শিক্ষা আমার সচলতা।

সঞ্জয় মালাকার ৬ জুন ২০১৯, বৃহস্পতিবার, ০৩:১৯:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

জ্ঞানী,

  • জ্ঞান আমার পিতামাতা
    ক্লাস আমার বিবেক,
    শিক্ষা আমার সচলতা
    মানবিক পরিবেশ!
    বই আমার নিত্য সঙ্গী
    মায়ের মুখের ধ্বনি,
    জীবন চলার সঙ্গী হলো
    গুরুর চরণ ধূলি!
    সমাজ আমার মাতৃধর্ম
    পিতার পরমপরা,
    জ্ঞান বিজ্ঞান নিয়ম নিতি
    যুগের চিহ্ন পাড়া!
    জ্ঞান আছে বইের ভাঁজে
    মায়েবি মুখের বাণী,
    আলোয় ভাসা কান্না শুনে
    কাঁদে মা জননী!
    গুরু শিক্ষা বড়ই মধুর
    স্মরণীয় সম্মানী,
    পরম প্রিয় সত্য।

সঞ্জয় মালাকা // ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ

১২১০জন ১০৯৭জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ