
প্রিয় সমুদ্র,
পথের শেষ প্রান্তরে রূপোলী যে দেয়ালটা তুমি আমার নামে করে দিয়েছিলে সেই দেয়ালটায় আমার ভালোবাসার ক্যানভাস ছিল। আমার স্বপ্ন আঁকার ক্যানভাস ছিল। কত রঙ বেরঙের স্বপ্নরা যে জায়গায় পেয়েছিল সেই ক্যানভাসে। সুযোগ বুঝে আমিও তখন মনের মাধুরী মিশিয়ে অজস্র রোমাঞ্চকর স্বপ্ন-ছবি এঁকে রেখেছিলাম। ভাগ্যিস রেখেছিলাম!
জানো, রূপোলী ক্যানভাসে আঁকা সেই ছবি গুলো আজ জীবন্ত হয়ে সারাক্ষণ আমার সাথে কথা বলে। ছবি গুলো এতটায় জীবন্ত যে আমাকে একটা বারের জন্যও অনুভব করতে দেয় না তোমার অনুপস্থিতি। বুঝতেই দেয় না কখনও তোমার শূন্যতা। এই যে তুমি নেই তবুও মনে হয় তুমি আছো। কতদিন কথা হয়নি তবুও মনে হয় চব্বিশ ঘন্টায় কথা হয়/হচ্ছে/হবে। তাহলে তোমার কাছে আসা না আসা, কথা বলা না বলায় কী এমন যাবে আসবে বলো?
জানো তোমাকে নিয়ে আঁকা স্বপ্ন-ছবি গুলো রঙিন প্রজাপতির মতো ছুটে বেড়ায় এদিক সেদিক, সারাক্ষণ মাতিয়ে রাখে আমাকে। তাই তো তোমাকে হারিয়ে ফেলার দুঃস্বপ্নরা কিছুতেই কাঁদাতে পারে না আমায়। তোমার জন্য হৃদয়ের বাম অলিন্দে সযত্নে সাজিয়ে রেখেছিলাম যে ভালোবাসা, সেই ভালোবাসায় আজ পরম আদরে জড়িয়ে রেখেছে আমায়। তাহলে তোমার ভালোবাসা পাওয়া না পাওয়ার কী এমন যন্ত্রণা দেবে বলো?
তোমার প্রতি একটু একটু করে মনের কোণে অভিমান জমে যে বিশাল পর্বত আকার ধারণ করেছিল, সেই অভিমান গুলো আজ আমার প্রিয় হয়েছে। শুধু প্রিয় নয় ভীষণ প্রিয় হয়ে মিশে গেছে আমার পুরো অস্তিত্বে। তাই তো অভিমানী অশ্রুরা কপোল ছুঁয়ে গড়ায় না আর যখন তখন। তোমার জন্য ঝরে না আর অকারণ। তাহলে তোমার দূরে থাকা না থাকায় কী এমন পোড়াবে বলো?
পথের শেষ প্রান্তরে রূপোলী যে দেয়ালটা তুমি আমার নামে করে দিয়েছিলে চাইলে তা ফিরিয়ে নিতে পারো। আমার নামে করে দিয়েছিলে বটে তবে তা রেজিস্ট্রেশন করে নয়। তাই অনায়াসে ওটার দখল নিতে পারো। আর যাকে খুশি দান করে দিতে পারো। ভালো থেকো।
ইতি,
রূপোলী দেয়ালের অস্থায়ী কেয়ারটেকার।
২৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বুক দিয়ে আগলে রাখা দেয়াল দিয়ে দিতে পারার মত উদারতা সবার থাকে না।
আর থাকে না বলেও সম্পর্কগুলো ঠিক-ঠাক উৎরে যায় না।
সুরাইয়া পারভীন
তা বেশ বলেছেন
ওটা শুধু কথার কথা
রূপোলী দেয়ালের মালিকানা
অন্য কারো হাতে হস্তান্তর করা
মোটেও সহজ নয়, সহজ নয়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
দিদি,
প্রথম চরণের শেষ ক্যানভাস হবে মনে হয়!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
ক্যানভাস কন্যাভাস হয়ে গেছিলো
ধন্যবাদ অশেষ দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
আপুর চিঠি পড়ে হারিয়ে গেলাম
যৌবনের প্রথম প্রহরে।
যখন বুক পকেটে লুখিয়ে রাখা
চিঠি পড়তাম গোপন করে।
ভালো লাগলো আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
পথের শেষ প্রান্তরে রূপোলী যে দেয়ালটা তুমি আমার নামে করে দিয়েছিলে সেই দেয়ালটায় আমার ভালোবাসার ক্যানভাস ছিল। আমার স্বপ্ন আঁকার ক্যানভাস ছিল। কত রঙ বেরঙের স্বপ্নরা যে জায়গায় পেয়েছিল সেই ক্যানভাসে। সুযোগ বুঝে আমিও তখন মনের মাধুরী মিশিয়ে অজস্র রোমাঞ্চকর স্বপ্ন-ছবি এঁকে রেখেছিলাম। কেউ আগলে রাখে আর কেউ রাখে না তাই সম্পর্ক গুলো পরিপূর্ণ তা পায়না। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
ঠিক বলেছেন দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
যে ফাঁকি দিয়ে চলে গেছে তার রূপোলী বা সোনালী দেয়া নিয়ে মেতে থাকার প্রয়োজন কি আদৌ আছে আপু?
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
ঐ রূপোলী/সোনালী দেয়াল আকড়েই কেউ কেউ বেঁচে থাকে ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
হুমম, হয়তো তাই
ফয়জুল মহী
নান্দনিক
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
ভালোবাসায় মানুষ কতকিছুই করে অথচ স্বার্থের বন্ধন ছিঁড়ে গেলে আর কিছুই থাকেনা। থেকে যায় শুধু স্মৃতি আর কথা না বলা অনেক কিছুর স্বাক্ষী সেই দেয়াল।
সুন্দর স্মৃতি রোমন্থন করলেন আপু। ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নিতাই বাবু
একটি গান মনে পড়ে গেল!
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
কে বলে আজ তুমি নাই
তুমি আছ মন বলে তাই।
সুরাইয়া পারভীন
গানটা দারুণ দাদা
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
চিঠি পড়ে মুগ্ধ হয়ে গেলাম ছোটো আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
কত প্রেমপত্র লিখেছি একসময়! এটা কিন্তু গোপন কথা, চুপিচুপি বললাম🤫
বেশ লিখেছেন চিঠিখানা।
সুরাইয়া পারভীন
আমি কখনও কাউকে লিখিনি
কেউ আমাকেও কখনও লিখেনি চিঠিপত্র
তবুও কেনো যে চিঠির প্রতি এতো প্রেম!
আপনার গোপন কথা আমি ছাড়া আর কেউ শোনেনি কিন্তু আপু😛😛
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
বুক দিয়ে আগলে রাখার সামর্থ্য সবার থাকে না।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সঞ্জয় মালাকার
চিঠি পড়ে বেশ ভালো লাগলো দিদিভাই।
ভালো থাকবেন শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ দাদা
ভালো থাকুন সবসময়