
তোমার বুক পাঁজরে একটি ছোট্ট কুঁড়েঘর,
সেখানে বসত করে আমার প্রেম, দ্রোহ।
অভিমানের ময়ূরপঙ্খী নাও নিত্য করে এপার-ওপার;
ঘন-বরষায় জৈবিক অনুরণনে ভালোবাসার সেতু গড়ে।
ভৈরবী আশাবরী সুর-মূর্ছনা ভেসে আসে হৃদয়ের জলসায়;
মন্দাকিনীর স্বচ্ছ লহরীতে খেলি জলকেলি-
বর্ষার নবধারায় সঙ্গী দুষ্টু-দুরন্ত মীনদল।
মেঘেরা দল বেঁধে ছায়া দেয় শিয়রে দাঁড়িয়ে;
অধরে অধর ছুঁয়ে যায়, চোখে চোখে হয় শুভদৃষ্টি;
আলিঙ্গনে মিশে যায় আকাঙ্ক্ষার বহ্নি-শিখা।
অনুরাগের বাঁশরী বাজে মধুরিমা তানে;
শিরা-উপশিরায় ধাবিত হয় প্রেমের উন্মাদনা।
ঊষা-লগ্নে নীহার-স্নাত দূর্বারাশি চরণে প্রণাম ঠুকে;
শুক্লাপক্ষে চন্দ্রকণা পুষ্পরূপে গায়ে মাখি আলোকজল।
চড়ুই-বাবুইয়ের আনাগোনা আটপৌরে ছক এঁকে-
তারই ধারাপাতে তুমি-আমি যুগলবন্দী।
৩৭টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
মনোমূগ্ধকর লেখনীতে দারুণ লিখেছেন দিদি।
শব্দের কি সুন্দর যুগলবন্দী গেঁথেছেন আমি মূগ্ধ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি ও মুগ্ধ হলাম আপনার সুন্দর মন্তব্যে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ফয়জুল মহী
অপূর্ব শব্দ বুনন ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন সুস্থ থাকুন
নিতাই বাবু
এমন কঠিন কঠিন শব্দের খেলা কী করে যে খেলেন, তা আমার এই ক্ষুদ্র মাথার মগজে ধরে না, দিদি। মাত্র দুই প্যারায় লেখা কবিতা কিন্তি মনোমুগ্ধকর হয়েছে। শুভকামনা থাকলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যে ধন্য হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই দাদা। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে জড়িয়ে থাকতে চাই। ভালো থাকুন সুস্থ থাকুন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বেশ চমতকার লেখা। শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিয়মিত মন্তব্যের জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন
এস.জেড বাবু
মন্দাকিনীর স্বচ্ছ লহরীতে খেলি জলকেলি-
বর্ষার নবধারায় সঙ্গী দুষ্টু-দুরন্ত মীনদল।
মূল্যবান শব্দগুচ্ছ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
এস.জেড বাবু
শুভেচ্ছা আপু
প্রদীপ চক্রবর্তী
দারুণ শব্দচয়নে কাব্যকথন।
ভালো লাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। ভালো থাকবেন শুভ কামনা রইলো
তৌহিদ
মানবপ্রেমের ক্রিয়াপ্রতিক্রিয়ার বাইরে আমরা কেউই যেতে পারিনা। এ এক অনন্য রসায়ন আমাদের অস্থিমজ্জায়।
চমৎকার কবিতা পড়লাম আপু। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। মানব জীবনযাপনে প্রেম ছিলো, থাকবেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা নিরন্তর
মোহাম্মদ আলী
(মেঘেরা দল বেঁধে ছায়া দেয় শিয়রে দাঁড়িয়ে;
অধরে অধর ছুঁয়ে যায়, চোখে চোখে হয় শুভদৃষ্টি;
আলিঙ্গনে মিশে যায় আকাঙ্ক্ষার বহ্নি-শিখা।
অনুরাগের বাঁশরী বাজে মধুরিমা তানে;
শিরা-উপশিরায় ধাবিত হয় প্রেমের উন্মাদনা)
মুগ্ধ হয়ে গেলাম দিভাই
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো মুগ্ধ হলেন জেনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
এই যদি আটপৌরে আনাগোনা হয়, তাহলে তো আর আনাগোনাই থাকে না!
শব্দ-ঝুড়ি খুলে বসেছেন দেখছি, কোথা থেকে কী মন্তব্য করবো! খেই হারাচ্ছি তো।
আসল কী মন্তব্য করবো ভাবতে ভাবতে দেরি করে ফেললাম।
তবুও জুত মত মন্তব্য হলো না।
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭😍😍🙄🙄 আমিও বুঝতাছিনা আপনার মন্তব্যের প্রত্যুত্তর কিভাবে দিবো! আনন্দ, হতবাক না লজ্জা পাবো আপনার এমন মন্তব্যে! আপনার কাছ থেকে যা পাই সেটাই আশীর্বাদ- আমি ধন্য, মুগ্ধ হয়ে যাই। ভালো থাকবেন সবসময় আর এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন এটাই কাম্য।🌹🌹
হালিম নজরুল
যে কুঁড়েঘরে একত্রে বাস করে প্রেম ও দ্রোহ, অনুরাগের বাঁশরি তো সেখানে বাজবেই মধুরিমা তানে।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“তোমার বুক পাঁজরে একটি ছোট্ট কুঁড়েঘর,
সেখানে বসত করে আমার প্রেম, দ্রোহ।”
প্রেম, দ্রোহের যুগল বন্দীতে শান্তি কতদিন থাকে
বুঝা বড় দায়
অভিমান যদি সীমারেখা না পায়।
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। অনুপ্রেরণা আর আশীর্বাদে ধন্য হয়ে গেলাম। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
ঊষা-লগ্নে নীহার-স্নাত দূর্বারাশি চরণে প্রণাম ঠুকে;
শুক্লাপক্ষে চন্দ্রকণা পুষ্পরূপে গায়ে মাখি আলোকজল।———–চমৎকার অনুভভ কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরন্তর শুভকামনা
মাহবুবুল আলম
“চড়ুই-বাবুইয়ের আনাগোনা আটপৌরে ছক এঁকে-
তারই ধারাপাতে তুমি-আমি যুগলবন্দী।”
চমৎকার কাব্যিক ব্যঞ্জনা।
শুভেচ্ছা রইলো। ভাল থাকুন!
সুপর্ণা ফাল্গুনী
আপনার কাছ থেকে এমন মন্তব্য মনে খুশীর বন্যা আনলো । অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় ধন্য । শুভ সকাল
জিসান শা ইকরাম
প্রেমিক হৃদয়ে প্রেমিকার বসবাসের চিত্র সঠিক শব্দ চয়নে যত্নে আঁকা হয়েছে।
খুবই ভালো লেগেছে ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই খুব ভালো লাগলো। আপনাদের অনুপ্রেরণায় মুগ্ধ হই । অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা ভাই। শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
এই যদি আটপৌরে আনাগোনা হয়, তাহলে তো আর আনাগোনাই থাকে না!
শব্দ-ঝুড়ি খুলে বসেছেন দেখছি, কোথা থেকে কী মন্তব্য করবো! খেই হারাচ্ছি তো।
আসল কী মন্তব্য করবো ভাবতে ভাবতে দেরি করে ফেললাম।
তবুও জুত মত মন্তব্য হলো না…. এটা কিন্তু আমার কমেন্ট ছিলো। মহারাজ এটা কিভাবে নিজের নামে টাইপ করলো ভেবে পাচ্ছি না 🤔🤔
মেঘকাব্য সুন্দর হয়েছে, শুভ কামনা রইলো 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭😍😍। খুব খুব ভালো লাগলো আপু। মহারাজের সাথে টেলিপ্যাথি ক্রস হয়েছে মনে হয়? অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। শুভ সকাল 🌹🌹
সুরাইয়া পারভীন
অজস্র শব্দের ঝংকারে
পাঠকের দাঁতগুলো সব ঝরে রে
এতো শক্ত পোক্ত কবিতার মন্তব্য
কি করে দেবো ভাবছি শুধু!!
সুপর্ণা ফাল্গুনী
কি যে বলেন আপু। আপনারা যদি এমন বলেন এ শরম কৈ রাখি! খুব ভালো লাগলো অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে। ভালো থাকুন আমাদের সাথেই থাকুন নিয়মিত লেখা দিয়ে
আরজু মুক্তা
মেঘকাব্য ভালো লাগলো
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
আতকিয়া ফাইরুজ রিসা
“অভিমানের ময়ূরপঙ্খী নাও নিত্য করে এপার ওপার”
কি অসাধারণ কল্পনার বহিঃপ্রকাশ। খুব চমৎকার একটি লেখা। অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবনা উপহার দেয়ার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ, চমৎকার একটি মন্তব্য পেয়ে বিমোহিত হয়ে গেলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পড়ার জন্য ও এতো সুন্দর করে মন্তব্য দেবার জন্য। ভালো থাকুন শুভ কামনা রইলো