
আমাকে ভেবে যদি কখনো তোমার চোখে একফোঁটা অশ্রু ঝরে-
ফাল্গুনী পূর্ণিমার রাতে, তবে চলে এসো তুমি-
শিউলীর মালা হাতে আমি থাকবো অপেক্ষায় ।
কাদামাটির স্যাঁৎস্যাতে সোঁদা গন্ধে হয়তো তোমার ভালো লাগবে না,
আমি কর্পূরের কিয়দাংশ সরিয়ে রেখে দেবো-
তোমার সাথে সমান্তরাল জীবন না পেলেও সহমরণে আমি সন্তুষ্ট।
তোমার প্রিয় শিউলীর বেস্টনীতে মম শবযাত্রা যেন হয়-
অকুণ্ঠ চিত্তে মিনতি – তোমরা লিখে রেখ হে জীবন্ত পৃথিবী
আমাকে জাগতে হবে আরো একবার তোমার আলিঙ্গনে ।
ফটোক্রেডিট – সোনালী কে।
২০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অকুণ্ঠ চিত্তে মিনতি – তোমরা লিখে রেখ হে জীবন্ত পৃথিবী
আমাকে জাগতে হবে আরো একবার তোমার আলিঙ্গনে ।
অসম্ভব ভালো লাগা রেখে দিলাম চিত্তে, শুভ ব্লগিং।
অনন্য অর্ণব
শুভকামনা রইলো দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ প্রকাশ — “তোমার প্রিয় শিউলীর বেস্টনীতে মম শবযাত্রা যেন হয়
অকুণ্ঠ চিত্তে মিনতি – তোমরা লিখে রেখ হে জীবন্ত পৃথিবী
আমাকে জাগতে হবে আরো একবার তোমার আলিঙ্গনে “।
শুভ কামনা রইলো।
অনন্য অর্ণব
শুভকামনা রইলো দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাইয়া আপনিও সুস্থ আর ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক কাব্যিক রস কবি অনেক শুভেচ্ছা রইল
অনন্য অর্ণব
আপনিও ভালো থাকবেন সবসময়। শুভ কামনা রইলো 💓
রোকসানা খন্দকার রুকু
সমান্তরাল জীবন পেলে সহমরনে রাজী এটুকু অসাধারণ ছিলো।
শুভ কামনা।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোবাসা আপু। ভালো থাকবেন সবসময় 😍
ছাইরাছ হেলাল
এত কাম-কাইজ বাকী রেখে মরা ঠিক না, ঠিক-ই আছে।
অনন্য অর্ণব
হা হা হা, মহারাজ বললে সেটা কি অমান্য করা যায়?
ভালোবাসা ভাইয়া 💝
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
উদাত্ত আহ্বান জানানো হোক তাকে পুনরায়।
সে নিশ্চয় আসবে।
কেবল অপেক্ষা।
অনন্য অর্ণব
শুভ কামনা দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
মনির হোসেন মমি
কত গভীর প্রেমরে ভাই।
নিশ্চয় তিনি শুনবেন
হয়তো এ জগতে নয়তো অন্য জগতে।
অনন্য অর্ণব
হা হা হা 😀
মমি ভাইয়া ভালো হবেনা কিন্তু, কবিতা সার্বজনীন। একতরফা কবির ঘাড়ে চাপানো উচিত না বলে দিচ্ছি 😀
মনির হোসেন মমি
হাহাহা ওকে ওকে ভাই।
ভাল থাকবেন সুস্থ থাকবেন।
হালিমা আক্তার
এতো প্রেম রেখে কোথা যে যাই। চমৎকার কবিতা। শুভ কামনা।
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ আপু। ভালো থাকবেন সবসময় 😍
উর্বশী
শিউলি মালা হাতে অপেক্ষায় থাকা ভাল।মরতে হবেনা।
শিউলি প্রেম ফিরে আসবেই।অপূর্ব প্রেমের কবিতা।বিরহ দূরেই থাকুক,শিউলি প্রেম ফিরে আসুক,আলিংগনে সব জাগ্রত হোক।
আন্তরিক ধন্যবাদ সহ শুভকামনা।
অনন্য অর্ণব
হ্যাঁ, প্রেম ফিরে ফিরে আসুক জন্ম জন্মান্তরে। শুভ কামনা আপু😍