
শহরটা আজ ভিজছে অবিরাম বর্ষার আলিঙ্গনে,
ধূলোপড়া সড়ক ঢেকেছে চকচকে আবরণে।
কালো ধোঁয়া আর যান্ত্রিক সীসায় মুমুর্ষ বৃক্ষরাশি
জেগে উঠেছে নতুন আমন্ত্রণে;
পাখিরা গাইছে নতুন সুরে নব-আনন্দ স্মরণে।
শাখে শাখে নবপত্র মেলেছে ডানা সতত অবগাহনে;
বৃষ্টি মাথায় ভ্রমর গুণগুণিয়ে যায় ফুলের কানে কানে।
কপোত-কপোতী নিমগ্ন ব্যস্ত নগরে প্রেমের সুধা পানে;
দিবাকর শরমে ঘোমটা টানে সঙ্গোপনে।
নর-নারী গন্তব্যে ছুটছে জীবিকার অন্বেষণে;
বাস-টেম্পুতে ঝুলন্ত শরীর ভিজছে নির্লজ্জ বর্ষণে।
রিকশায় প্যাডেল মেরে রিকশাওয়ালা ছুটছে পেটের টানে;
ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষুক ঘুরছে দাতা হাতেম পানে।
হকাররা বিলোচ্ছে পণ্য-সমাহার ক্রেতার প্রয়োজনে।
ফুলের পসরা নিয়ে পথশিশুরা দাঁড়ায় জনে জনে;
বৃষ্টির ছোঁয়ায় কাঁপছে ছেঁড়া-ফাঁটা বিবর্ণ বসনে,
দামাল শিশুরা মেতেছে দূরন্তপনায় বাঁধনহারা বাঁধনে।
৩২টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার লেখা । ভীষণ ভাল লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভকামনা ও শুভেচ্ছা রইল
এস.জেড বাবু
গতকাল আমার একটা চালকুমড়া গাছ মাঁচায় সহ কাঁত হয়ে পড়েছে। অনেক পছন্দের একটা গাছ, আজ আর বৃষ্টি উপভোগ করতে ইচ্ছে করছে না। নতুন খুঁটি দিতে গিয়ে দেখলাম মাটির প্রায় দেড় ফিট নিচে পর্যন্ত গলগলে হয়ে আছে।
আর বৃষ্টি চাইনা-
কবিতায় চমৎকার ভাবে আষাঢ় এর বাস্তব শহুরে প্রতিচ্ছবি ভেসে উঠেছে।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই বৃষ্টির বিড়ম্বনা মাঝে মাঝে খুব ঝামেলায় ফেলে এখানেও কিন্তু সে কথা তুলে ধরেছি। খারাপ লাগলো আপনার মাচা টা কাত হয়ে পড়েছে বলে। অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। নিয়মিত পাবো পাশে এই কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
এক কথায় দারুণ বর্ষা এঁকেছেন, একটি মাত্র তুলির টানে।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্য আমার জন্য বড় প্রাপ্তি তারপর এমন মন্তব্য যা আমাকে অনেক উপরে নিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
নিতাই বাবু
আমিও বৃষ্টিতে ভিজেছি ক্ষুদার্ত পেটের টানে। কী আর করা; বৃষ্টি যখন হচ্ছেই সবখানে।।
বর্ষার শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি দিদি।
সুপর্ণা ফাল্গুনী
দাদা অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। হ্যাঁ বৃষ্টি সবখানেই হচ্ছে তাই যাদের ঘরে থাকার উপায় নেই তাদের জন্য বৃষ্টি অভিশাপ হয়ে ধরা দেয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন
তৌহিদ
গ্রামের বর্ষার চিত্র দেখেছি আর আপনার লেখায় দেখলাম শহরের বৃষ্টির ছবি। অসাধারণ কবিতা দিদি।
কলমের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে লেখাটি। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো আপনার মন্তব্যে। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
এইতো ভিন্নধর্মী লেখা হয়ে গেলো! এর কথাই বলেছি কিন্তু। সে গল্প কবিতা যাই হোক।
সুপর্ণা ফাল্গুনী
ভিন্নধর্মী হলো কিনা জানিনা তবে আমি আমার শহরের চিত্রটা তুলে ধরেছি।লেখায় আমি মাঝে মাঝেই শহরকে তুলে ধরি কারন শহরেই আমার সব। প্রকৃতি আর প্রেম আমাকে বেশী টানে লেখায়, বাস্তবে। আমি প্রকৃতি প্রেমী তবে তারপরও কিন্তু মন্তব্য সেই আমরা ক’জন ই করবো। মন্তব্যের সংখ্যা ঘুরেফিরে সেই একই থাকবে। ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
এতকিছু ভাবার সময় কই? নিজের মত লিখে যাবো আমরা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো। শুভ কামনা
প্রদীপ চক্রবর্তী
বর্ষাকে নিয়ে অন্যরকম লেখনী।
ভালো লাগলো, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
দাদা এটা অন্যরকম নয়, বর্ষায় শহরটা এমন হয়, এখানকার জীবনযাপনটাই তুলে ধরলাম। আমি প্রকৃতি প্রেমী তাই কবিতায় সেটাই বারবার তুলে ধরি এখানেও সেটাই তুলে ধরেছি । ধন্যবাদ দাদা ভালো লাগলো জেনে খুশি হলাম
সাবিনা ইয়াসমিন
বাহ! অনবদ্য!! শহুরে জীবনের বর্ষার প্রভাব খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে কবিতায় 🙂 🙂
বরষা দিনের শুভেচ্ছা রইলো,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অনুপ্রেরণায়, ভালো লাগায় আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন দিদি ভাই।
দারুন সব অনুভূতির প্রকাশ, বৃষ্টি আমারও ভিষন প্রিয়। দু-তিনদিন পর পর আমি বৃষ্টিতে ভিজে গোসল করি বেশ আনন্দ উপভোগ করি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। বৃষ্টিতে ভিজতে পারিনা ঠান্ডার কারনে।ভালো থাকবেন ।শুভ কামনা রইলো
আরজু মুক্তা
বর্ষা মন মাতিয়ে দিলো
সুপর্ণা ফাল্গুনী
শুনে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বৃষ্টি নিয়ে অপূর্ব লেখা। মন প্রাণ জুড়িয়ে গেল। শুভ কামনা অফুরান।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার জন্য আশীর্বাদ করবেন। নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা
হালিম নজরুল
ভাল লাগল বর্ষার স্তুতি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
নাজমুল হুদা
বৃষ্টি বিলাস, আবার বৃষ্টি বিড়ম্বনা। দুটোই সুন্দর।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। শুভ সকাল
নিরব সাগর
অসাধারণ হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো ভালো লেগেছে জেনে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
জিসান শা ইকরাম
শহরের বৃষ্টিকে অত্যন্ত নিপুনতার সাথে কবিতার মাঝে ফুটিয়ে তোলা হয়েছে।
বৃষ্টির শহরকে দেখলাম লেখায়।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। আপনাদের অনুপ্রেরণায় উৎসাহিত হই বারবার । নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো।