যদি কোনদিন!

রোকসানা খন্দকার রুকু ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৬:৪০:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

বললে তুমি এসো তবে দুজনে মিলি,

হও তুমি বিশাল সমুদ্র,

আমি হই ডুবুরি।

আপ্লুত আমি- আহ্বানে নিলাম টেনে,

সমুদ্র সঙ্গমের সমস্ত আনন্দ; তটের নুড়ি পাথর বালুতে হল তোমার স্নান বেশ!

আমার ও যে তাতেই পূর্ণতা, সুখ, পরম পাওয়া।

তোমার আরও আরও চাই;

তলদেশের অপার সৌন্দর্যও তোমার অজানা নয়।

আমিও- বেশ তবে হোক আলিঙ্গন,

কড়া আহবানে- পথ দেখিয়ে, এইতো এসো এদিকে, এদিকে।

আমার যা কিছু সব তোমার তরেই,এমনকি শেষ মুক্তোদানাও।

কুড়োতে কুড়োতে হাফিয়ে গেলে তুমি।

প্রশ্ন করলাম- আর নয়?

নাহ্! ভরে গেছি তো, আর কি বারবার?

দেখি যদি কোনদিন মন ফেরে তবেই না হয় আসব আবার।

হুম! বেশ দেখালে, ভাবলেও না তোমাকে দেবার পর হওয়া যে শূন্যতা, সে শূন্যই রয়ে যায়,

সেখানে জন্ম নেয়  শুধু না পাবার বেদনা।

আর থেকে যায় বিলিয়ে দেবার হাহাকার!

১৬১৯জন ১৫২২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ