রাত্রির কালোমুখ

ছাইরাছ হেলাল ৩১ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০৬:৫৬:৫৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

দিন ফুরোলেই রাত,
পেরুবো সন্ধ্যাসাঁকো ধীর লয়ে, ধীরে ধীরে
সুগন্ধিস্নান শেষে;
অপেক্ষায় রাত্রি।

সেবারে যখন এসেছিলাম
এই সাঁকোটিই পেরিয়েছিলাম।
নড়বড়ে হলেও দিব্বি হাসি হাসি মুখ করেই
ঘাড় বাড়িয়েও দিয়েছিল,
সহসা আয়নাজলে চোখ আঁটকে গেলে
থমকে দাঁড়িয়েছিলাম;
অভয়সাঁকো সাহস দিয়েছিল, ও কিছু না,
এইতো পার হলে বলে।
বড্ড ভয় পেয়েছিলাম,
রাতের ছবি আঁকা কালোমুখ দেখে।

৪৬৬জন ৪৬৬জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ