
ফেইজবুকের বহুল প্রচলিত একটি গ্রুপে কবিতা পোস্ট দিয়েছি। গ্রুপের নাম সংগত কারনেই উহ্য রাখতে চাই। পোস্ট দেবার পর পরই নোটিফিকেশন আসে। কোন গ্রুপে কবিতা বা কোন লেখা পোস্ট করার মূল উদ্যেশ্য হচ্ছে প্রচার এবং শিক্ষনীয় মন্তব্য আশা করা।
আমি নোটিফিকেশন দেখে খুশিই হয়ে যাই। ক্লিক করে কমেন্ট পড়তে গিয়েই মন খারাপ হয়ে যায়। দেখে মনে হলো কমেন্ট এর প্রতিযোগিতা চলছে। একের পর এক কমেন্ট আসতে থাকে। এ লেখা পর্যন্ত ১০ টি কমেন্ট এসেছে। সব গুলো কপি কমেন্ট। সব পোস্ট এ একই রকম কমেন্ট করে এরা। এই যদি হয় তথাকথিত মন্তব্য তাহলে লেখক কদাচিৎ এই সকল গ্রুপে লেখা পোস্ট করবেন। কিছু মন্তব্য তুলে ধরা হলো।
১। অসাধারণ লিখেছেন কবি। (না পড়েই মন্তব্য)
২। দারুন বহিঃপ্রকাশ।
৩। মনোমুগ্ধকর পরিবেশনা
৪। অপূর্ব লিখেছেন কবি
৫। অপূর্ব সুন্দর প্রকাশ, মুগ্ধতা দিয়ে গেলাম কবি।
৬। বেশ সুন্দর ও নান্দনিক উপস্থাপন।
৭। চমৎকার উপস্থাপনা, মুগ্ধ হলাম।
৮। অসাধারণ লিখেছেন, প্রিয় কবি! (সত্যিই প্রিয়?)
আমার বিশ্বাস এই মন্তব্যকারীদের কেউ কবিতা পড়েন নাই। সবাই গন হারে মুখস্থ মন্তব্য দিয়ে তাদের গ্রুপে নিজেদের উপস্থিতির প্রকাশ করেছেন। উল্লেখ্য যারা মন্তব্য করেছেন তারা সকলেই গ্রুপের মডারেটর! এই যদি হয় অবস্থা তাহলে লেখার মান বা মূল্যায়ন রইলো কোথায়?
এছাড়াও কিছু আছেন যারা চক্ষু বন্ধ করে লাইক দিতে থাকেন। এ যেনো প্রতিযোগিতার বাজার, কে কতো লাইক দিতে পারে!
#বি_দ্রঃ- দয়া করে কোন লেখক কোন গ্রুপে লেখা পোস্ট করলে অনুগ্রহ পূর্বক পড়ুন এবং সে অনুযায়ী মন্তব্য করুন। এতে লেখক এবং গ্রুপ উভয়ের জন্যেই কল্যান।
২২টি মন্তব্য
জিসান শা ইকরাম
মনে হয় না, আমি নিশ্চিত এরা কবিতা না পড়েই মন্তব্য দিয়েছে। ফেইসবুকে অধিকাংশ কবি বা লেখকরা লাইক এবং কমেন্ট চান।
অথচ একটি কবিতা বা লেখা সম্পর্কে আলোচনা লেখককে আরো ভালো লেখায় উৎসাহিত করে। লেখক বা কবি বুঝতে পারেন যে তার লেখাটি একজন হলেও বুঝতে পেরেছেন।
লেখায় আলোচনা মূলক মন্তব্য চাই।
রেডিমেড মন্তব্যকারীরা নিপাত যাক।
পোস্ট ভালো হয়েছে।
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
যে কোন গ্রুপ বা ব্লগ যাই বলেন না কেন, লেখকের টার্গেট থাকে পাঠক আকর্ষণ লাভ এর সাথে সাথে লেখার তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা। অথচ আজকাল ক্ষেতের বেগুনের মতো এতো গ্রুপ হয়েছে যেখানে লেখা দেয়াও একরকম অপমানের বিষয়। তার পরেও কিছু গ্রুপ বা ব্লগ এখনো লেখকদের জন্যে ভালো প্লাটফর্ম দিয়ে যাচ্ছে। অথচ আজকাল পাঠকের কতো অকাল পড়েছে জানি না, সবাই মন্তব্য বোধয় তাদের ডিভাইসে সেইভ করে রাখেন। এবং ঢালাউ ভাবে সব পোস্টে একই মন্তব্য দিয়ে নিজেকে আঁতেল হিসেবে জাহির করেন। এতে পাঠক সর্যি পাঠক বলবো না বলবো মন্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তি নিজের সাথে গ্রুপের ইমেজ তো নষ্ট করছেনই সাথে সাথে গ্রুপ বা ব্লগ থেকে লেখক হারাচ্ছেন।
ছাইরাছ হেলাল
দেখুন এ কালচার এখানেও চালু আছে।
যদিও বেশী সুবিধে এখানে পাচ্ছে না, তবুও না-পড়ার প্রবনতা প্রচুর।
আমরা সবাই পণ্ডিত না হতে পারি কিন্তু না পড়া মন্তব্য দিয়ে কী বোঝাতে চায় তা কিন্তু বোঝা যায়।
ধন্যবাদ, আমরা অবশ্যপি সচেতন থাকবো/হবো।
সিকদার সাদ রহমান
আমি বলি, ভাই দয়া করে আমার কোন পোস্টে কেউ মন্তব্য করবেন না। তাও ভালো। ভেবে নেবো হয়তো কারো পছন্দ হয় নি। অথবা কেউ বুঝতে পারেনি আমি যা বুঝিয়েছি। যদি করেন অন্ততপক্ষে এমন একটা লাইন লিখে যাবেন যা পড়লে মনে হবে হ্যা এটাই আমার লেখার উপযুক্ত মন্তব্য। ভুল হলেও বলবেন শুদ্ধ হলেও বলবেন। ঠিক কিনা ভাই?
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
না পড়ে মন্তব্য করা অনুচিত বলে বিশ্বাস করি। ধন্যবাদ।
সিকদার সাদ রহমান
সেটাই, আপনি যদি নাই জানেন আমি কি লিখেছি তাহলে মন্তব্যটা করবেন কি?
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক বলেছেন। এই হচ্ছে লেখকের লেখার মূল্যায়ন। একজন লেখক কিভাবে সে পূর্ণতা পাবে, উৎসাহ পাবে! কোনো পোষ্ট না পড়েই ফালতু কথা, ধর্মের প্রচারণা, গালিগালাজ করতে পারে অবলীলায় অথচ সাহিত্যের আসর এ আসলেই তারা দুকলম লিখতে পারেনা। ভালো কিছু পড়তে বা জানতে চায়না । শুভ কামনা রইলো
সিকদার সাদ রহমান
একজন লেখক গ্রুপ বা ব্লগে লেখা দিয়ে থাকেন তার প্রচার, আলোচনা এবং মূল্যায়নের জন্যে। অথচ পাঠকেরা সেই লেখা পড়ার নামে যে প্রহসন করছে তার নিন্দা জানাই।
তৌহিদ
লেখা না পড়ে মন্তব্য দেয়ার ঘোড় বিরোধী আমি। এতে লেখককে অসম্মান করা হয়।
ভালো থাকুন ভাই।
সিকদার সাদ রহমান
অবশ্যই তাই, মাঝে মাঝে মেজাজ এতো গরম হয় মনে চায় মোবাইলের মইধ্যে ঢুইক্যা গিয়া কিছু কইয়া আসি। এইগুলা কোন কথা? এর চেয়ে মন্তব্য না করলে কি হয়?
হালিম নজরুল
১। অসাধারণ লিখেছেন কবি। (না পড়েই মন্তব্য)
২। দারুন বহিঃপ্রকাশ।
৩। মনোমুগ্ধকর পরিবেশনা
৪। অপূর্ব লিখেছেন কবি
৫। অপূর্ব সুন্দর প্রকাশ, মুগ্ধতা দিয়ে গেলাম কবি।
৬। বেশ সুন্দর ও নান্দনিক উপস্থাপন।
৭। চমৎকার উপস্থাপনা, মুগ্ধ হলাম।
৮। অসাধারণ লিখেছেন, প্রিয় কবি! (সত্যিই প্রিয়?)
————-এগুলোর অধিকাংশই না পড়ে অথবা না বুঝে করা মন্তব্য, যা ফেসবুকের একটা কমন ব্যপার।
সিকদার সাদ রহমান
হ্যা এইগুলোর প্রতিবাদ জানাই। কেউ যদি আমার কোন পোস্টে আর এই রকম মন্তব্য দেয় চিন্তা করছি তাকে স্পষ্ট জানিয়ে দেব ভাই আপনি আমার পোস্টে কমেন্ট করবেন না।
ইঞ্জা
এ আর নতুন কি, ফেইসবুক এবং গ্রুপ, দুইটিতেই এই টাপের কমেন্ট পাবেন, যেমন আমি কবিতা বুঝিনা, সুতরাং আপনি ব্লগে দিলে আমিও এমন মন্তব্য করবো, যদিও ব্লগে এমন মন্তব্য থেকে আমরা বিরত থাকি কিন্তু কবিতা না বুঝলে যা হয় আর কি, আপনি ব্লগ কবিতা বাদে অন্য যেকোন বিষয়ে লিখুন, আমি আমার মতামত তা আলোচনা হোক আর সমালোচনা, দুইটাই নিপুণ ভাবে করবো।
চমৎকার পোস্টটি দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
সিকদার সাদ রহমান
ইঞ্জা ভাই, আপনার সচেতন মতামতের জন্যে ধন্যবাদ। মোদ্দা কথা হচ্ছে আপনি যাই মন্তব্য করবেন তা যেনো পড়েই করেন।
সাবিনা ইয়াসমিন
আমি এই আটটা কমেন্টের একটা কমেন্টও দিবো না। কেন দিবো? আপনি কি করেন? আমাদের লেখা পড়েন? সমালোচনা নিতে/দিতে চোখের পাওয়ার লাগে, আপনার আছে?
বলি, এর দৌড়-ঝাঁপ না দিয়ে ব্লগে থিতু হয়ে বসুন। নিজে লিখুন, আমাদের লেখাতেও আসুন। আমরা কেমন লিখছি সেটা জানানোও তো আপনার কাজের মধ্যেই পড়ে, তাই না?
সিকদার সাদ রহমান
হা হা হা ম্যাডাম, ক্ষেপে যাবেন না। আজ ক্ষেপলে কাল বাসায় গিয়ে হাজির হবো। আমি আসলেই পাঠক নই। তাই আমার লেখাও খুবই কম। না পড়লে লিখাও যায় না আমি জানি। জ্ঞানার্জন এর জন্যেই পড়তে হয়। চেস্টা করবো এখন থেকে।
আলমগীর সরকার লিটন
না দাদা এভাবেই চলছে খুশিকরাই লক্ষ্য
অনেক শুভেচ্ছা রইল কবি দা—————
সিকদার সাদ রহমান
হ্যা চলছে চলবেই,
সুরাইয়া নার্গিস
ভালো লিখেছেন, আজকাল বেশি ভাগ মানুষ না পড়েই মন্তব্য করে। তবে আমি সব সময় চেষ্টা করি লেখা পড়ে তারপর মতামত দিতে।
আগে পড়বো, শিখবো,বুঝবো তারপর মতামত দিব।
শুভ কামনা রইল
সিকদার সাদ রহমান
আমারও একই কথা, মন্তব্য করলে দয়া করে পড়েই পড়ুন।
আরজু মুক্তা
বুঝলাম।
নিশ্চয় আপনিও এমন করেননা
সিকদার সাদ রহমান
অসাধারণ মন্তব্য। সুন্দর প্রকাশ