মৌলিক অধিকার ২

ইঞ্জা ৪ সেপ্টেম্বর ২০১৬, রবিবার, ০৯:৫৯:২১অপরাহ্ন সমসাময়িক ৩২ মন্তব্য

 

images (10)

 

গতকাল অন্ন নিয়ে আলাপ করেছিলাম আর আজ শুরু করি বস্ত্র আর বাকি গুলো নিয়ে।

বস্ত্রঃ
বস্ত্র বা কাপড় নিয়ে অবশ্য বেশি কিছু বলার অপেক্ষা রাখেনা কিন্তু আমাদের দেশের গরীব জনগোষ্ঠী খেতে পাড়ুক আর না পাড়ুক একটা কাপড় সেইটা ফাটা ছেঁড়া হোকনা কেন কষ্ট করে তা পড়তে বাধ্য হয়, কারণ আমরা তো আর আদিম যুগে নেই, এই সভ্য যুগে মানুষ যদি ঘাস লতা পাতা পরিধান করতো তাহলে আমরা সভ্য মানুষরা তাদের পাগল সাব্যস্ত করতাম আর এই ভয়ে হলেও গরীব জনগোষ্ঠী লজ্জা ঢাকার জন্য কাপড় পরিধান করতে বাধ্য হয় আর এই বস্ত্র বর্তমানে আমাদের দেশে প্রস্তুত হলেও তার দাম আকাশ ছোঁয়া শুধুমাত্র সরকার আর প্রস্তুতকারিদের অতি লোভের কারণে এই বস্ত্র আজ গরীবদের ক্রয় করার সাধ আর সাধ্যের বাইরে, যেমন ধরুন সরকার দেশে বিক্রির উৎপাদিত বস্ত্রের উপর ভ্যাট, টেক্স ধরে বিধায় ১০০ টাকার কাপড় ১৩৮ টাকা হয়, এরপর একি কাপড় উৎপাদনকারি পাইকারদের কাছে ২০০ টাকায় বিক্রি করে, আবার পাইকাররা খুচরা বিক্রেতাদের কাছে উচ্চ লাভ রেখে বিক্রি করে আবার সেই খুচরা বিক্রেতা আরো লাভ রেখে তা বিক্রি করে আর এইভাবেই চক্রাকারে এই কাপড়ের মূল্য বৃদ্ধি হতে হতে ৫০০ থেকে ৭০০ টাকায় দাঁড়ায় যা গরীবের কাপড়ের বিনিময়ে পেটে লাথি মারার মতোই অবস্থা আর শীতের কাপড় তো আরো মহা অর্ঘ, গরম কাপড়ের অভাবে শীতে এদের কত অমানবিক অবস্থায় থাকতে হয় তা সচক্ষে না দেখলে বুঝবেন না।

এমতাবস্থায় আমার মতামত হলো, সরকারের উচিত এই গরীব জনগোষ্ঠীকে সহজ ও সল্প মূল্যে কাপড় বা বস্ত্রের ব্যবস্থা করা, অথবা প্রতি বছর দুইবার এদের বিনা মূল্যে কাপড় বিতরণ করা, শীতের কাপড় যাহা ব্যবহৃত হয়েছে আগে (বিদেশ থেকে আমদানিকৃত) সরকার নিজেই আমদানি করে গরীবদের শীতের আগেই বিতরণ করতে পারেন, তদ্রুপভাবে পুরাতন কাপড় আমদানি করে সরকার এদের কাপড়ের ব্যবস্থা করতে পারেন।

এছাড়া আমরা যাদের এই কষ্ট গুলো নেই তারা খেয়াল করে দেখুন প্রতি বছর আমাদের ঘরে প্রতিবছর বেশ কিছু কাপড় আমরা পরিধান না করে ফেলে রাখি আবার অনেকে এইসব কাপড় দিয়ে ঘর ঝাড় দেওয়ার, ঘর ধোয়ার সহ ইত্যাদি কাজে অযথায় ব্যবহার করে থাকি কিন্তু চিন্তা করে দেখুন এগুলোর অভাবেই আমাদের দেশের অনেক মানুষ গা ঢাকার জন্য কাপড় পাচ্ছে না, সতরাং আসুন না আমরা প্রতি বছর এইসব কাপড় জমিয়ে সামাজিক ব্যবস্থার মাধ্যমে গরীব দুখিদের মাঝে বিলায়, তদ্রুপ ভাবে গরম কাপড়েরও ব্যবস্থা করি।

কি পারিনা আমরা, পারবেনা সরকার?

________ ক্রমশ
ছবিঃ Google.

৫৪৩জন ৫৪৩জন

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ