বয়স বাড়ছে
আয়ু কমছে

চুল পড়ছে
কপাল বাড়ছে ।

বাড়ছে স্মৃতির বোঝা
ফেলে আসা সময় গুলো ভোলা কি এতই সোজা ।

হাজার মানুষের মাঝে তবুও আমি একা
এভাবেই আর কতদিন বেঁচে থাকা ।

মাঝেমাঝে মনে হয় তবুও ভালই আছি
ছোট একটাই তো জীবন কে জানে কতদিন বাঁচি ।

৫২১জন ৫২১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ