
বড় ভাই গোপনে বিয়ে করার কয়েকদিন পরে গ্রাম থেকে ছোট ভাই শহরে ঘুরতে এসেছে। আর বড় ভাইয়ের কাছে শুধু আবদার করছে এখানে যাবো সেখানে যাবো। আরও কতো কি!
ঠিক আছে। তোর যেখানে ইচ্ছে যাস। তবে তোকে শুধু ছোট্ট একটা কাজ করে দিতে হবে।
অতনুঃ শোন, আমি এখানে ঘুরতে এসেছি। তোর গোলামি করতে না।
অতলঃ আরে! রাগ করছিস কেন?
অতনুঃ দ্যাখ! এর আগেও তোর অনেক কাজ করে দিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি।
অতলঃ আজকে না হয় সেসব কথা থাক। তুই শুধু আম্মুকে আমাদের বিষয়টা একটু বুঝিয়ে বলবি।
অতনুঃ হুমম, বুঝতে পেড়েছি। এখন ৫০০ টাকা দে।
অতলঃ ৫০০ টাকা দিয়ে তুই কি করবি এখন।
অতনুঃ হোটেলের কাচ্চি বিরিয়ানির গন্ধ এখনো পিছুপিছু ঘুরঘুর করছে।
অতলঃ তোর খাওয়ার স্বভাবটা আর গেলো না।
কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতেই – কি রে! সারাদিন কোথায় থাকিস? খাওয়া নেই দাওয়া নেই। শুধু ঘোরাঘুরি।
অতনুঃ তো..! আমি কি করবো? আমি তো এজন্যই ঢাকায় এসেছি। তুই তো আছিস মজায়।
অতলঃ থাক আর বলতে হবে না। তোর ভাবি বললো সেই সকালে বেড়িয়েছিস।
অতনুঃ হুমম, ভাবি ঠিকই বলেছে। তা তুই কোথায় যাচ্ছিস?
অতলঃ এইতো একটু বাইরে। ঘন্টা খানেকের মধ্যে চলে আসবো।
অতনুঃ ও আচ্ছা। তোকে কিন্তু এই শার্টটাতে জোস্ লাগছে।
অতলঃ ঠিক আছে। যাওয়ার সময় নিয়ে যাস।
অতনুঃ তোকে একটা কথা বলি। রাগ করবি নাতো।
অতলঃ হুমম, বল। রাগ করার কি আছে?
অতনুঃ ভাবি কিন্তু আরও জোস্।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভাবিরা এমন জোস-ই হয়।
টাকাটুকা দিছে!
নৃ মাসুদ রানা
আসলেই সত্যি!!
এস.জেড বাবু
জিন্স আর টি শার্টের খরচটা অবশ্যই ভাবি দিছে-
ছাইরাছ হেলাল ভাইয়ের মত করেই বললাম-
আপনার গল্পের প্রেমে পড়ে যাচ্ছি।
অসাধারণ প্রতিভা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, বেশ ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
নে বেটা দে এখন ভাবিকে,,,হা হা হা হা
নৃ মাসুদ রানা
হুমম…কথা অনুযায়ী দিতেই তো হবে।
বন্যা লিপি
ভাবীরা জোস্ ই হয়।কিন্তু একে আর বলা যাবে না…. যাবার সময় নিয়ে যাস্…..হাহাহাহা।
নৃ মাসুদ রানা
সমস্যা নেই। আনন্দ পেলাম আপনাদের মজা দেখে।
তৌহিদ
ভাবি কি টাকা দিলো সেটা বলেন আগে? টাকা ছাড়া কোন কাম হয়না ভাই 😃😃
নৃ মাসুদ রানা
সবকিছু বলতে নেই…
হালিম নজরুল
প্রসংশায় বুমেরাং
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়।
জিসান শা ইকরাম
হা হা হা , শেষ লাইন পড়ে হাসতেই আছি 🙂
হা হা হা
নৃ মাসুদ রানা
বেশ ভালো, কিছুটাা হাসাতে পেরে …
রেহানা বীথি
শেষটা দারুণ
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, ভালো লাগলো।
শাহরিন
সুযোগের সঠিক ব্যবহারই ছোট ভাই করছে। ভাইদের মিষ্টি কথোপকথন পরে ভালো লেগেছে।
নৃ মাসুদ রানা
ভালো লাগলেই সার্থকতা.. এভাবেই পাশে থাকুন।
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার,
সোনেলার সাথে আছেন বলে সোনেলা ব্লগ টীম এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
আপনার লেখা সোনেলার লেখার ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।
শুভ ব্লগিং।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় ব্লগ সঞ্চালক। আমি আনন্দিত হলাম।