
করোনা সময়ের ব্যবধানে কবিতা
ঘুমে যাচ্ছে অথৈ সাগরে; প্রিয়জন
ডাকলও ভাঙ্গছে না ঘুম কিংবা স্রোতের
ঢেউ অথচ সময় মুল্য এখন অবক্ষয়;
কবিতারা দাঁড়িয়ে আছে জোছনা আলোতে
নয় তো সবুজ ঘাসের দোল দেয়া সিঁড়িতে-
সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!
ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।
২১ চৈত্র ১৪২৬, ০৪ এপ্রিল ২১
———————————–
১০টি মন্তব্য
আরজু মুক্তা
ঠিক বলেছেন। কবিতা আর আগের মতো আসেনা। করোনা যে কী করলো?
শুভ কামনা ভাই। এখন কেমন আছেন?
আলমগীর সরকার লিটন
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি মুক্তা আপু——-
প্রদীপ চক্রবর্তী
সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!
ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।
.
পৃথিবী সুস্থ হয়ে উঠুক।
শুভকামনা রইলো, দাদা।
আলমগীর সরকার লিটন
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি প্রদীপ দা
সুপর্ণা ফাল্গুনী
করোনার থাবায় স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে, লেখালেখি তো আরো দূরের বিষয়। রাত কেটে সোনালী ভোর আসুক এই কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি ফাল্গুনী দিদি
তৌহিদুল ইসলাম
বড্ড অসময় যাচ্ছে ভাই, তবে লেখালিখি করেই একটু শান্তি পাই মনে।
শুভকামনা জানবেন।
আলমগীর সরকার লিটন
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি তৌহিদুল দা
রোকসানা খন্দকার রুকু
সত্যি কথা ভাই। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি রুকু আপু