চোখ ছল ছল চোখের জলে
হৃদয় বলে না কথা
স্তব্ধ  নীরবতা সখার কারনে
সমাজে আজ ভরা নেতা।

জন্মেছি কন্যা বলে
জন্ম দাতার চক্ষু লাল
সুন্দরী হয়েছি বলে
পিছু নেয় যত শয়তান।

শিশু কিশোর কালে ছিলেম ভালো
অবাক বিষ্ময়ে,
পাড়ায় পাড়ায় ঘুড়ে দেখিছি এ পৃথিবী
প্রারম্ভিক যৌবনে চঞ্চলা হঠাৎ,
যায় যে থেমে।

যাসনে আর তুই ঐ স্কুলে
যাবি না কোথাও মাকে না বলে,
কঠিন নিয়মের যাতা কলে
প্রতিভা যে যাচ্ছে হারিয়ে।

চলছে যখন দূর্গাৎসব
ধর্মের বাণী ধরি ছাড়ি
ঐ যে হিন্দু আমার বন্ধুর বাড়ী
মানুষ আমি মানুষ তুমি
এতো আনন্দ কেমনে ছাড়ি।

প্রেম স্বর্গ প্রেমেই স্রষ্টা
প্রেম হয় না নিজের ইচ্ছাতে
স্রষ্টার সৃষ্টির নিয়মে,বন্ধনের
জোড়া রেখেছেন বেধে
ঐ আরশেতে।

তোমাকে,আমি পাবো না বলে
আর কেউ পাবে না!
এমন জিদ মনে এনোনা
ডাকার মতো ডাকলে তারে
রুখবে কে বলো না আমাকে।

মা বাবার সকল চিন্তা
আমি কন্যা হবে,কবে বিয়া,
জন্ম নাকি,আমাদের হয়েছে
চুলা গুতার রাশি নিয়া।

যতই বুঝাই মাকে আমি
আমিতো জন্মেনি মা কলি কালে
মায়ের ভাবনা,কলি কাল আর ডিজিটাল
হায়নারা মানে না কোন জাত বেজাতে।

যাস না নারী তুই বাড়ীর বাহিরে
শকুন দেখ্ চেয়ে রইছে ঐ পাড়ায়
মোড়ে মোড়ে,
সমাজ পতি রাষ্ট্রপতি
সবাই আছেন অবগতি
হবে না কিছুই এর সমাধান,
যত দিন না এ ঘূণে ধরা
সমাজটাকে বদলান।

দূরে কোথাও যেতে মানা
বিদ্যালয়ে পড়তেও মানা
প্রশ্ন আমার আপনার কাছে
নারীদেরকে কি কেউ
মানুষ ভাবেন?

 

উৎসর্গ:এক নর পশুর হাতে নির্মম নির্যাতনে গুরুতর  আহত বোন খাদিজাকে।

“আমি পুরুষ বলে লজ্জিত”

khadija

৪৭৮জন ৪৭৮জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ