তু মোটেই ঠান্ডা নয় 🙂