আজ দিনটা আগষ্ট ১৭
শনিবার।
দেখতে পাচ্ছো দিনটি সূর্যকে ছিঁড়ে বেরিয়ে আসছে আমাদের দিকে
জানিনা তোমাকে দেখলে আমার কিরকম কিরকম লাগে
এক বলতে গিয়ে আর এক বলে ফেলি
নার্ভাস লাগে
জানি এটা প্রেম নয়
আকাশবাণীর সংবাদ প্রচার নয়
কোন
বাঁধানো রক্ষনশীল সম্পর্ক ও নয়
একটু ভালোভাবে আমার কাছে বসে থাকতে পারো
আর ও বেশীক্ষন তাকিয়ে থাকতে
কিন্তু তোমার দিকে ভালো করে তাকাতেই আমি চারিদিকে কালো কালো বৃষ্টিপাত দেখতে পাই
তোমার যে চোখ আমার খুব ভালো লাগে
সেগুলো র আকর্ষন ফ্যাকাসে হতে শুরু করে
মাঠের সৌন্দর্য ও আসতে আসতে হারিয়ে যায়
নাকের ওপর তিলটা ক্রমশ স্পষ্ট হয়ে তোমার চোখের লাজুক লাল আভাটিকে জাগিয়ে তোলে
হলুদ সার্টের বোতাম বহুদূরে ছিটকে পড়ে
কল্পনায় শিহরিত হয়ে যাই
তোমার গোলাপি শরীরের রঙ গুলো আকাশের দিকে মিশে যেতে দেখে
আমার ইচ্ছে
করে
একদৌড়ে রামধনু হয়ে যায়
মেঘটার টোপর থেকে তোমার
হৃদয় ছিনিয়ে নিয়ে আসি
লুকানো গুহায় তোমার মন কুকড়ে বসে আছে
কতশত বার আমি কোলে নি
কাছে ডাকি
সে আসবেই না
আমাকে বিশ্বাসঘাতক শৃগাল ভেবে
দূরে থাকে
কষ্ট পায়
ছাউনির খড় গুলো চিবিয়ে
কেবল অসহায় ভাবে তাকিয়েই
বেঁচে থাকে।
শনিবার
বেশী মাত্রায় পারদ ঢেলে দেয় আমার উপর!
===========
কাকদ্বীপ
অরুণিমা মন্ডল দাস
কোলকাতা, ভারত।
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
বাহ্ চমৎকার
কবিতায় শনির বন্দনা ভাল ভাবেই রপ্ত করলেন।
আজ দিনটা আগষ্ট ১৭
শনিবার।
কি কোন বিশেষ দিন?
অরুণিমা মন্ডল দাস
হম দিনটি খুব প্রিয় আমার কাছে
মনির হোসেন মমি
জেনে আনন্দিত হলাম। নব বর্ষ২০২০ শুভেচ্ছা নিবেন।
তৌহিদ
আপনার অনুভুতি লেখার মাঝে সুন্দর করে ফুটিয়ে তুললেন। ভালো লাগলো দিদিভাই। আপনার লেখা সোনেলার পাঠক পড়তে চায়। নিয়মিত আসবেন আশাকরি।
শুভকামনা রইলো।
অরুণিমা মন্ডল দাস
নতুন বছরের শুভেচ্ছা জানাই। আসতে চাই নিয়মিত কিন্তু কাজের চাপে আসা হয়ে উঠে না /অবশ্যই আসতে পারলে আমার ভালো লাগবে/
আরজু মুক্তা
শনি, শনিবারেই আসলো!
হায় কপাল!
এতো অনুভূতি প্রখর আপনার। ভালো লাগলো।
শনিবার ক্যালেন্ডার থেকে মুছে যাক!
অরুণিমা মন্ডল দাস
খারাপের ভিতর ই ভালো খুঁজুন/ভালো লাগল আপনার ভালো লেগেছে জেনে
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
চমৎকার কাব্যকথন।
বেশ ভালো লাগলো দিদি।
শুভকামনা অহর্নিশ…..
অরুণিমা মন্ডল দাস
ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে।
মোঃ মজিবর রহমান
প্রকাশের ভংগিমা দারুন দিদি। মন ছুয়ে গেল।
মাঝে মাঝে নই একটু ঘন ঘন লিখুন।
অরুণিমা মন্ডল দাস
ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে।
মোঃ মজিবর রহমান
নতুন বছরের শুভেচ্ছা জানাই
অরুণিমা মন্ডল দাস
ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে।