রাফখাতা :৩

মিসু ৮ জুলাই ২০১৩, সোমবার, ০৫:২৪:৪৩অপরাহ্ন বিবিধ ২০ মন্তব্য

আমার ঘরের জানালা বন্ধ করার অভ্যেসটা কোন কালেই ছিলনা । জানালা বন্ধ করলেই দম বন্ধ লাগে । অন্ধকার
রাত্তিরে জানালা দিয়ে রাতের তারা ভরা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়া আমার বহু পুরনো অভ্যেস ।

কালও খোলা জানালা দিয়ে মেঘে ঢাকা অন্ধকার আকাশে জোনাকির ওড়া ওড়ি দেখতে দেখতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ  একটা খস-খস খুট-খুট শব্দে ঘুম ভেঙে যায় । শব্দটাকে তেমন গুরুত্ব দিলাম না , কারণ কয়েকদিন থেকেই একটা পিচ্চি কিউট ঈঁদুরের আনাগোনা বেড়েছে আমার ঘরে। ঘুমের ঘোরে ধরেই নিলাম শব্দটা তারা দ্বারাই সৃষ্ট। আর স্বিদ্ধান্ত নিলাম সকালেই বাজার থেকে ঈদুর মারা বিষ কিনে বেটাকে শায়েস্তা করতে হবে । আধোঘুমে টের পাচ্ছি খসখস শব্দের তিব্রতা ক্রমেই বাড়ছে । কী মনে হতে বিরক্তি নিয়ে চোখ খুলতেই দেখি আমার সাধের  জানালা দিয়ে একটা তিব্র আলো ঘরের ভেতর ফেলা হচ্ছে । আমি টের পাচ্ছিলাম আমার হৃদপিন্ডের ঝাঁকুনিটা মখার ঝাঁকুনি তত্বকেও অতিক্রম করে গেছে । কিন্তু তারপরেও আমি সর্বশক্তি দিয়ে চিত্কার দিলাম চোর চোর বলে । এরপর দেখি আলো সমেত চোর বেটা উধাও , তবে সে ঘরের ভেতর রেখে গেছে বিশাল সাইজের একটা বাঁশের কঞ্চি যেটা দিয়ে সে চেস্টা করছিল আমার ব্যাগটাকে টেনে নিতে । আমি কঞ্চিটাকে খুব যত্নে রেখে দিয়েছি । জীবনের প্রথম কোন চোরের পক্ষ থেকে পাওয়া গিফট বলে কথা !!!

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ