রুদ্র বলছি

প্রলয় সাহা ২৪ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৮:৪৯:৪১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

কোথায় আমাদের গোছানো বাড়ি?
কোথায় একান্ত-ই আমার তুমি নারী!
বাড়িটা গিলে খেয়েছে একাকীত্বের মেঘনা নদী
আর আকাশটা চুরি করেছে চুমকি গাঁথা-
তোমার প্রিয় তের গজের শাড়ি।।

৪৩০জন ৪৩০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ