যুগোল ছবির ব্যর্থ মনোরথ

হালিমা আক্তার ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ১২:২৪:২৩পূর্বাহ্ন অন্যান্য ১৮ মন্তব্য

বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টি থেকে রক্ষা পেতেই তার আগমন, হয়তো একটু আশ্রয় খুঁজে ফিরছিল জানালার পাশে বসে ছিল কিছুক্ষণ। সারাক্ষণ এপাশ ওপাশ করছিল । মনে হলো কারো অপেক্ষা করছে। খুব সাবধানে মোবাইলে কয়েকটি ছবি নিলাম। জানতে পারলে যদি রাগ করে চলে যায়। কিছুক্ষণ পর ,আরেক জনের আগমন। যুগল ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। মোবাইল নিলাম হাতে। তাঁর সঙ্গীনি মনে হয় পরহেজগার।দুজনে চুপি চুপি কিযেন বলল। তারপর উড়াল দিল আকাশ পানে। ছবি তোলাতো হলোই না। অতিথি আপ্যায়ন এর ও সুযোগ দিলনা। আর কি কখনো আসবে ওরা বৃষ্টি ভেজা দুপুরে।

৮৭৭জন ৭৪৩জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ