লোনা পানির মধু

মুহম্মদ মাসুদ ২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৯:৫৩:৫৮অপরাহ্ন গল্প ২২ মন্তব্য

– কতটুকু ভালোবাস?
প্রিয়তম – যতটুকু কলিজা।
– সত্যি করে বল।
প্রিয়তম – সত্যি বলছি। যতক্ষণ দেহে আত্মা আছে।
– আমাকে ছুঁয়ে বল।
প্রিয়তম – যতক্ষণ পর্যন্ত নিশ্বাসের পথ খোলা।
– কতটুকু বিশ্বাস কর।
প্রিয়তম – যতটুকু রক্তকণিকা শিরা-উপশিরায়।
– কতটুকু মিস কর।
প্রিয়তম – তোমাকে এতো মিস করি যে মাঝেমধ্যে মনে হয় থানায় গিয়ে মিসিং ডায়েরি করি।

ছবিঃ সংগৃহীত (জায়া)

৫৯১জন ৪৬২জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ