লকডাউন

আরজু মুক্তা ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ০৮:২২:৪৮অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

সবকিছুই কি লকডাউন?

সূর্য ঠিকই উদিত হচ্ছে

অস্তও যাচ্ছে।

ঋতু পরিবর্তনও ঠিক নিয়মে

চাঁদ একটু বেশি উজ্জ্বল

আলোকিত ;

বাতাস বিশুদ্ধ ও সুশীতল।

পরিবারের সবাই বন্ধনহীন গ্রন্থির মতো

আবদ্ধ,  অবিচ্ছিন্ন, আবেগি

বাতাসে ভালোবাসা বাধাহীন।

বিশ্রাম নিচ্ছি,  কথা বলছি

একে অপরকে সাহস দিচ্ছি।

পাখিরা কতো গান গাইছে,

মানুষ প্রকৃতির কাছে শিখছে

আসুন, বাসায় থাকি

নতুন কিছু শিখি

নিরাপদে থাকি।

 

 

১৬১৩জন ১২৯০জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ