অরুনি মায়া নভেম্বর ২৪, ২০১৫ at ৯:১৩ অপরাহ্ন ছোট কবিতা ভাল লাগল | স্বপ্ন কন্যা স্বপ্নের সাজানো বাড়িতে ফিরে আসুক
অন্তরা মিতু নভেম্বর ২৪, ২০১৫ at ৯:২৩ অপরাহ্ন সবই কেউ না কেউ নিয়ে নিল! কবিতাটা যে কেউ নিতে পারেনি, এইই আমাদের ভাগ্য…… 🙂 লেখাটি ছোট্ট হলেও বড়… -{@
তানজির খান নভেম্বর ২৪, ২০১৫ at ১১:৪৪ অপরাহ্ন আর আকাশটা চুরি করেছে চুমকি গাঁথা- তোমার প্রিয় তের গজের শাড়ি।। দাদা অসাধারণ। আমি এই চার লাইন চার শতাব্দীর ভাবনা মাথায় ঢুকালো।
আবু খায়ের আনিছ নভেম্বর ২৫, ২০১৫ at ৫:৪৮ পূর্বাহ্ন নাম দেখেই চোখে ভাসছিল, মংলা বন্দর। ভালো আছি ভালো থেক,আকাশের ঠিকানায় চিঠি লিখ। আপনার ছোট ছোট লেখাগুলো অসাধারণ হয় প্রতিবার।
নীতেশ বড়ুয়া নভেম্বর ২৫, ২০১৫ at ১০:০৯ পূর্বাহ্ন মেঘনা নদীতে তাঁর সাথেই তাঁর একত্র তাৎক্ষণিক লেখাঃ “ভাল আছি ভাল থেকো” সে তো ফিরেইনি, কিন্তু রুদ্র আকাশের ঠিকানায় ঠিকই আছে!
নীতেশ বড়ুয়া নভেম্বর ২৬, ২০১৫ at ১১:১৪ অপরাহ্ন না দাদা বরং একেবারেই বাস্তব ঘনিষ্ট হয়েছে। গত দুই দিন আগে এই গান লেখা নিয়ে ‘রুদ্র’কে নিয়ে কথা হচ্ছিলো। আর এখানে এই কবিতা দেখে (3
শুন্য শুন্যালয় নভেম্বর ২৮, ২০১৫ at ১২:১১ অপরাহ্ন দারুন। রুদ্রকেও কেউ গিলে খেলো। আকাশের তেরো গজের শাড়ি আজ ছিড়ে টুকরো টুকরো মেঘলা রুমাল।
নীলাঞ্জনা নীলা নভেম্বর ২৯, ২০১৫ at ৪:৫২ পূর্বাহ্ন ভাবতে হচ্ছে। এমনও কি হয়? ভালো লাগলো কেন এখন এর উত্তর আপনি দেবেন। 🙂
১৮টি মন্তব্য
অরুনি মায়া
ছোট কবিতা ভাল লাগল | স্বপ্ন কন্যা স্বপ্নের সাজানো বাড়িতে ফিরে আসুক
প্রলয় সাহা
সে ফিরবে না। আর রুদ্রও আর বেঁচে নেই।
অন্তরা মিতু
সবই কেউ না কেউ নিয়ে নিল!
কবিতাটা যে কেউ নিতে পারেনি, এইই আমাদের ভাগ্য…… 🙂
লেখাটি ছোট্ট হলেও বড়… -{@
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে।
তানজির খান
আর আকাশটা চুরি করেছে চুমকি গাঁথা-
তোমার প্রিয় তের গজের শাড়ি।।
দাদা অসাধারণ। আমি এই চার লাইন চার শতাব্দীর ভাবনা মাথায় ঢুকালো।
প্রলয় সাহা
তাই? জেনে ভালো লাগলো দাদা।
আবু খায়ের আনিছ
নাম দেখেই চোখে ভাসছিল, মংলা বন্দর। ভালো আছি ভালো থেক,আকাশের ঠিকানায় চিঠি লিখ।
আপনার ছোট ছোট লেখাগুলো অসাধারণ হয় প্রতিবার।
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে।
নীতেশ বড়ুয়া
মেঘনা নদীতে তাঁর সাথেই তাঁর একত্র তাৎক্ষণিক লেখাঃ
“ভাল আছি ভাল থেকো”
সে তো ফিরেইনি, কিন্তু রুদ্র আকাশের ঠিকানায় ঠিকই আছে!
প্রলয় সাহা
লেখাটা কি খারাপ হয়েছে দাদা?
নীতেশ বড়ুয়া
না দাদা বরং একেবারেই বাস্তব ঘনিষ্ট হয়েছে। গত দুই দিন আগে এই গান লেখা নিয়ে ‘রুদ্র’কে নিয়ে কথা হচ্ছিলো। আর এখানে এই কবিতা দেখে (3
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহাহাহা। 😀 মিলে গেল
শুন্য শুন্যালয়
দারুন। রুদ্রকেও কেউ গিলে খেলো। আকাশের তেরো গজের শাড়ি আজ ছিড়ে টুকরো টুকরো মেঘলা রুমাল।
প্রলয় সাহা
ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
ভাবতে হচ্ছে। এমনও কি হয়?
ভালো লাগলো কেন এখন এর উত্তর আপনি দেবেন। 🙂
প্রলয় সাহা
হয়তো ভালো লিখেছি তাই? দিদিভাই
নীলাঞ্জনা নীলা
হুম, তাই। -{@
প্রলয় সাহা
🙂