শিশু শ্রম

সাখাওয়াত হোসেন ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০২:২৬:৩৫অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

কত সভা কত সেমিনার মধুর মধুর ভাষণ

সবই যেন গালভরা বুলি মিথ্যে প্রহসন-

নিষ্পাপ শিশু অমূল্য রতন

লেখাপড়া শিখে গড়বে সুন্দর ভুবন।

 

আজও দেখি কত শিশু অনাহারে

কোমল হাতে করে কাজ কাঁদিতে কাঁদিতে

কর্তাদের বাড়ি আর কারখানাতে

শিশু অধিকার বন্দী শুধু কথার ঝুলিতে।

 

কত কচি মন মুকুলেই যাচ্ছে যে ঝরে

পায়না খেতে করে কাজ পাঠশালা ছেড়ে,

লোভী মালিক সুযোগ বুঝে কৌশলে

শিশু পেয়ে দেয় না দাম সভ্য এ সমাজে।

 

বন্ধ হোক শিশু শ্রম

আজ মোরা করি এ পণ,

জোছনার রঙ মেখে ফুলে ফুলে সেজে

বই হাতে যাবে শিশু নিজ নিজ পাঠে।

৮৪১জন ৬৯২জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আলমগীর সরকার লিটন-এর আমার মতো পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • হালিমা আক্তার-এর কম্পিত ডানায় পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ