
তুখোড়, চটপটে, হাসিখুশি একজন ব্লগার। যার পদচারণায় সোনেলা সমৃদ্ধ এবং তার লেখাগুলো পাঠক হৃদয়কে করেছে পুষ্ট। তিনি আর কেউ নন। খুবই প্রাণবন্ত….. রোকসানা খন্দকার রুকু।
শততম পোস্টের জন্য সোনেলা ব্লগের পক্ষ থেকে তাকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা।🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
রুকু নিবন্ধন করেছেন ৯ মাস ১৫ দিন আগে। ” আমি ও আমার সহযোগী ” তার প্রথম লেখা। যা প্রকাশিত হয় ৭ জুলাই ২০২০। এবং আজকের ” আক্ষেপের খরতাপ ” এই লেখার মাধ্যমে তিনি শততম পোস্টের মাইলফলক স্পর্শ করলেন।
When we reading, we don’t fall in love with the character’s appearance, we fall in love with your words, your thoughts and hearts. We fall in love with your soul. তার লেখা বরাবরি আমাদের চমৎকৃত করেছে।
তার প্রথম লেখায়, যারা আমাদের সাহায্য সহযোগিতা করে সকাল থেকে রাত পর্যন্ত; তাদের করোনাকালীন যত্নের কথা বলেছেন। অথচ আমরা বহুলাংশে তাদের এড়িয়ে চলি। এখানে তার মানবিক হৃদয়ের স্পষ্ট প্রতিফলন। আবার তার ” একাকীত্ব ” লেখায় ; আমরা মেয়েরা নিজেদের ভাবনার আকাশে সাঁতার কাটতে গিয়েও কতো যে অভিনয় করি আর মুখে সুখের হাসি দিয়ে চলি, তা বলেছেন। এভাবে হাসিমুখে চলতে চলতে তার নাকি প্রেম হবে প্রকৃতির সাথে। তার ভালো লাগে রোদেলা দুপুর, নদীর তীরের হাঁসের নীরবে বয়ে চলা, কুচুরিপানার ফুল, আর বাসার ব্যালকনির চড়ুই পাখির কিচিরমিচির। আবার অল্পতে তুস্ট সে। দুপুরের খাবার ডাল, আলুভর্তা, ডিম ভাজি কিংবা একটা লাল মরিচ হলেও চলবে। পুরাই বাঙালি।
রাতের চাঁদ আর মেঘের সাথে চাঁদের যে লুকোচুরি তা দেখে তিনি বিমোহিত। হাজার বছর বাঁচার তার ইচ্ছা।
করোনা নিয়ে তার রম্য, বাস্তবতা এবং মানুষের ভাবনা…. অনেক লেখাতেই ফুটে উঠেছে। ” তিথি পজিটিভ বনাম করোনা ” তেমনি একটি লেখা।
তিনি মেয়ে বা নারী কে মানুষ হিসেবে উপস্থাপন করতে গিয়ে কখনো বৌমা, মেয়ে, বা মা হয়ে সমাজের ভনিতাগুলোকে ভ্রুকটি করে আসল রূপ তুলে ধরেছেন। একজন বাড়ির মেয়ের যখন বিয়ে হয় তখন তাকে বৌমা নয় মেয়ে হিসেবে দেখতে হবে। ” যে নারীর গন্ধ শুঁকে শুঁকে বড় হয়েছো তাকে সম্মান করতে শিখো। ” এটা আমার কথা না। তার কথা।
যৌতুক, ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, বৃদ্ধাশ্রম, হিল্লা বিয়ে, মেয়ে কেনো কালো, মেয়েদের দায়িত্ব, পুরুষ তান্ত্রিক ব্যবস্থাকে চপেটাঘাত, এমনকি ছেলেদের রোমান্টিকতা, মুক্তিযুদ্ধ, অন লাইন ক্লাসের বিড়ম্বনা, মেয়েদের প্রি কন্সাসনেস — কোন বিষয় তিনি লেখায় আনেননি, ভাবতে বসতে হবে।
সাহিত্যের সব শাখায় তার বিচরণ। তবে রম্য গুলোতে মানুষকে যেভাবে মেসেজ দিয়েছেন : তা মানুষ উপলব্ধি করতে পারলে, সমাজ বদলাবে।
সোনেলা তার ভালোবাসার আঙিনা। এটা বলতেও তিনি কার্পণ্য করেননি। তিনি লেখার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, কেনো ব্লগে লেখা উচিত আর আর ফেসবুকে কেনো উচিত নয়। এরকম লেখা পড়তে চাইলে ” ফেসবুক ও সোনেলা রোদ্দুর ” লেখাটিতে ক্লিক করতে পারেন। তার কথায়, ” বিশ্ব জোড়া পাঠশালা মোর, আমি সোনেলার ছাত্র। ” সোনলা ছাড়া তার নাকি একদিনও চলে না। এমন ব্লগার আমরা প্রত্যাশা করতেই পারি যার শয়নে – স্বপনে- জাগরণে শুধুই সোনেলার সোনা সোনা ঝিলমিল রোদ।
তিনি ভালোবাসায় বিশ্বাসী। প্রতিটি দিন রঙিন করে তুলতে এবং রাঙাতে চান। আমরাও দোয়া করি তার একঘেঁয়েমি যেনো না আসে।
তার লেখা পড়ে আমার প্রায়ই মনে হয়, ” She picks up a pen to change the world. ”
ভালো থাকবেন সবসময়…. এমন প্রত্যাশা রেখে গেলাম।
৪৩টি মন্তব্য
ফয়জুল মহী
শততম পোস্টের জন্য রোকসানা খন্দকার রুকুকে অভিনন্দন ও শুভেচ্ছা।রুকু আপু তোমার কলম হোক সত্য ন্যায় ও ভালোবাসার পক্ষে। সুন্দর ও নিরাপদ জীবন কামনা করি।
তার লেখা পড়ে আমার প্রায়ই মনে হয়, ” She picks up a pen to change the world. ” right.
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ মহী ভাই। কলম হোক সত্য ও ন্যায়ের পথে এটাই আশা।
আমার দেখা এ পর্যন্ত সর্বশেষ্ঠ শুভেচ্ছা পোষ্ট। আজ অন্য একটা লেখা শেষ করতে চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিলই না। শরীরটা একটু খারাপ। কদিন থেকে লিখি না তাই আজকের একান্ত অনুভূতি লেখা ছিল তাই পোষ্ট করলাম।
কোথা থেকে ঝড়ের গতিতে আরজু মুক্তা ম্যাম শুভেচ্ছা পোষ্ট নিয়ে হাজির। আমি তো রীতিমত স্পিসলেস হয়ে গেছি।
আপনি আমার শিক্ষকও বটে! শিক্ষক সবসময় সেরা এটা আবার প্রমাণ হলো। আপনার প্রতি আমার ঋণের বোঝা বেডে গেল অনেকগুণ। যা কোনদিন শোধ হবার নয়। আপনাকে হাজার হাজার স্যালুট ম্যাম।
ভয় হচ্ছে যেভাবে আমাকে উঁচু করেছেন, আমার লেখার বর্নণা দিয়েছেন আমি কিন্তু এতটার যোগ্য না। তবুও রক্ষা যেন করতে পারি এই দোয়া চাই। অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
হালিমা আক্তার
শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা আপু।
আরজু মুক্তা
ধন্যবাদ আপা
আশরাফুল হক মহিন
শততম পোস্টের জন্য রোকসানা খন্দকার রুকুকে অভিনন্দন।
এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রতিটা কবির পাশে থাকার জন্য।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
আরজু মুক্তা
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ছাইরাছ হেলাল
‘তুখোড়, চটপটে, হাসিখুশি একজন ব্লগার।’ আপনি এতো এতো জানলেন কী করে!!
আমরা তো কিচ্ছুই বোজতারলাম-না। একশত!! ঠিকঠাক গুণে বলছেন তো!! আমার তো সন্দেহ করতে ইচ্ছে করছে। ক্যামনে কী!!
আরে, এত কথা কী আর এমনি এমনি বলছি!! আমার ও এমুন শ-খানেক লেখা লেখার খুব ইচ্ছে, আপনাদের দুয়া পেলে করোনা উৎরিয়ে
ঠিক-ই একটি কায়দা করে ফেলব।
আসলে সে একটি চমক আমাদের সোনেলার জন্য, প্রথমের লেখা থেকে এখন সে নিজেকে ভিন্ন উচ্চতায় তুলেছে।।
হিমালয় টপকাতে বলছি না, চড়ে সে বসবেই।
আপনাকেও অশেষ ধন্যবাদ আমাদের মনে করিয়ে দেয়ার জন্য।
রোকসানা খন্দকার রুকু
এমন অসাধারণ অনুপ্রেরনা পেলে অলেখকও লেখক হয়ে উঠতে বাধ্য। শুরু থেকে আজ অবধি যা ছাই পাশ লিখেছি প্রত্যেকটাতেই আপনি পাশে ছিলেন।
আমিও যেন আপনাদের আশা পূরণ করতে পারি। দোয়া করবেন।
আপনার তো দেখলাম সাতশত লেখার ঘর ছুঁইছঁই। তারপরও একশত হলে দেয়া হবে। টেনশান লইয়েন না ।
আরজু মুক্তা
একজন লেখকের লেখা পড়লেই বোঝা যায়।
ধন্যবাদ ভাই।।শুভ কামনা সবসময়
প্রদীপ চক্রবর্তী
তুখোড় ব্লগার।
যাঁর লেখায় রয়েছে সৃজনশীলতার বহিঃপ্রকাশ।
.
শতশতম পোস্টের জন্য রোকসানা আপুকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। একশতের কৌঠায় পৌঁছে যাওয়া সেটা অনেক বড় কিছু।
বেশি বেশি করে লিখুন আপু।
আপনার সপরিবারের সুস্থতা কামনা করি।
.
আরজু দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। একজন ব্লগারের প্রতিভা তুলে ধরার জন্য।
আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
নার্গিস রশিদ
অভিনন্দন রোকসানা কে । আরও বেশী লেখবেন এ আশা করি ।
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ প্রদীপ দা। আমাকে সাহস দেবার জন্য।
আরজু মুক্তা
ধন্যবাদ দাদা।
মনির হোসেন মমি
কী বলব এতো অল্প সময়ে শততম পোষ্ট!তাও যদি শুধু কবিতা হত। সাহিত্যের সব শাখায় আপনার বিচরণ ইতিমধ্যে আপনি তা দেখিয়ে দিয়েছেন।সোনেলাকে যারা মন থেকে ভারবাসতে পারে তাদের মধ্যে আপনি অন্যতম।
শুভেচ্ছা অভিনন্দন।
রোকসানা খন্দকার রুকু
মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই ভাই। পাশে থাকবেন।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
সাবিনা ইয়াসমিন
মাত্র নয় মাসেই তিনি সেঞ্চুরি পোস্ট দিয়েছেন, এটা অবশ্যই তার সাফল্য। তিনি লিখতে পারেন, সমসাময়িক বিষয়ে নিয়ে চমৎকার ভাবে লেখার জন্য তিনি অনন্যা।
অভিনন্দন এবং শুভ কামনা তার জন্যে।
সহব্লগারের প্রতি আপনার এমন আন্তরিক শুভেচ্ছা পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। সোনেলায় সবাই সবার জন্য কতটা আন্তরিক প্রাণ এই পোস্ট তার উদাহরণ হয়ে থাকলো। শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা দুজনকেই 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
আজকের সকল পাওয়া সে শুধু আপনার জন্যই। আবারও ধন্যবাদ আমাকে এমন একটি প্লাটফরম তৈরি করে দেবার জন্য, সকল উৎসাহ উদ্দীপনা দিয়ে হারিয়ে যেতে না দেবার জন্য।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আমার প্রিয় মানুষ।
আরজু মুক্তা
এমন উদাহরণ সবাই করুক।
শুভকামনা সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আপু অনেক অনেক ভালো লাগলো আর অবাক ও হলাম আপনার শততম পোস্টের জন্য। এতো তাড়াতাড়ি হয়ে গেল সেঞ্চুরি! অবশ্য আপনি মাঝখানে নিয়মিত থাকলে আরো আগেই এটা হতো। শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভকামনা ও অবিরাম 💓💓💓💓 💓। এগিয়ে যান এভাবেই আগামীর সেঞ্চুরির দিকে। 🌹🌹🌹🌹।
আরজু আপুকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর, চমৎকার শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য। আপনাদের দুজনের জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
দিদি ভাই ধন্যবাদ । শুরু থেকেই আপনি পাশে ছিলেন। মন্তব্য দিয়ে উৎসাহ দিয়েছেন বলেই সম্ভব হয়েছে।
শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ দিদি
পপি তালুকদার
সত্যি চমৎকৃত হলাম এত সুন্দর পোষ্ট দেখে।
ধন্যবাদ আরজু মুক্তা আপুকে।
অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই রুকু আপুকে শততম পোষ্টের মাইল ফলক স্পর্শ করার জন্য।
ভবিষ্যতে আরো অনেক অনেক ভালো লেখা পাবো আশা রাখি।
আবারও শুভকামনা জানাই।ভালো থাকুন সব সময়।
শুভ রাত্রি।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও শুভকামনা আপনার প্রতিও। খুব তারাতারি আপনার শুভেচ্ছা পোষ্ট ও লিখতে সুযোগ দিন।
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ।
রেজওয়ানা কবির
বুঝলামই না কেমনে এত তাড়াতাড়ি শততম পোস্ট হয়ে গেল??? ঘরের মানুষ কি আর বলি,,,, কিন্তু বলতেতো হবেই,,,, সোনেলার উঠোন আমার তোমার কাছ থেকেই চেনা আর যখন তোমার লেখা রম্য পড়ি,তখন এত হাসি পায় তখন মনে হয় তুমি রম্যেই সেরা, যখন তোমার কবিতা পড়ি তখন মনে হয় প্রেমে টুইটুম্বুর,আর যখন তোমার লেখা উপন্যাস পড়ি তখন মনে হয় এইটাই তুমি ভালো লেখ,যখন সমসাময়িক পড়ি তখন মনে হয় এটাতো আমার মাথায় ও ছিল, আমি লিখতে পারতাম তো,,,,। তার মানে হল, তুমি যাই লেখ আমি তখন সেটাতেই ডুবে যাই, বলতে পারো তোমার লেখা সবই আমার ভালো লাগে। আর চটপটে,তুখোর,হাসিখুশির বাইরে তোমার যা যা গুন তা শুধু আমি জানি কিন্তু🤪।।।।। যাইহোক মুক্তা আপুকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর করে অভিনন্দন পোস্ট দেয়ার জন্য। আর রুকু আপু এভাবে লিখে সোনেলাসহ সব পাঠকের মনে আজীবন জায়গা করে নাও এই প্রত্যাশা। অনেক অনেক ভালোবাসা ❤️❤️❤️।
রোকসানা খন্দকার রুকু
শুধু আমার কথা বললে হবে। ভেবে দেখ সবটাই যদি তোমার মাথায় থাকে তাহলে কলম নিয়ে একটু বসলেই হয়। আর আমরা তোমার পন্চাশতম শুভেচ্ছা লিখে নিয়ে বসে আছি তা তারাতারী নিয়ে নেয়ার ব্যবস্থা কর?
অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমার জন্য।
আরজু মুক্তা
ভালোবাসা সবসময়
তৌহিদুল ইসলাম
শততম পোস্টের জন্য ব্লগার রুকু আপুকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সোনেলায় তার সাবলীল পদচারণায় মুক্ত হই আমরা পাঠকরা। আগমনের প্রথম দিন থেকেই বিভিন্ন বিষয়ে নিজের লেখার মাধ্যমে পাঠক হৃদয়কে সমৃদ্ধ করেছেন তিনি। অবশ্যই তার সাফল্য কামনা করি।
শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাই । আপনারা পাশে ছিলেন বলেই সম্ভব হয়েছে।
ভালো থাকবেন।
তৌহিদুল ইসলাম
হ, এখন আপ্নেরা ক্ষমতায়। আমাগে পাশে থাইক্যা ভোট টোট দিয়েন কিন্তু। চা পানি খাওয়াবোনে।
তৌহিদুল ইসলাম
সহব্লগারদের নিয়ে শুভেচ্ছা পোস্ট লেখা অবশ্যই ভালো মনের পরিচয়। চমৎকার একটি শুভেচ্ছা পোস্ট লেখার জন্য আপনাকেও ধন্যবাদ আরজু আপু।
শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
শুভ কামনা সবসময়।
জিসান শা ইকরাম
একশত পোস্ট হয়ে গিয়েছে! মনে হচ্ছে এইত সেদিন সোনেলার উঠোনে এলেন তিনি।
সমসাময়িক, রম্য, গল্প, কবিতা, মুভি রিভিউ অর্থাৎ ব্লগের এসমস্ত জনপ্রিয় বিভাগে তিনি নিয়মিত লিখে যাচ্ছেন। তার রম্য লেখাগুলো পড়লেই বুঝা যায় তিনি কতটা প্রানবন্ত একজন মানুষ। একজন লেখক একই সাথে এত বিভাগে লিখছেন এটি অবশ্যই অবাক করার বিষয়। তার অধিকাংশ লেখাই অত্যন্ত মান সম্পন্ন।
মাত্র নয় মাস ব্লগীয় জীবনে তিনি সোনেলার একজন প্রধান ব্লগার হয়ে উঠেছেন অন্যদের সাথে। তিনি নিজে যেমন লেখেন, অন্য ব্লগারদের লেখায়ও নিয়মিত মন্তব্য করে তাদেরকে লিখতে উতসাহিত করেন।
রোকসানা খন্দকার রুকুকে তার শততম পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
ডাবল সেঞ্চুরি পোস্ট চাই আমরা আরো দ্রুততম সময়ে।
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন ভাই। এত পাওয়া হজম করা ও তার মর্যাদা রাখা কিন্তু বড্ড ভারী হয়ে যায়। অবশ্যই প্রানান্ত চেষ্টা করব।
আর আপনার সহযোগীতা এ জীবনে বলে শেষ করার নয়।
জিসান শা ইকরাম
দোয়ায় রাখি আপনাকে। নিয়মিত লিখুন এখানে।
সোনেলায় আপনার বিচরণ আনন্দময় হোক।
জিসান শা ইকরাম
ব্লগার আরজু মুক্তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ