
বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টি থেকে রক্ষা পেতেই তার আগমন, হয়তো একটু আশ্রয় খুঁজে ফিরছিল জানালার পাশে বসে ছিল কিছুক্ষণ। সারাক্ষণ এপাশ ওপাশ করছিল । মনে হলো কারো অপেক্ষা করছে। খুব সাবধানে মোবাইলে কয়েকটি ছবি নিলাম। জানতে পারলে যদি রাগ করে চলে যায়। কিছুক্ষণ পর ,আরেক জনের আগমন। যুগল ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। মোবাইল নিলাম হাতে। তাঁর সঙ্গীনি মনে হয় পরহেজগার।দুজনে চুপি চুপি কিযেন বলল। তারপর উড়াল দিল আকাশ পানে। ছবি তোলাতো হলোই না। অতিথি আপ্যায়ন এর ও সুযোগ দিলনা। আর কি কখনো আসবে ওরা বৃষ্টি ভেজা দুপুরে।
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আহারে এমন করে হারিয়ে গেল!!
হালিমা আক্তার
আসলেই খুব কষ্ট পেয়েছি। শুভ কামনা রইলো।
মনির হোসেন মমি
এরকম পরিস্থিতিতে পড়লে মন খুব ভাল হয়ে যায়।অপেক্ষায় থাকি ওরা কী বলে আর যখন চলে যায় তখন আফসোস লাগে।
দারুণ মুহুর্ত কাটিয়েছিলেন।
হালিমা আক্তার
ওরা বেশিক্ষণ ছিল না। একজন বেশকিছুটা সময় ছিল। সঙ্গী আসতেই চলে যায়। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হয়তো আবার আসতে পারে।
অপেক্ষা করেন।
শুভকামনা রইল।।।
হালিমা আক্তার
আসবে হয়তো কোনো এক বৃষ্টি ভেজা দুপুরে। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভূতি ছোঁয়া কবি আপু
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
যে সময় যায় আর ফিরে আসেনা।
তবুও চাই ফিরে ফিরে আসুক,,,
হালিমা আক্তার
একদম সত্যি। ফিরে আসে না। তবু অপেক্ষার প্রহর গুনি। শুভ কামনা রইলো আপা।
মোঃ মজিবর রহমান
পহেজগার হুয়ার জন্য আপনাকে সময় দেইনি।
হালিমা আক্তার
হতে পারে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
অনন্য অর্ণব
অধরা আগন্তুক, ফিরে আসুক আরো একবার অন্য কোন বৃষ্টি ভেজা দিনে।
হালিমা আক্তার
তাই যেন হয়। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সঙ্গী পেলে সবাই হারিয়ে যায় সঙ্গীর সাথে। যে সময় চলে যায় তা আর ফিরে আসে না। তবুও অপেক্ষায় থাকি কাঙ্ক্ষিত মুহূর্তের। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
হালিমা আক্তার
একদম ঠিক বলেছেন। সাথী পেলে আর অপেক্ষা কিসের। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
দেখতে পেলাম জানালার উপরে বসা পাখীটা । সুন্দর লাগলো । শুভ কামনা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।