
বললে তুমি এসো তবে দুজনে মিলি,
হও তুমি বিশাল সমুদ্র,
আমি হই ডুবুরি।
আপ্লুত আমি- আহ্বানে নিলাম টেনে,
সমুদ্র সঙ্গমের সমস্ত আনন্দ; তটের নুড়ি পাথর বালুতে হল তোমার স্নান বেশ!
আমার ও যে তাতেই পূর্ণতা, সুখ, পরম পাওয়া।
তোমার আরও আরও চাই;
তলদেশের অপার সৌন্দর্যও তোমার অজানা নয়।
আমিও- বেশ তবে হোক আলিঙ্গন,
কড়া আহবানে- পথ দেখিয়ে, এইতো এসো এদিকে, এদিকে।
আমার যা কিছু সব তোমার তরেই,এমনকি শেষ মুক্তোদানাও।
কুড়োতে কুড়োতে হাফিয়ে গেলে তুমি।
প্রশ্ন করলাম- আর নয়?
নাহ্! ভরে গেছি তো, আর কি বারবার?
দেখি যদি কোনদিন মন ফেরে তবেই না হয় আসব আবার।
হুম! বেশ দেখালে, ভাবলেও না তোমাকে দেবার পর হওয়া যে শূন্যতা, সে শূন্যই রয়ে যায়,
সেখানে জন্ম নেয় শুধু না পাবার বেদনা।
আর থেকে যায় বিলিয়ে দেবার হাহাকার!
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
চমৎকার কবিতা।
শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
সুন্দর ও প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকবেন সবসময়।🌹🌹
ছাইরাছ হেলাল
উজাড় করে দেয়া মনে হয় এমন ই হয়!!
চালু থাকুক।
রোকসানা খন্দকার রুকু
হুম চালু থাকবে। ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবেসে এভাবেই শূণ্যকে বরণ করে নিতে হয়, তাহলেই বোধহয় প্রেমিক মনে পূর্ণতা আসে । ভালোবাসা জিন্দাবাদ, রুকু আপু জিন্দাবাদ। অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। ভালোবাসা জিন্দাবাদ রুকু আপু জিন্দাবাদ।
ভালো লাগলো দিদিভাই।
শুভ কামনা রইলো।😍😍
তৌহিদ
অনেক সময়ই পূর্ণতা প্রাপ্তির পরেও মনের কোনে জমে থাকে একটুখানি অপূর্ণতা। কাঁটার মত খচ করে বিধে থাকে যা শুধু দীর্ঘশ্বাসই ছড়ায়।
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
শূন্যতার পর আসুক পূর্ণতা।
শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।🌹🌹
জিসান শা ইকরাম
কিপটা হওয়াই ভালো, মনি মুক্তো সব থেকে যাবে নিজের কাছে 🙂
ভালো লেগেছে লেখা।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। সেটাই ভালো বুদ্ধি ।
শুভ কামনা রইলো ভাইয়া॥
শুভ সকাল।🌹🌹