
** আপনি আপনার পোস্টে আসা কমেন্ট গুলোর জবাব দেন না কেন? এরপর থেকে পোস্টের জবাব দিতে ইচ্ছে না করলে লেখার শেষে লিখে রাখবেন মন্তব্য নিষেধ। তাহলে আর আমরা কমেন্ট দিবো না 😡😡**
এরপর আমি শিউর ছিলাম রাশভারি এই ভদ্রলোক বুঝি আমার উপর ক্ষেপে যাবেন, শুধু তাই নয়, হয়তো তিনি ব্লগেই আর লিখবেন না।
কিন্তু আমার বেলায় প্রায় সময় যা হয়, এবারও তার ব্যতিক্রম হয় নি। আমার ধারণা ভুল প্রমানিত করে ভদ্রলোকটি কেবল লেখা দিয়েই ক্ষান্ত হোননি, প্রায় প্রতিটি ব্লগারের লেখাতেই তিনি উপস্থিত হোন। সুন্দর, মার্জিত ভাষায়/ ব্যাখ্যায় তিনি তার গুণের প্রকাশ রাখেন সর্বত্র।
সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, কবিতা, গল্প, সমসাময়িক, মনীষী দের জীবনী, এমন কোনো বিভাগ নেই যেখানে তার লেখনীর গুণগত মানের প্রকাশ ঘটেনি। তার লেখা পোস্ট গুলো আমাদের ব্লগকে দিনকে-দিন সম্মৃদ্ধ করছে, করবে আগামীতেও।
ব্লগার মাহবুবুল আলম। অত্যন্ত আন্তরিক, অমায়িক, সদা মার্জিত, সুদর্শন এবং গুনী একজন ব্লগার। ২০১৫ সনের ১৯ জুন আমাদের সোনেলায় তিনি তার প্রথম লেখা ‘আশির কাব্য ‘ নিয়ে আসেন। সোনেলায় আজ পূর্ণ হলো তার ১০০ তম পোস্ট 🙂 🙂
ব্লগের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রফেসর সাহেব।
★ মাহবুবুল আলমের জীবন সংক্ষিপ্ত বৃত্তান্ত
জন্ম ও বংশ: কবি-কথাসাহিত্যিক, কলামিস্ট ও শিক্ষাবিদ মাহবুবুল আলম, ১৯৫৯ খ্রীষ্টাব্দের ১ জানুয়ারী, কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন হাইধন কান্দি গ্রামের সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্বনামধন্য শিক্ষক সাহেব আলী মাস্টার, মা বিদুষী গৃহিনী রাবেয়া খাতুনের নয় সন্তানের মধ্যে মাহবুবুল আলম তাঁদের ষষ্ঠ সন্তান।
লেখালেখি: সত্তর দশকের গোড়ার দিকে তিনি সিলেট সমাচার, যুগভেরী, বাংলার বার্তাসহ বিভিন্ন পত্রিকা সাময়িকীতে ছড়া, কবিতা গল্প ফিচার লিখে তার সাহিত্য প্রতিভার বিকাশ ঘটান। সাথে সাথে সাহিত্যাঙ্গণের সম্পাদক হিসাবে মৌলভীবাজারের সমসাময়িক সাহিত্যানুরাগীদের মুখপাত্র সাহিত্যের কাগজ ‘প্রসূন’ সম্পাদনা করেন। একজন শিক্ষাবিদ হিসাবে দেশের শিক্ষা বিস্তারেও তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন-সানমুন ক্যাডেট স্কুল এন্ড কলেজ, হলিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল, মিশো মিউজিক কেয়ার প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রকাশিত গ্রন্থসংখ্যা: ৩৮। উপন্যাস-৮, কাব্যগ্রন্থ-৯, ছড়ার বই-৩, কলাম সমগ্র-৫, নাটক-৭, গবেষনা-২, শিশুতোষ-২, প্রবন্ধ-নিবন্ধ-২টা।
পুরষ্কার: সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য তিনি কবিতাঙ্গন এ্যাওয়ার্ড (২০০৭), ড.মমিনুল হক একাডেমি ইউ.কে এ্যাওয়ার্ড (২০০৮) সংশপ্তক বঙ্গবীর ওসমানী পদক, অলইন্ডিয়া চিলরেন্ড লিটারারী ফউন্ডেশন ‘উৎপল হোমরায়’ স্মৃতি পুরস্কার-২০১২ ও ভারতের পূর্ব মেদিনীপুরের কবি ও কবিতা পত্রিকা সন্মাননা-২০১২, দুইবাংলা কবিতা উৎসব সন্মাননা-২০১৩, সাপ্তাহিক কালপুরুষ পত্রিকা সন্মাননা-২০১৩সহ বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদে থাকুন সারাক্ষণ। অবারিত শুভ কামনা 🌹🌹
৪৪টি মন্তব্য
সুরাইয়া পারভীন
শততম পোস্টের জন্যে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন আর লিখতে থাকুন
মাহবুবুল আলম
সুরাইয়া পারভীন!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।
ইঞ্জা
শততম পোস্টের জন্য অভিনন্দন ভাই।
মাহবুবুল আলম
ইঞ্জা ভাই!
শুভেচ্ছা জানবেন।
ভাল থাকবেন।
ইঞ্জা
আমার স্যালুট আপনার জন্য ভাই।
সুপর্ণা ফাল্গুনী
উনি আসলেই অমায়িক। সোনেলার মিলনমেলা ২০২০ এ পরিচয় হলো। যথেষ্ট জ্ঞানের ভান্ডারে পরিপূর্ণ তা তার মনীষীদের জীবনী লেখাতেই একশ ভাগ পূর্ণতা পেলাম। ওনার অন্যান্য লেখাও অনেক উঁচু মানের । শুভ কামনা ও অভিনন্দন আপনাকে সেঞ্চুরির জন্য। সাবিনা আপুকেও ধন্যবাদ তাকে নিয়ে লেখার জন্য, শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেবার জন্য। 🌹🌹🌹🌹
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🌹🌹
মাহবুবুল আলম
সুপর্ণা ফাল্গুনী!আপনাদের অভিনন্দনে সিক্ত হয়ে যারপর নাই খুশি হয়েছি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
আসলে এত এত ব্যস্ততার মাঝে আমাদের যে পরিমান সময় দিচ্ছেন এতে তার অনুপুঙ্খ আন্তরিকতার
একান্ত প্রকাশ বলেই মনে করি,
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
মাহবুবুল আলম
হেলাল ভাই! অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
দোয়া করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি।
প্রদীপ চক্রবর্তী
শততম পোস্টের জন্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ভালো থাকুন অনেক।
মাহবুবুল আলম
প্রদীপ চক্রবর্তী!
ধন্যবাদ অাপনিও ভাল থাকুন!!
সুপায়ন বড়ুয়া
শততম পোস্টের জন্যে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো
আপনার পদচারনায় মুখরিত হোক সোনেলার উঠান।
আপনাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি
আপনার পথচলা হোক অনাবিল আনন্দে ভরপুর ও মসৃন।
ভালো থাকুন সুস্থ থাকুন আর লিখতে থাকুন
শুভ কামনা।
মাহবুবুল আলম
সুপায়ন বড়ুয়া!
আপনাদের অভিনন্দনের ক্ষুদেবার্তায় দারুণ খুশি হয়েছি।
এখন যেভাবে পাশে আছেন। আগামীতেও এভাবে পাশে থাকবেন বলে আশা করি।
শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন সব সময়।
মাহবুবুল আলম
সোনেলায় শততম পোস্টে অভিনন্দনের জন্য প্রিয়দর্শিনী মডারেটর /এ্যাডমিন সাবিনা ইয়াসমিনকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ।
আমি বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাসহ অনেক বিখ্যাত ও সুপরিচিত ব্লগে দীর্ঘদিন ধরে লিখছি। কিন্ত সময় ও কাজের চাপে অনেক ব্লগেই আমি এখন নিয়মিত লিখতে পারছি না। এক্ষেত্রে ব্যতিক্রম ‘সোনেলা ব্লগ’ কেননা, এরই মধ্যে এই ব্লগের অনেকের সাথেই ব্যক্তিগত মধুর সম্পর্ক গড়ে ওঠেছে। তবে এখানে কারো নাম উল্লেখ করতে চাই না।
এ ব্লগে মডারেটর/এ্যাডমিনসহ যারা আছেন তারা এতটাই আন্তরিক যে, অন্য কোন ব্লগে যা পরিলক্ষিত হয় না। তাই এ ব্লগে নিয়মিত না হলেও মাঝে মাঝে হাজিরা দেয়ার চেষ্টা করি।
এভাবেই সোনেলা ব্লগের সাথে আমার একটা অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়েছে। এ বন্ধন অটুট থাক এ প্রত্যাশা রইলো।
সাবিনা ইয়াসমিন
সোনেলায় আপনার জয়যাত্রা আরও সুন্দর- সফল হোক। অভিনন্দন ও শুভ কামনা রইলো 🌹🌹
মাহবুবুল আলম
দোয়া করবেন ম্যাডাম। আপনি ভাল থাকুন।
শুভেচ্ছা ও শুভ কামনা।
তৌহিদ
মাহবুবুল আলম ভাই সোনেলার গর্ব। তাঁর মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা দিয়ে সোনেলার পাঠকদের যেসব লেখা উপহার দিচ্ছেন এককথায় অনবদ্য। শততম পোস্টের জন্য এই গুনী মানুষকে অভিনন্দন জানাচ্ছি। নিয়মিত লেখা চাই মাহবুবুল ভাইয়ের কাছ থেকে এটাই আমার আবদার।
আপনাকেও অনেক ধন্যবাদ সাবিনা আপু। খুব চমৎকার করে শুভেচ্ছা পোষ্ট লিখেছেন।
শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ তৌহিদ ভাই 🌹🌹
মাহবুবুল আলম
তৌহিদ ভাই!
সোনেলা বন্ধুদের অভিনন্দন বার্তায় খুবই খুশি ও আনন্দিত।
অন্য কোনো ব্লগে এমনটি আমার চোখে পড়েনি।
সত্যি অনন্য উচ্চাতায় সোনেলা। তার জয়যাত্রা অব্যাহত থাকুক।
শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
এ কারনেই সোনেলা অনন্য। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই ভাই, নিজের লেখকীয় গুণাবলি বিকশিত করতে চাই।
ভালো থাকুন সবসময়।
বন্যা লিপি
শততম পোষ্টের জন্য অভিনন্দন। সুস্থ্য সুন্দর দীর্ঘায়ু কামনা করছি।ভালো থাকবেন সবসময়।
মাহবুবুল আলম
বন্যা লিপি!
আপনাদের অভিনন্দনে খুবই খুশি হলাম।
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
মাহবুবুল আলম ভাইকে শততম পোস্টের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই ছোট ব্লগ সোনেলায় ওনার মত বড় মাপের লেখককে পেয়ে আমরা সত্যি গর্বিত। আলম ভাইয়ের সবচেয়ে বড় গুন হচ্ছে ওনার কোনো অহংকার নেই। মাটির মানুষ যেন উনি। সোনেলার মিলন মেলায় সামান্য সময়ের আলাপেই সবাইকে উনি আপন করে নিয়েছেন।
যতবার ওনার সাথে ফোনে কথা হয়েছে ততবারই আমি ওনার বিনয় দেখে মুগ্ধ হয়েছি।
ওনার লেখা পঠন করে লেখা শেখার চেস্টা করি আমি।
এমন একজন গুনি লেখকের জন্য অজশ্র শুভ কামনা।
মাহবুবুল আলম
জিসান ভাই!
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
সোনেলা বন্ধুদের অভিনন্দনে আমি দারুণ আপ্লুত এবং খুশি।
আপনার কারণে আমার সোনেলায় আসা। আপনাদের বন্ধুপ্রতীম সাহচর্য পেয়ে, সোনেলঅ ছেড়ে যেতে পারি না কোথাও। এরই মধ্যে সময়ের অভাবে অনেক ব্লগে লিখতে পারি না। এর মাঝেও সোনেলার জন্য কিছুটা সময় আদালা করে রাখি।
এর মাঝে সাবিনা ম্যাডামের নজরদারীও একটা বড় ফ্যাক্টর।
ভার্চূয়াল জগতে সোনেলার মতো এমন বন্ধুবান্দব আর কোনো ব্লগ আছে বলে আমার জানা নেই।
জয়তু সোনেলা!!
জিসান শা ইকরাম
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সাবিনা ইয়াসমিন, এত চমৎকার একটি পোস্ট দিয়ে ভাইকে শুভেচ্ছা জানানোর পথ তৈরি করে দেয়ার জন্য।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অভিনন্দন আর শুভ কামনা রইল। ভবিষ্যতেও আপনার নিকট অনেক মূল্যবান লেখা আশা করি। ভালো, সুস্থ, নিরাপদ থাকবেন এ প্রত্যাশাই করি। শুভ কামনা অফুরান।
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে চৌধুরী সাহেব।
ভাল থাকবেন। পাশে থাকবেন।
ফয়জুল মহী
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ভালো থাকুন অনেক।
মাহবুবুল আলম
ফয়জুল মহী ভাই !
সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ!
আরজু মুক্তা
অভিনন্দন ভাই। সবসময় পাশে থাকেন এমন সুন্দর পোস্ট নিয়ে
ধন্যবাদ সাবিনা আপাকে। এতো সুন্দর পোস্ট না দিলে ওনাকে জানা হতো না!
সাবিনা ইয়াসমিন
আপনাকেও ধন্যবাদ,
শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
আরজু মুক্তা ! সুহৃদ অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
আপনাদের ভালোবাসায় সত্যি আপ্লুত আমি।
ভাল থাকবেন। সব সময়।
ইসিয়াক
শততম পোস্টের জন্যে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ব্লগার মাহবুবুল আলম ভাইয়ের জন্য।
ধন্যবাদ সাবিনা ইয়াসমিন আপুকে।
শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ইসিয়াক ভাই,
শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
ইসিয়াক ভাই! আপনার জন্যও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
ভাল থাকবেন। পাশে থাকবেন, সবসময়।
সুরাইয়া নার্গিস
শততম পোস্টের জন্যে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ভাইজান
আপনার লেখা গুলো আমি নিয়মিত খুব ভালো লাগে, খুবই গুরুত্বপূর্ন সব পোষ্ট।
আমার পোষ্টে নিয়মিত ওনার কমেন্টস সত্যি আমাকে মুগ্ধ করে, যতটুকু দেখছি খুবই ভালো একজন মানুষ।
ধন্যবাদকে আপুকে ওনাকে নিয়ে লেখার জন্য।
ভালো থাকুন সুস্থ থাকুন, শুভ কামনা রইল আপনার জন্য।
সোনেলার সাথে আপনার এই পথচলা আরো দ্বীর্ঘায়ীত হোক এই কামনা রইল।
জয়তু সোনেলা ব্লগ।
মাহবুবুল আলম
সুরাইয়া নার্গিস! সুহৃদ সুমনা।
অনেক অনেক ধন্যবাদ প্রীতি ও শুভেচ্ছা।
আপনিও আমার পোস্টে সব সময় মন্তব্য করেন এ জন্য আরও বেশি কৃতজ্ঞতা।
আপনাদের সাথে যেনো আগামীদিনগুলোতেও সমানভাবে থাকে পারি তার জন্য দোয়া করবেন।
এস.জেড বাবু
একজন গুণী মানুষের সান্নিধ্য প্রত্যাশায় থাকে সবার, তেমনি আমারও। আর তিনি যদি হন চমৎকার মনের মানুষ’ তাহলে তো কথাই নেই।
সোনেলায় আমার চারপাশের পছন্দের গুণীজনদের মধ্যে তিনি অন্যতম।
বেঁচে থাকুন ভাই, বেঁচে থাকুন শব্দের গাঁথুনীতে।
অভিনন্দন শততম পোষ্টে।
শ্রদ্ধা রইলো।
মাহবুবুল আলম
এস.জেড বাবু ভাই!
“সোনেলায় আমার চারপাশের পছন্দের গুণীজনদের মধ্যে তিনি অন্যতম।”
আপনার এমন মন্তব্যে খুব খুশি হলাম।
ভাল থাকবেন। সব সময় পাশে থাকবেন।
নিতাই বাবু
শততম পোস্টে শ্রদ্ধেয় কবি দাদা মাহবুবুল আলম দাদাকে শুভেচ্ছা অভিনন্দন। দাদার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
মাহবুবুল আলম
নিতাই বাবু !
দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের অভিনন্দনে অনেক খুশি হলাম।
ভাল থাকবেন পাশে থাকবেন সব সময়।
হালিম নজরুল
সুলেখিকার শততম পোস্টের জন্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল।