
ঐ আকাশ ভাবলেই চাঁদ হাসে
বৃষ্টি ভাবলে মেঘ-
মাটি ভাবলেই ঘাসফুল দেয় দুল
যত ফড়িং যায় উড়;
দৃশ্যবিরল কি সুন্দর জানালাটার
পাশে টুনটুনি গান গায়!
ভোর দুপুর রঙিন নাটাই ঘুড়ি উড়াই
তবুও ভাবলে কোথায়
যাই হারিয়ে, খুঁজি ফিরি সোনালি ক্ষণে
জিদ্দি ঘিরা সব বায়না
এখন কাচের আয়না ভেঙ্গেচুরে চুরমার
অথচ ভাবলেই বুড়ো নয়
অতঃপর মৃত্যুই এনে দিবে বিশ্ব জয়
যত ভাবলেই তত সহ।
০৯ আষাঢ় ১৪২৮, ২৩ জুন ২১
—————————
৮টি মন্তব্য
আরজু মুক্তা
কৈশরের অনেক কথাই মনে পরে। কিন্তু মৃত্যু টাই সত্যি।
আলমগীর সরকার লিটন
জি প্রিয় কবি মুক্ত আপু কাব্যপাঠে মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর কবিতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
আলমগীর সরকার লিটন
জি প্রিয় ফাল্গুনী দিদি
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
মনির হোসেন মমি
ভাবনাটা একটার সাথে আরেকটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। সুনদর অভিব্যাক্তি।
আলমগীর সরকার লিটন
জি প্রিয় মমি দা কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
হালিমা আক্তার
চমৎকার কবিতা। জীবনের সবকিছু একের সাথে অপর জড়িত। জীবন মানেই মৃত্যুতে পরিসমাপ্তি। শুভ কামনা অবিরাম।
আলমগীর সরকার লিটন
জি প্রিয় হালিমা আপু কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———