
আমি নয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত
আমি ক্ষদ্র জ্ঞানী…
আমি নয় সুশিক্ষায় শিক্ষিত
আমি মধ্যবিত্ত এক চাষার ছেলে
হতো দারিদ্র পরিবারে আমার জন্ম।
আমি নয় তো উচ্চ শিক্ষায় শিক্ষিত।
বাবা বলতো চাষ আবাদে উন্নতি
ফসল ঘরে না এলে খাবে কী,
তুমি অল্প শিক্ষা নাও, চাষ বাস করো
গর্ভিত হবে প্রকৃতি!
উন্নতি ট্রেকনোলজি উচ্চ শিক্ষার অগ্রগতি
কারো আছে কী চাষাবাদে মতি।
বাড়ছে শিক্ষার মান-সকল স্হানে কৃষক অপমান,
জগৎ সৃষ্টিতে সবার উন্নতি শুধু কৃষকে অবনতি!
জানি শিক্ষা উন্নয়নের আলো- উচ্চ স্হানে পৌঁছে যাবার মঞ্চও?
তোমার মাকে দেখো, এখনো সকাল সন্ধ্যা
ফসল তুলতেই মগ্ন।
বাবা যে মাটিতে জন্মেছ তাকেই দাঁও সাধুবাদ
তাকে বুকে ধরে করো উন্নতি?
শিক্ষা নাও উন্নত সমাজ গড়ো
তুমি বাঙালি -আনন্দ করে বলও তুমি চাষি।
আমি নয় তো উচ্চ শিক্ষায় শিক্ষিত
আমি মধ্যবিত্ত ক্ষুদ্র জ্ঞানী।
বাবা আমি অল্প শিক্ষায় শিক্ষিত
পথ চলার করেছি সঞ্চয়
তোমার মা উচ্চ শিক্ষায় আনন্দিত –
তবুও সেই চাষার ঘরে জীবন মৃত্যু পর্যন্ত।
এই চাষার ঝরা শ্রমে ঘামে
আমাদের মুখে উঠে অন্ন স্বাদ।
সঞ্জয় মালাকার //
ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ ।।
১৭টি মন্তব্য
তৌহিদ
আমরা যত বড় শিক্ষিতই হইনা কেন আমাদের শেকড় কিন্তু সেই গ্রামেই পোঁতা আছে। আর আমাদের অন্নের চাষ যারা করেন তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন ভাইয়া
তাদের কে সম্মান জানানো আমাদে কর্তব্য!
শুভ কামনা রইলো সব সময়।
তৌহিদ
শুভেচ্ছা জানবেন দাদা
নিতাই বাবু
আপনার কবিতায় বাংলার ৬৮ হাজার গ্রমের কৃষক কৃষাণিদের মনের কথা প্রকাশ পেলো দাদা। সত্যি আমি এমন হতে চেয়েছিলা! কিন্তু পারিনি! আর্থিক দুরাবস্থার কারণে একসময় গ্রাম ছেড়ে শহরমুখী হতে হয়েছে।
সঞ্জয় মালাকার
ভাগ্যে যদি থাকে লিখা সিন্ধু পারেও রবে না ভয়,
ভাইয়া আপনার ইচ্ছে ছিল সেটাই তো বড় আনন্দ!
কিন্তু এখনো অনেক শিক্ষিত বাবু আছেন গ্রেমের কথনেই করেন না।
ধন্যবাদভাইয়া
ছাইরাছ হেলাল
চাষিরা আমাদের এখানে সব সময়-ই অবহেলিত।
অথচ কী হওয়ার কথা ছিল।
সুন্দর বিষয় নির্বাচন করেছেন।
সঞ্জয় মালাকার
হুম,ধন্যবাদ হেলাল ভাই..শুভ কামনা রই।
মনির হোসেন মমি
বাবা বলতো চাষ আবাদে উন্নতি
ফসল ঘরে না এলে খাবে কী,
তুমি অল্প শিক্ষা নাও, চাষ বাস করো
গর্ভিত হবে প্রকৃতি!
উন্নতি ট্রেকনোলজি উচ্চ শিক্ষার অগ্রগতি
কারো আছে কী চাষাবাদে মতি।
চাষাবাদে মত না থাকলেও কেউ শিকড়কে উপেক্ষা করতে পারবে।লেখাটি ভাল হয়ে ভাইয়া।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ মনির ভাই,
আপনার জন্য আরো ভালোলাগা রইল ,
শুভ কাম।
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি কবিতা দেশ ও দেশজ ফুটে উঠেছে। কৃষক সকল খাবার দাতা, সৃষ্টিকর্তার দয়ায়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ মজিবর ভায়ই..আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
জিসান শা ইকরাম
ভাল লেগেছে সুন্দর বিষয় নির্বাচন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া আনন্দিত হলাম,
আপনার জন্য শুভ কামনা।
রাফি আরাফাত
বিষয় টা খুব সুন্দর। কথাগুলোর গঠনশৈলি মনে ধরেছে
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া আনন্দিত হলাম ,
আপ
শামীম চৌধুরী
এই চাষার ঝরা শ্রমে ঘামে
আমাদের মুখে উঠে অন্ন স্বাদ।
চিরন্তন সত্য কথা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া – আপনার জন্য শুভ কামনা।