যে লেখে কবিতা –
একলা মাঝরাতে তারও বুক খা খা করে
যে লেখে কবিতা –
নির্জন পথে কালো বেড়ালের নির্লিপ্ত চাহনীতে সেও চমকায়।
যে লেখে কবিতা –
সেও তোমার মতোই, বিলিতি পেলে দিশি দেখে নাক সিটকায়।
যে লেখে কবিতা –
সেও কবরে নামায় মৃতদেহ, আলগোছে। মরা পোড়ায় শশ্মানে
যে লেখে কবিতা –
সে গিয়েছে জেনে, জীবনের মানে।
যে কবিতা লেখে –
সেও তোমারি মতোন, গলাতক গিলে বিচ্ছিরি গালাগাল দেয় ইশ্বরকেই
যে কবিতা লেখে –
তুমি আর তার সবই প্রায় এক,
তবু রয়ে যায় কি বিষম ফারাক।
সে যখন চলে যায়, যায় একেবারে ; অনুপল মাত্রও পিছু না ফিরেই।
৩৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
যে কবিতা লেখে
ভেতর বলে তার কিছু নেই,
তুমি আর তার সবই এক
দিতে দিতে ভেঙ্গেছো পথ
ফেরার পথের হারিয়েছ তাই খেই।
হি হি আমিও একটু ট্রাই মারলাম।
অনেক সুন্দর হয়েছে শিমুল ভাই। কবিরা জীবনের মানে পুরোটা কখনোই বুঝতে পারে বলে মনে হয়না। তারা কবিতা থেকে কখনোই ফিরতে পারেনা।
আগুন রঙের শিমুল
আসলেই নাই –
ভেতর বলে কিছুই নাই , বিরাট এক শুন্যতার মাঝে একটা শুন্যেরআলয় 🙂
কবিরা কিছুই পায়না
উপাসনালয়ের বাইরে থেকে কখনোই
কবির জুতো চুরি হয়না 😀
প্রহেলিকা
এই কবিতা পড়ে এখন নিজেরই কবিতা লিখতে ইচ্ছে করছে। জীবনকে জানা যা তা ব্যাপার নয়! আপনি সব সময় ভালো লেখেন। শুভেচ্ছা জানবেন প্রিয় সাইদ ভাই।
আগুন রঙের শিমুল
জীবনকে না জানলে কেমনে হবে , জীবন যা দেখায় তা দেখে দেখেই শব্দে আকি মুখ। কবিতা , অকবিতা , গোকবিতা যা খুশী হোকনা 🙂
বনলতা সেন
যে লেখে সে লেখে না,
আমার মত ওগরায়।
যে যাবার, সে যাক না
না ফিরে আসুক
ফেরা থেকে।
আমিও একটু দেখা দেখি হালনাগাদ করে নিলাম।
আগুন রঙের শিমুল
ভালৈছে 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কবিদের মন উম্মুক্ত করে দিলেন বরাবরের মতো বেশ ভাল লাগল। -{@ শুভেচ্ছা নিবেন।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ ভাই (3
আবু জাকারিয়া
খুব ভাল লাগল আপনার কবিতাটা পড়ে। আরো লিখবেন আশা করি।
আগুন রঙের শিমুল
হু আশা করি লিখব
স্বপ্ন নীলা
যে কবিতা লেখে –
তুমি আর তার সবই প্রায় এক,
তবু রয়ে যায় কি বিষম ফারাক।
সে যখন চলে যায়, যায় একেবারে ; অনুপল মাত্রও পিছু না ফিরেই।”————–শুধুমাত্র বলবো অসাধারণ
আগুন রঙের শিমুল
ধন্যবাদ স্বপ্ন নীলা 🙂
জিসান শা ইকরাম
আমি কবিতা লিখতে পারিনা তাই-
একলা মাঝরাতে আমার বুক খা খা করেনা 🙂
বাঁচছি এক বাঁচা 🙂
খুবই ভালো লাগছে ।
আগুন রঙের শিমুল
কারও বুক খাঁখাঁ করেনা শুনলেই হিংসা হয় 🙂
ধন্যবাদ দাদা
ছাইরাছ হেলাল
কবিতা লেখা ঠিক না
মাঝরাত আর রাত হবে না
খুজে হয়রান হতে হবে না
জীবন নামক ফালতু তালেবরের।
কবিতা লেখা ঠিক না
স্নৃতির বোঝা বেয়ে।
আপনার মত সুন্দর হয় না।
প্রহেলিকা
১০০ তে ৩২, আর এক হলেই পাশ
ছাইরাছ হেলাল
পেরাইভেট পরতে হবে দেখছি। মস্টরেরা টেকাটুকা দিলে পরতে চাই।
আগুন রঙের শিমুল
টেকাটুকা খ্রাপ 😀
আগুন রঙের শিমুল
তালিয়া :c :c
প্রহেলিকা
১০০ তে ৩২, আর এক হলেই পাশ!
আগুন রঙের শিমুল
গ্রেস দেন :p
ছাইরাছ হেলাল
আপনারা ভালু না। খারাপ ছাত্র দেইখ্যা একটু পাশ করাইতেই চান না !
নম্বর গুলো কি ভাইজ্জা খাইবেন? কী দিনকাল আইলো।
আগুন রঙের শিমুল
আমি কিন্ত গ্রেস দিতে কইছি দাদা 😀
ব্লগার সজীব
ভাইয়া আমার এমন করে,কিন্তু আমি তো কবিতা লিখতে পারিনা 🙁 (y)
আগুন রঙের শিমুল
হয়না , পারিনা , এইগুলা ফাকিবাজি কথা
লীলাবতী
আমি এসব থেকে মুক্ত।কবিতা লেখিনা,মনে খুব শান্তি আমার 🙂
আগুন রঙের শিমুল
মুহাহাহা শান্তিভত্তা :p
নুসরাত মৌরিন
আহ্ যদি কবিতা লিখতে পারতাম!! 🙂
বরাবরের মতই ভাল হয়েছে কবিতা! (y)
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কু নুসরাত 🙂
নীতেশ বড়ুয়া
যে লেখে কবিতা
সেই দেখা ফিনিক্স পাখীর ছবিটা
যে লেখে কবিতা
জন্ম হতে জন্মান্তরে জীবনের অপূর্ণ পৃষ্ঠা @আরশি ক্কাক্কা
নীতেশ বড়ুয়া
যে লেখে কবিতা
সেই দেখে ফিনিক্স পাখীর ছবিটা
যে লেখে কবিতা
জন্ম হতে জন্মান্তরে জীবনের অপূর্ণ পৃষ্ঠা @আরশি ক্কাক্কা
আগুন রঙের শিমুল
জীবনের পানপাত্র 🙂
ফিরা আসো , মিসিউ 🙁
নীতেশ বড়ুয়া
অনেক আগে একটা কথা বলেছিলামঃ যে পাখী আমাকে আপন নীড় ভাবে সে মুক্ত আকাশের যেখানেই যাক না কেন ফিরবেই নীড়ে, আর যে নীড় ভাবে আকাশের তারাকে সে ছিল না কোনদিনই আমার কাছে…
আগুন রঙের শিমুল
🙂
নীতেশ বড়ুয়া
(3 / (-3