রিক্ত জীবন

বোরহানুল ইসলাম লিটন ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ০৭:২৪:৩৮পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

বিরান গৃহের গায়ে নাম হীনা ফুল
কবে যে ফুটেছে বুঝি জানে না তা বিভু,
কালের জঠরে খোয়ে জাত মান কুল
দুখিনীর ঘরে জ্বলা বাতি নিভু নিভু।

যন্ত্রচালিত যুগে অতি অবহেলে
খড়ের চালায় গুঁজা লাঙলের ফলা,
হরেক ফলের ভীড়ে রোদে রেখে ফেলে
পথে বেচা অভাগীর এঁটে বিচাকলা।

কখনো যায় না থেমে চলনের ধারা
আপন আবহে জান থাকে বলে মাতি,
দিবসে কেউ বা তাতে খোশে হয় হারা
প্রতিকূলে কেউ ঠেলে আঁধারের রাতি।

সজোরে ও বাজে যদি রিক্তের তুড়ি
সে সুর যায় না দূরে ফিরে আসে ঘুরি!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

৮৫৬জন ৬৮৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ