
সবকিছুই কি লকডাউন?
সূর্য ঠিকই উদিত হচ্ছে
অস্তও যাচ্ছে।
ঋতু পরিবর্তনও ঠিক নিয়মে
চাঁদ একটু বেশি উজ্জ্বল
আলোকিত ;
বাতাস বিশুদ্ধ ও সুশীতল।
পরিবারের সবাই বন্ধনহীন গ্রন্থির মতো
আবদ্ধ, অবিচ্ছিন্ন, আবেগি
বাতাসে ভালোবাসা বাধাহীন।
বিশ্রাম নিচ্ছি, কথা বলছি
একে অপরকে সাহস দিচ্ছি।
পাখিরা কতো গান গাইছে,
মানুষ প্রকৃতির কাছে শিখছে
আসুন, বাসায় থাকি
নতুন কিছু শিখি
নিরাপদে থাকি।
২৫টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“আসুন, বাসায় থাকি
নতুন কিছু শিখি
নিরাপদে থাকি।”
অনন্য সুন্দর কাব্যকথনে
বল্লেন আসল কথা।
ভাল থাকবেন। শুভ কামনা।
আরজু মুক্তা
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতি তার নিয়মে, সময়ের কাঁটা ধরে চলেছে, চলবে। এতো দিন প্রকৃতি আবদ্ধ ছিলো আজ মানুষ আবদ্ধ। ভালো লেগেছে কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন
আরজু মুক্তা
আপনিও নিরাপদে থাকুন
তৌহিদ
প্রকৃতির নিয়মেই সে চলছে। তবে আমরা বাসায় থেকে অনেকেই ঘোট পাকাচ্ছি। অথচ সুন্দর কিছু শেখা যায় এসময়।
ভালো থাকবেন আপু।
আরজু মুক্তা
আপনিও নিরাপদে থাকুন।
সুরাইয়া পারভীন
প্রকৃতি তার নিয়ম মেনে ই চলছে
শুধু আমরাই ঘরে আবদ্ধ আছি লকডাউনে
সুন্দর প্রকাশ। ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
আপনিও নিরাপদে থাকুন
ফয়জুল মহী
সুন্দর প্রকাশ। ভালো থাকুন
আরজু মুক্তা
আপনিও নিরাপদে থাকুন
সাবিনা ইয়াসমিন
মানুষ ছাড়া বাকি সবই লকডাউন এর আওতামুক্ত। তাইতো সব কিছুই এত সুন্দর-সজীব হয়ে উঠেছে। তবুও বলবো এবার শেষ হোক লকডাউন পর্ব। মানুষ সুস্থ থাকুক প্রকৃতির ভালবাসায়।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
শেষ হোক এটাই চাই।
নিরাপদে থাকুন
সাদিয়া শারমীন
সবাই ঘরে থাকি,নিরাপদে থাকি।
আরজু মুক্তা
জি।
শুভকামনা
ছাইরাছ হেলাল
আগের লেখায় এবং এখানেও দেখছি উত্তর দিছেন প্রায় কপি-পেস্টে!
চালু রাখুন!
আরজু মুক্তা
হা হা। কথা ভুলে গেছি।
চালু রাখবোনা
অতিশীঘ্রই কমেন্ট লিখবো দারুণ দারুণ
নৃ মাসুদ রানা
পরিবারের সবাই বন্ধনহীন গ্রন্থির মতো
আবদ্ধ, অবিচ্ছিন্ন, আবেগি
বাতাসে ভালোবাসা বাধাহীন।
আরজু মুক্তা
জি ভাই।
নিরাপদে থাকুন
কামাল উদ্দিন
এখন বাসায় থেকে রান্নাবান্নাটা শিখে নিতে পারলে হবে উপরি পাওনা
আরজু মুক্তা
শিখে নেন। ভাবির একটু বাড়তি সুবিধা হবে।
কামাল উদ্দিন
কিছুটা যে শিখছিনা তা কিন্তু নয়
জিসান শা ইকরাম
লক ডাউন শুধু মানুষের জন্যই।
অন্য সবকিছু বেশি মাত্রায় স্বাভাবিক।
কবিতা ভালো লেগেছে,
শুভ কামনা।
আরজু মুক্তা
জি দাদা।
শুভকামনা।
লকডাউন মেনে চলি। মানবিক হই। সবাই মিলে ভালো থাকি
হালিম নজরুল
প্রকৃতির লকডাউন নেই।
আরজু মুক্তা
না, প্রকৃতি স্বাভাবিক।
একটু মনে হয় শান্তি চেয়েছিলো।