আপুরা…

আপনি অবশ্যই এমন একটা ছেলেকে বিয়ে করতে চান,
যে ছেলেটির জীবনে আপনিই প্রথম।
যে আপনার দেহ, রুপ, বাবার সম্পত্তি কে নয়,
সুধুই আপনার মনকে ভালোবাসবে,
অন্য মেয়ের দিকে তাকানোর আগে ভাববে,
আমার রাজকুমারীই পৃথিবীর সব থেকে সুন্দরী।

ভাইয়েরা…

আপনি অবশ্যই এমন একটা মেয়েকে বিয়ে করতে চান,
যে মেয়েটির জীবনে আপনিই প্রথম।
যার প্রথম ভালোলাগা, স্বপ্ন দেখা, চিন্তা ভাবনা
সবকিছুই হবে আপনাকে ঘিরে।
যার সমস্তটা জুড়ে থাকবেন সুধুই আপনি।
যে মেয়ে আপনার টাকা কে নয়, আপনাকে ভালোবাসবে।

আল্লাহ্‌র কাছে সবসময় বলবেনঃ

” হে আল্লাহ্‌, আমার জন্য যাকে রেখেছ, তাকে সকল জিনা
ও খারাবীর হাত থেকে হেফাজত কর, সাথে আমাকেউ কর”

মনে রাখবেন; আপনি যেমন, আপনার জন্য বরাদ্দ জীবনসঙ্গী ঠিক তেমনই হবে।
আল্লাহ্‌ অনেক বড় ন্যায়বিচারক, তিনি ভালোর সাথে খারাপ কে মিশ্রিত করেন না, পাপের সাথে পুণ্যকে মিশ্রিত করেন না। পাপ আর পুণ্য কখনো একসাথে থাকতে পারে না, আপনি খারাপ, আপনার জীবনসঙ্গী ও খারাপই হবে।

এখনও সময় আছেঃ

নামায পড়েন, আল্লাহ্‌র কাছে ক্ষমা চান, আল্লাহ্‌ ক্ষমা করে দিবেন।
(আল্লাহ বলেছেন তোমাদের পাপ পাহাড় সমান হলেও আমি তোমাদের ক্ষমা করব)

৫১৪জন ৫১৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ