পাগল করা মন, শোন আমার কথা শোন
কোথায় হারাবি ?
হাতে অনেক আছে কাজ, জানা অজানায় সাজ
কেন পালাবি?
রোদ্দুর যখন লুকোচুরি খেলে
ভরা বর্ষায়,
তখন খারাপ মনটা আপনি ভালো হয়ে যায়।
এই তো আসল বেঁচে থাকার চাবি কাঠি,
রূপকথার রাজকন্যে সোনার পাথরবাটি। -{@
৭টি মন্তব্য
নীলকন্ঠ জয়
স্পেস একটু বেশি হয়ে গেছে রূপকথার রাজকণ্যের জন্য।
শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
বাহ !
ছোট কবিতায় অনেক ভালো লাগা ।
আপনি সম্ভবত ওয়ার্ড লিখে কপি পেস্ট করেছেন । কোন লেখা কপি করে এখানে পেস্ট পূর্বে ‘ এইচটিএমএল ‘ এ ক্লিক করে পেস্ট করুন । তাহলে আর এই ডাবল স্পেস বা বোল্ড অক্ষর আসবে না । এরপর দৃশ্যমান এ ক্লিক করে প্রকাশ করুন।
শুভ কামনা ।
বিমান
জিসান শা ইকরাম মহাশয়
অনেক ধন্যবাদ , আমার পরের পোস্ট এর সময় আপনার উপদেশ মনে রাখব।
ভালো থাকবেন।
বিমান
ঠিক বলেছেন , পরের টার সময় খেয়াল রাখব। ধন্যবাদ
আদিব আদ্নান
শুনবে , অবশ্যই আপনার কথা শুনবে ।
কিন্তু আপনি আমাদের মন্তব্যের উত্তর দেন না কেন ?
বিমান
আদিব আদ্নান মহাশয়,
আপনার প্রশ্নটি কাকে করেছেন বুঝলাম না
শুভকামনা। -{@
খসড়া
সোনার পাথর বাটি? :p