প্রিয় সুদর্শনা,
শ্রেয়সী তুমিই আমার প্রেয়সী একথা জানার পরও তোমার অমন গোমড়ামুখী নির্বিকার নিরুত্তর আচরণের আমি মর্মান্তিক মর্মাহত। তোমার ঐ সুন্দর চেহারার ভিতরে পাথরের মতো শক্ত হৃদয়টা আমার তুমুল ভালোবাসার ঝড়ে একটুও নড়েনি জেনে আমি ভীষণ সংশয়ে আছি ‘তুমি কি সত্যিই রক্ত মাংসের তৈরি মানবী নাকি শক্ত কংক্রিটের তৈরি নারী মূর্তি!’ তোমারই মতো তোমার মনটাও নিশ্চয়ই ক্যাকটাসের তৈরি!
আমারই ভুল হয়েছে তোমাকে ভালোবেসে শ্রেয়সী, প্রেয়সী বলে ডাকা। আসলে তোমার নাম দেওয়া উচিত রাগিনী যোগিনী কিংবা ডাকিনী! যে নির্বিচারে অন্যের মন ডাকাতি করে নিয়ে এমন নির্বিকার থাকতে পারে তার জন্য ডাকিনীই যথার্থ নাম।
এই চিঠি পড়ার পর আমার ঘাড়ে মস্তক থাকবে কি না সে নিয়েও বেশ সংশয়ে আছি! যদি না থাকে তাতেও আমার বিন্দুমাত্র ভয় নাই জেনে রাখো। তোমার মতো জেদি রাগি বদমেজাজি মেয়েকে কোন দুঃখে ভালোবাসতে গেলাম সেটা ভাবতে ভাবতেই চলে যায় রাতের পর রাত তবুও ভেবে পাই না কেনো এর উত্তর। ডাকিনী এতো নিষ্ঠুর পাষাণী কেনো তুমি হ্যাঁ? মায়াদয়াহীন বেরসিক কাঠখোট্টা টাইপের নারী তুমি। আজ এ পর্যন্তই থাক। এই চিঠি পাঠের পর ঘাড়ে মস্তক থাকে যদি তবে আবার লিখবো।
ভালো থেকো
ইতি
নাম প্রকাশে অনিচ্ছুক
১৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
ভালোবাসতে গেলে জেদি রাগি বদমেজাজি
মেয়েকে ভালবাসতে হয়।
যাতে জেদের বসে ভাল ছাত্র হয়।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা দারুণ মন্তব্য দাদা
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
জেদী, রাগী মেয়েদের মনটা খুব ভালো হয়।তাই ভালোবেসে ভুল করে নি সেই প্রেমিক।
সুরাইয়া পারভীন
হয়তো তাই। কিন্তু বেচারা প্রেমিক তো সাড়া টাড়া পায়নি তাইলে ভালোবাসে ক্যান! অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
আহারে!
বেচারা কতো ক্ষোভ প্রকাশ করলো!
লাভ তো হলোনা ভালোই যখন বেসেছে সয়ে যেতে হবে, কাটা মুণ্ড নিয়ে ও ভালোবাসতে হবে। রাগী মেয়ের হাতে যে পড়েছে।
সুন্দর লেখনশৈলি।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
কাটা মুণ্ডু নিয়েও ভালোবাসতে হবে😁😁
দারুণ লাগলো আপনার মন্তব্য।
সুস্থতা কামনা করছি আপু। অনেক অনেক ভালো থাকুন।
আরজু মুক্তা
নাম ঠিকানা দিলে আমিও একটু বকে দিয়ে আসতাম।
তবে, রাগি মেয়ের মন ভালো হয়।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
তাই মস্তক ছেদ হবার ভয় না পেয়ে চালিয়ে যেতে হবে একতরফা ভালোবাসা।
অনেক অনেক ধন্যবাদ আপু
ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
সব থেকে ভাল লেগেছে এখানে ডাকিনী এসেছে।
তাহলে দেখা যাচ্ছে ডাকিনী আমাদের সাথেই থাকে/আছে।
সুরাইয়া পারভীন
হুঁ ডাকিনী সাথে নিয়েই ঘুরছেন
সাবধানে থাকাটা কিন্তু বেশ জরুরি
নয় তো যখন তখন ঝাঁপিয়ে পড়তে পারে
মন ডাকাতী করতে 😁😁হা হা হা হা হা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
রাগিনী, যোগিনী, ডাকিনী 🤣🤣 চমৎকার নাম। রম্য চিঠিতে একটু হেসে নিই। চালিয়ে যান বকাবকি, রাগারাগি সাথেই আছি ঢাল হয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
কথায় বলে কারো পৌষ মাস কারও সর্বনাশ। আপনাদের পৌষ মাস তো তাই হাসুন হাসুন প্রাণ খুলে হাসুন। হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দিদিভাই
ভালো থাকুন সবসময়
কামরুল ইসলাম
চিঠিও রম্য হয়, এই চিঠি পাঠ না করলে বুঝতেই পারতাম না।
চমৎকার লিখেছেন
আকাশনীলা
হা হা হা হা হা হা
আপনাকে জানাতে পেরেছি বলে ভালো লাগছে
ভালো থাকুন সবসময়
কামরুল ইসলাম
অনেক শুভ কামনা আপনার জন্য
শামীম চৌধুরী
রম্য চিঠি পাঠ করে ভালই রম্য পেলাম।
দারুন লিখেছেন আপু।
আকাশনীলা
ভালো থাকুন দাদাভাই
ধন্যবাদ অশেষ