
তোমার জন্ম ক্ষণে স্বর্গীয় কোন পরিবর্তন হয়েছিল কিনা জানিনা
তবে একটা ভৌগোলিক সীমারেখার ঠিকই পরিবর্তন হয়েছিল।
তোমার জন্ম গ্রহণে পৃথিবী বাসী কিছু পেয়েছিল কিনা আমি জানিনা
তবে বাঙালির একজন অবিসংবাদিত নেতা ঠিকই পেয়েছিল ।
তোমার জন্মাগমনে বঙ্গভূমিতে কোন আয়োজন হয়েছিল কিনা জানিনা
তবে শোষকদের অন্তরে মৃদু কম্পন ঠিকই হয়েছিল।
তোমার জন্মদিনে কারোর মন কোন স্বপ্ন দেখেছিল কিনা আমি জানিনা
তবে সেদিন স্বাধীনতার বীজ বপন হয়েছিল।
তোমার ভূমিষ্ঠ হওয়ার এক কান্নায় সাড়ে সাত কোটি বাঙালির চোখের জল বন্ধ করে দিয়েছিল।
তোমার জন্ম সার্থক, সার্থক এই জন্ম দিন।শতবর্ষে বাঙালি তোমার
শুধিছে সেই ঋণ।
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
স্বার্থক তাঁর জন্মদিন। শুভেচ্ছা মহানয়ককে।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
মোঃ মজিবর রহমান
আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি কবিতা রচনার জন্য।
নিরব সাগর
ভালোবাসা নিবেন প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লিখেছেন। তার জন্মদিনে আমাদের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নিরব সাগর
ধন্যবাদ অগ্রজ
সুপায়ন বড়ুয়া
“তোমার জন্ম সার্থক, সার্থক এই জন্ম দিন।
শতবর্ষে বাঙালি তোমার শুধিছে সেই ঋণ।”
অসাধারণ।
স্মৃতির পাতায় আছ আজো
পিতা তুমি অমলিন।
ফুলেল শ্রদ্ধায় শায়িত তুমি
পিতা তোমার জন্মদিন।
শুভ কামনা।
নিরব সাগর
অসাধারণ হয়েছে প্রিয়
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অসাধারণ লেখনী দাদা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ❤🙏
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
মনির হোসেন মমি
মনের মত কবিতা।শব্দ বাক্য চমৎকার উপস্থাপনা। বিনম্ভ্র শ্রদ্ধা।
নিরব সাগর
অসংখ্য ধন্যবাদ প্রিয়, প্রশংসা করার জন্য।
হালিম নজরুল
একটি মানুষের জন্ম লক্ষ কোটি মানুষের স্বপ্নের জন্ম দিয়েছিল।
নিরব সাগর
সত্যিই তাই প্রিয়
তৌহিদ
চমৎকার লিখেছেন দাদা।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। মুজিববর্ষ সফল হোক এটাই কাম্য।
ভালো থাকবেন।
নিরব সাগর
ধন্যবা প্রিয়
জিসান শা ইকরাম
সুন্দর লিখেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলী।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
ফয়জুল মহী
শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।
নিরব সাগর
ভালোবাসা নিবেন প্রিয়
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার লেখেছেন কবি দা
অনেক বিনম্র শ্রদ্ধা জানাই
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় দাদা