
রক্তফুল! রক্তফুল ফুটে আছে ধরায়
পবিত্র সে নাম যখনই ফোটে
রক্ত ঝরায়! রক্ত ঝরায়!
এই অশ্রুগঙ্গায় আজও সেই কণ্ঠ শুনি
এই রক্তগঙ্গায় আজও ধ্বনিত সে
সেই সংগ্রামী শিশুর বজ্রধ্বনি।
এই বুক মিশে আছে যার রক্তধারায়
বাঁচার শক্তি সে মিশুক পুরুষ
আজও ঝলকায় দ্যুতি ছড়ায়।
যে লোহার পর্বত ভেঙে সূর্য উঠাতে জানে
মুক্তির ভয়াল স্রোতে হাঁটতে জানে
সর্বদা সে মিশে থাকে বাঙালির মনে।
হৃদয়ে হৃদয়ে বড়ো হয় রক্ত মাখা গাছ
শোক উৎসবে নিমজ্জিত নদী বাংলা
আমরা মুমূর্ষু শোকার্ত ক্রন্দনরত মাছ।
দালান জাহান
১৫.০৮.২১
৯টি মন্তব্য
হালিমা আক্তার
বঙ্গবন্ধু মিশে আছে বাংলার আকাশ-বাতাস আলো ছায়া সবকিছুতে। বিনম্র শ্রদ্ধা।
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা
দালান জাহান
ধন্যবাদ কবি
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শ্রদ্ধাঞ্জলী।
অশেষ মুগ্ধতা রইল পাতায়।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
রিতু জাহান
দলমত নির্বিশেষে সব মানুষেরই বঙ্গবন্ধু।
তিনি না হলে স্বাধীনতা পেতে হতো কবে কখন কি করে জানি না।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
গভীর এবং বিনম্র শ্রদ্ধা।