
কত সভা কত সেমিনার মধুর মধুর ভাষণ
সবই যেন গালভরা বুলি মিথ্যে প্রহসন-
নিষ্পাপ শিশু অমূল্য রতন
লেখাপড়া শিখে গড়বে সুন্দর ভুবন।
আজও দেখি কত শিশু অনাহারে
কোমল হাতে করে কাজ কাঁদিতে কাঁদিতে
কর্তাদের বাড়ি আর কারখানাতে
শিশু অধিকার বন্দী শুধু কথার ঝুলিতে।
কত কচি মন মুকুলেই যাচ্ছে যে ঝরে
পায়না খেতে করে কাজ পাঠশালা ছেড়ে,
লোভী মালিক সুযোগ বুঝে কৌশলে
শিশু পেয়ে দেয় না দাম সভ্য এ সমাজে।
বন্ধ হোক শিশু শ্রম
আজ মোরা করি এ পণ,
জোছনার রঙ মেখে ফুলে ফুলে সেজে
বই হাতে যাবে শিশু নিজ নিজ পাঠে।
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শিশু শ্রম বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের মৌলিক অধিকার ও চাহিদা পূরণ করার নিশ্চয়তা দিতে হবে তাহলেই হয়তো শতভাগ শিশুশ্রম বন্ধ করা সম্ভব। চমৎকার বিষয় উপস্থাপন করেছেন কবিতায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সাখাওয়াত হোসেন
শিশুরাই হচ্ছে আগামীর সোনালী আলো, তা-ই তাদের উপযুক্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
ধন্যবাদ আপু, শুভেচ্ছা ওশুভকামনা রইলো অবিরত।
বন্যা লিপি
দরিদ্র জনগোষ্ঠীর একাংশ নিরুপায় হয়েই শিশুশ্রমে নামতে / নামাতে বাধ্য হয়। মানবিক দিক দিয়ে সেই সুযোগটা না নেয়াই উচিত। কিন্তু হচ্ছে বিপরিত। অসাধু এক শ্রেনী দারিদ্রতার সুযোগ কাজে লাগিয়েই অনৈতিক ভাবেই অপরিনত শিশুদের দিয়ে শ্রম কিনছেন।সচেতনতা জরুরী সর্বত্র।
সাখাওয়াত হোসেন
হ্যাঁ আপু কেবল সচেতনতাই পারে এই নির্মমতার কঠোর হাত থেকে কোমলমতি শিশুদের রক্ষা করতে।
ধন্যবাদ আপু ভালো থাকবেন।
ফয়জুল মহী
বাহ , বেশ মোহনীয় পরিবেশন।
অনুপ্রাস সমৃদ্ধ চমৎকার একটি পদ্য।
খুব ভালো লাগল।
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া । ভালো থাকবেন।
আরজু মুক্তা
দেশ এগিয়ে গেলোও কিছু কিছু অসঙ্গতি এখনও আছে
সাখাওয়াত হোসেন
দারুণ বলেছেন। আজকের শিশুই আগামীর কর্ণধার , তাই এই অসঙ্গতি দূরে করে শিশুদের সঠিকভাবে বেড়ে উঠা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
তৌহিদ
শিশুশ্রম বন্ধ হওয়া উচিত। আমরা শুধু সভা সেমিনারেই কথা বলি কার্যক্ষেত্রে সেসব কমই প্রতিফলিত হয়।
ভালো লিখেছেন ভাই।
সাখাওয়াত হোসেন
আমরা কাজের চেয়ে প্রচারই বেশি করে থাকি।
সার্বিক ব্যবস্থায় কথা ও কাজের মিল থাকতে হবে, তাহলেই সমস্যার সমাধান সম্ভব।
ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।
রেজওয়ানা কবির
সমসাময়িক বাস্তবতা তুলে ধরেছেন। শিশুরা যে বয়সে হেসে খেলে যায়, ঠিক সেই বয়সে অভাবের তাড়নায় অনেকেই এই শ্রমে জড়িয়ে যায়। তাই সচেতনতার পাসাপাশি সকলের অংশগ্রহণ জরুরী।
সাখাওয়াত হোসেন
হ্যাঁ আপু ঠিক বলেছেন। সব শিশুর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবার সহযোগিতার হাত বাড়াতে হব।
ধন্যবাদ আপু, শুভেচ্ছা নিরন্তর।
মোঃ মজিবর রহমান
শাখাওয়াত ভাই বাস্তব বড়ই কঠিন বড়ই তিতা। তা তুলে ধরেছেন। সবাই নিজ নিজ আখের গুছায়। এন জি ও ও সমাজ কর্মিরাও।
সাখাওয়াত হোসেন
ভাইয়া একেবারে গোপন কথা ফাঁস করে দিলেন।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরত।
মোঃ মজিবর রহমান
আমিও ডেভেলপমেন্ট এন জি ও তে এক্সময় চাকরি করতাম। এই বেমানান কাজ গুলি ভালো লাগতো না। রাজনীতির মতই মাঠে তুমুল মানবতাবাদী আর কাগজ কলমে সুবিধাবাদী। চাকরি চেইঞ্জ করলাম কিন্তু অসহায় মানুষের পাশে দেখি কেউ নাই। সব জায়গাতেই কুরুক্ষেত্র. ইচ্ছা মতই চলে সবাই।
ভালো থাকুন।
মনির হোসেন মমি
যতই প্রতিবাদ হোক মোড়লরা যেন কানেই শুনছেন না। শিশুশ্রম বন্ধ হোক।
সাখাওয়াত হোসেন
তারা শুধু পকেটে ভারী করতে ব্যাস্ত।
তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা ভাইয়া।
স্বপ্ন গোধূলি
শিশুশ্রম বন্ধের ব্যাপারে আমরা সবাই একমত হলেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। বিশেষ করে বাসাবাড়ি গুলোতে কাজের লোক হিসেবে ছোট বাচ্চাদেরকে রাখা হয়, ওদের উপর অমানুষিক অত্যাচার করা হয়। আর এগুলো তথাকথিত শিক্ষিত মানুষদের দ্বারাই বেশি হয়।
সাখাওয়াত হোসেন
আমরা নিজেরাই যতদিন সচেতন না হতে পারবো ততদিন আমরা এ অন্ধকার থেকে বের হতে পারবোনা।
অফুরান শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই ভাইয়া।
জিসান শা ইকরাম
দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় শিশু শ্রম বন্ধ হবার সম্ভাবনা কম। শিক্ষার গুরুত্ব সবাই যেদিন বুঝবে সেদিনই শিশু শ্রম বন্ধ হবে।
শিশু শ্রম বন্ধ হোক এটি আন্তরিক ভাবে চাই।
শুভ কামনা।
সাখাওয়াত হোসেন
আমার এখনো অন্ধকার যুগেই আটকা পড়ে আছি।।
ভালো থাকবেন ভাইয়া, শুভেচ্ছা নিরন্তর।