আমার ঘরের জানালা বন্ধ করার অভ্যেসটা কোন কালেই ছিলনা । জানালা বন্ধ করলেই দম বন্ধ লাগে । অন্ধকার
রাত্তিরে জানালা দিয়ে রাতের তারা ভরা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়া আমার বহু পুরনো অভ্যেস ।
কালও খোলা জানালা দিয়ে মেঘে ঢাকা অন্ধকার আকাশে জোনাকির ওড়া ওড়ি দেখতে দেখতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ একটা খস-খস খুট-খুট শব্দে ঘুম ভেঙে যায় । শব্দটাকে তেমন গুরুত্ব দিলাম না , কারণ কয়েকদিন থেকেই একটা পিচ্চি কিউট ঈঁদুরের আনাগোনা বেড়েছে আমার ঘরে। ঘুমের ঘোরে ধরেই নিলাম শব্দটা তারা দ্বারাই সৃষ্ট। আর স্বিদ্ধান্ত নিলাম সকালেই বাজার থেকে ঈদুর মারা বিষ কিনে বেটাকে শায়েস্তা করতে হবে । আধোঘুমে টের পাচ্ছি খসখস শব্দের তিব্রতা ক্রমেই বাড়ছে । কী মনে হতে বিরক্তি নিয়ে চোখ খুলতেই দেখি আমার সাধের জানালা দিয়ে একটা তিব্র আলো ঘরের ভেতর ফেলা হচ্ছে । আমি টের পাচ্ছিলাম আমার হৃদপিন্ডের ঝাঁকুনিটা মখার ঝাঁকুনি তত্বকেও অতিক্রম করে গেছে । কিন্তু তারপরেও আমি সর্বশক্তি দিয়ে চিত্কার দিলাম চোর চোর বলে । এরপর দেখি আলো সমেত চোর বেটা উধাও , তবে সে ঘরের ভেতর রেখে গেছে বিশাল সাইজের একটা বাঁশের কঞ্চি যেটা দিয়ে সে চেস্টা করছিল আমার ব্যাগটাকে টেনে নিতে । আমি কঞ্চিটাকে খুব যত্নে রেখে দিয়েছি । জীবনের প্রথম কোন চোরের পক্ষ থেকে পাওয়া গিফট বলে কথা !!!
২০টি মন্তব্য
শিশির কনা
রুদ্ধসাসে পড়লাম । ভাগ্য ভালো কোন ক্ষতি হয়নি । এখনো কি জানালা খুলে ঘুমাবেন ?
মিসু
ঐ জানালা এখন দিনেও খুলি না 🙂
ছাইরাছ হেলাল
চোরের সাথে এমন হৃদয়হীন আচরণ করা ঠিক হয়নি ।
মিসু
ইসস , কতো কষ্টের টাকা আমার , ঐ টাকা চোর সামান্য কষ্টে নিয়ে যাবে ?
জিসান শা ইকরাম
পড়লাম
জানালা খুলে ঘুমানো এখন থেকে শেষ বুজতে পারছি
কাব্যিক ঘুম চিরদিনের মত নষ্ট করে দিল বদ চোরা
সাবধানে থাকুন ।
মিসু
জানালা আর খোলা হবে না , দেখা হবেনা চাঁদের আলো 🙁
আদিব আদ্নান
শেষ পর্যন্ত চোরের সাথে স্মৃতির একটি সম্পর্ক হয়েই গেল ।
মিসু
ভালো বলেছেন তো (y)
অন্তরা মিতু
আপনার চিৎকারে জোর আছে বলতে হবে 🙂 ,এইরকম পরিস্থিতেতে সাধারণত গলা দিয়ে স্বর বের হতে চায় না……..
অভিনন্দন আপনাকে, আমরা সবাই শুধু চোরকে এতকাল গিফট দিয়েই আসছি, আপনি রেকর্ড ভাঙলেন 🙂 🙂 🙂
মিসু
আমি সহজে কিছু ছেড়ে দিতে রাজী নই। কিছুদিন আগে আমার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিতে চেয়েছিল । পারে নাই । আমি হাত থেকে মোবাইল ছারি নাই । আমার সাথে শক্তিতে পারেনাই ছিনতাই কারী 🙂
বনলতা সেন
বেরসিক চোরকে বকা দিতে হবে মনে লয় ।
মিসু
আমি আর বিছানায় শুয়ে চাঁদের আলো দেখতে পারবো না 🙁
যাযাবর
আপনার সাহসের প্রশংসা করতেই হয় আপু।
মিসু
প্রশংসা করেন তো একটু শুনি । শুনতে ভালো লাগবে -{@
প্রজন্ম ৭১
সহজ সরল ভাবে লেখা । জানালা আর খুলে ঘুমাবেন না ।
মিসু
জানালা বন্ধ অল টাইম 🙂
জিসান শা ইকরাম
পোস্ট দিয়েই উধাও
ভয়ে হাসপাতাল নাকি এখন ?
মিসু
চাকরী ভাই চাকরী 🙂
ব্লগার সজীব
আপনার সাহস আছে 🙂
মিসু
ধন্যবাদ , উপাধি তো দিলেন না :p