
শ্যামনগর সাতক্ষীরার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক শামীম আহমেদ নামের এই ভদ্রলোক নিজের ছাত্রী, কন্যাসম অপ্রাপ্তবয়স্ক এক হিন্দু মেয়েকে ধর্মাম্তরিত করে বিয়ে করে ফেলেছেন। মেয়ের জন্মসনদ অনুযায়ী তার জন্ম ২০০৪ এ, সে হিসেবে সে অপ্রাপ্তবয়স্ক এখনও, ১৬+ বয়স। তাকে একজন শিক্ষক মানুষ, যার কাজ নৈতিকতা শিখানো সে কিভাবে বিয়ে করে ফেললো! কোন আইনে এই বিয়ে হলো? বিয়ে কে করালো? ওই মেয়ের কি বিয়েতে মতামত দেবার বয়স হয়েছে?
যে বিয়ে করেছে তার কি আইন সম্পর্কে কোনো ধারণা নেই? আর এইযে ধর্মান্তকরণের এফিডেভিট আর বিয়ের এফিডেভিট এতে সাইন করালো যারা তারাই বা কারা? ৭ই এপ্রিল সাইনের ডেইট দেখা যাচ্ছে! ওই এলাকায় কোনো মানুষ নেই? যে শিক্ষক এই নাবালিকা মেয়েরে বিয়ে করতে পারে তারে ধরার মতো কেউ নাই?
পুস্পিতা আনন্দিতা,
নিউইয়র্ক।
১০টি মন্তব্য
বন্যা লিপি
এ পোষ্টে কি মন্তব্য করা যায় ভাবছি…….
পুষ্পিতা আনন্দিতা
এমন শিক্ষকগন কি শিক্ষা দেবে জাতিকে?
ফয়জুল মহী
মেয়ের পরিবারের কোনো মন্তব্য নেই কেনো । সব আইনী প্রক্রিয়া শেষ করতেও সময় লেগেছে
পুষ্পিতা আনন্দিতা
মেয়ের পরিবার থেকে মন্তব্য কি প্রয়োজন? একজন শিক্ষক অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়েকে বিয়ে করেছে। এটি আইন সম্মত কিনা তা বলুন। ঐ শিক্ষকের নৈতিকতার মানদন্ড বলুন। আর যে কোনো অন্যায় পরিবার থেকে অভিযোগ না আসলে তা বুঝি অন্যায় নয়? একটি মেয়েকে ধর্ষন করা হবে নিয়মিত, পরিবার ভয়ে হোক আর যে কারনেই হোজ, অভিযোগ দিতে পারেনা। তাহলে কি সে ধর্ষন আইনসিদ্ধ হয়ে যাবে? আপনার মন্তব্যে এমনই বুঝা যায়। এই প্রধান শিক্ষকের আত্মীয় নাকি আপনি?
হালিমা আক্তার
মেয়েটি সাবালক হলে কথা ছিলোনা | ধরে নিতাম মেয়েটির মতামত আছে | আর শিক্ষক হলেই পারফেক্ট মানুষ হবে তা তো নয় |
সুপর্ণা ফাল্গুনী
আপনার প্রশ্নের উত্তর দেবার মতো লোক থাকলেও এসব অন্যায় প্রতিরোধ করার ক্ষমতা কারোরই নেই কারন সবার হাত-পা বাঁধা । অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
মেয়ের পরিবার যদি বিচার চায় তাহলে তো বিচার হবে। আর না চাইলে হবে না।
আর বিয়ের ব্যাপার এখন তো আর ধর্মে চলে না। অনেকে দেখা যায় ধর্মান্তরিত ছাড়াই চলছে। শুভ কামনা।
পপি তালুকদার
মানুষের মধ্যে অমানুষ বাস করে পেশা সেখানে আসেনা।নৈতিকতা বর্জিত কাজ করে আবার স্বাভাবিক আচরণ করে বড়োই অদ্ভুত!
আরজু মুক্তা
এইসব নীরবে নিভৃতে কাঁদে।
শামীনুল হক হীরা
শিক্ষকতো খারাপ করেছে মানলাম।বাল্য বিবাহও অপরাধ।কিন্তু মেয়েটিই বা কেন ধর্ম ত্যাগ করে বিয়ে করল।এটাতো জোরের কোন বিষয় না।একজনকে ধর্মান্তরিত করা কি খুব সহজ কাজ?।বিয়েটাও সহজ না।হয়তো তাদের মধ্যে কোন সম্পর্ক হয়েছিল নতুবা কেনই বা মেয়েটি ধর্ম ত্যাগ করবে।যাক সঠিক না জেনে মন্তব্য করা ঠিক না।।
তবে দারুণ একটা লেখা উপহার দিলেন।
শুভেচ্ছা নিরন্তর প্রিয়।।