বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা-প্রণেতা হিসাবে পটুয়া কামরুল হাসানের নাম প্রচলিত থাকলেও মুলতঃ লাল-সবুজের মূল পতাকার নকশা করেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিব নারায়ন দাশ।

সবুজ জমিনের উপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা। পরে মানচিত্রটি সরিয়ে পতাকাটি পরিমার্জন করায় কামরুল হাসানকেই নকশাকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সারা বাংলায় কিন্তু পাকিস্তানের পতাকার পরিবর্তে শিব নারায়ন দাশের ডিজাইন করা বাংলাদেশের পতাকাই উত্তেলিত হয়েছিলো।

১৯৭২ সালে তৎকালীন বাংলাদেশ সরকার শিব নারায়ন দাশের ডিজাইন করা পতাকার মাঝের মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলেন পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।
পতাকা সঠিকভাবে তুলে ধরা জাতির কর্তব্য। মানচিত্র সম্বলিত পতাকাটি আঁকা অনেক কঠিন এবং বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি। তাই সহজ করে পতাকা আঁকার জন্য মানচিত্রটি সরানোর সিদ্ধান্ত হয়েছিলো।

১০৬০জন ১০৬০জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ