‘নিজেকে করি কখনো আমি সর্ব আবেগ-মুক্ত,
কখনো বা জীবনকে ডুবাই পূর্ণ আবেগে ব্যাকুল চিত্তে,
জীবনের বিচিত্ররূপে ভেবেই পাই না,
কোনটা ঠিক কোনটা বেঠিক।
সে সব পূর্ণ আবেগে,
তোমাকে সাজাই, তোমাকে গড়ি
তোমার ঝড়ো শব্দেই তোমাকে ভাঙ্গি,
সরল বাঁকা উভয় পথে হাঁটি।
এক আজল জলের আবেগ তোমার
বিন্দু বিন্দু খসে পড়ে,
তোমার সরল পথে ধোয়াসা সে আবেগের কবর হয়।
আমার এ বাঁকা পথে শুধু পার্থিব রাতের অন্ধকার।
,,,,মৌনতা রিতু,,,,
১৮/৫/১৭.
নীলা আপু আর শুন্যের সৌজন্যে এবং অবশ্যই ইন্জা ভাইজু। যারা আমাকে মিস করেছে। আমার পৃথিবীতে কিছু মানুষের প্রভাব অনেক বেশি। আকিদা রুনা তার একজন, সে আমার আদর্শ। শুন্যকে আমি প্রচন্ড স্নেহ করি। নীলাআপুকে খুবই শ্রদ্ধা করি।
২০টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পোষ্টটি ফেবুকেই পড়েছি।আসলে জীবন চলে তার জীবনের নিয়মে।কেউ কারো জন্য থেমে থাকে না বা থেমে থাকাটা ঠিকও না।জগতে মন্দ ভাল সব মিলয়েই আছে তাই মন্দকে যেমন ঘৃণা ভালকে তেমনি গ্রহন করি তবে কখনোই লাইন বিচ্যুত হয়ে নয় তাহলে দ্বন্দ ছন্দের মজা কি তা অনুভব বা অন্যকে চেনা জানা যায় না।ভাল লাগল ফিরে এলেন আপণ ঠিকানায়। -{@
মৌনতা রিতু
আমি চেষ্টা করি সবাইকে তার মনোভাবটা কি তা বোঝানোর। সত্যি কথা বলি এবং তা আমি হয়ত একটু রুক্ষ করেই বলি। ভিতরে রেখে কিছু বলতে শিখিনি।
আমি মন্দকে একেবারেই ছুড়ে ফেলতে চাই। তাই লাইন ছাড়াও হই।
অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
ইঞ্জা
আপু দারুণ ভাবে জীবনকে বিশ্লেষণ করলেন, খুব ভালো লাগলো, আরো ভালো লাগলো আপনাকে আবার ফিরে পেয়ে, আমার নাচতে ইচ্ছে করছে। \|/
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ ভাইজু। ভাল থাকবেন সব সময়। শুভকামনা রইলো।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা আপু। -{@
আবু খায়ের আনিছ
স্বাভাবিক প্রক্রিয়া জীবনের। যখন মানুষ মনো কষ্টে থাকে তখন সব কিছুতেই সে আবেগপ্রবণ হয়ে পড়ে আবার যখন যুক্তি দিয়ে বিচার শুরু করে তখন বাপের ভালোবাসাটাও স্বার্থ মনে হয়। 😀
মৌনতা রিতু
তা ঠিক ভাই। এই তো জীবন। ভাল থাকবেন।
নীলাঞ্জনা নীলা
আপু স্বাগতম জানাবো না। কারণ দেখো, তোমার কোথাও যাওয়া হয়নি কিন্তু! এখানেই ছিলে। কৃষ্ণপক্ষের সময় চাঁদকে আমরা আকাশে দেখতে পাইনা, কিন্তু তার অস্তিত্ব ঠিকই থাকে। বুঝলে গো শান্তসুন্দরী?
এবারে আসি তোমার কবিতায়। অভিমান দু’ প্রকার। একটা হলো আহ্লাদী অভিমান, অন্যটি অহঙ্কারী অভিমান। অহঙ্কারী অভিমান মারাত্মক ক্ষতিকর। তোমার কবিতায় আহ্লাদী অভিমানের স্পর্শ। খুব ভালো লিখেছো।
ভালো থেকো অনেক বেশি। -{@
মৌনতা রিতু
ধন্যবাদ আপু। ভাল থেকো সব সময়। নিজের যত্ন নিও।
সৈয়দ আলী উল আমিন
জীবনে্র অভিমান নিয়ে দারুন লিখেছেন।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
নাজমুস সাকিব রহমান
-{@
জিসান শা ইকরাম
রাতের অন্ধকার কেটে গিয়ে হেসে উঠুক সোনালী রোদ্দুর।
শুভ কামনা।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া।
মোঃ মজিবর রহমান
ভাংগা গড়ায় , মানান বেমান নিয়েই চলা। আপনার নিজস্ব স্বকীয়তা আরো বাড়ুক।
পড়ে জীবন উপলদ্বী ভাল লাগলো।
মৌনতা রিতু
ধন্যবাদ মজিবর ভাই।
শুন্য শুন্যালয়
তোমাকে মিস করেছি কে বললো? কোথাও গিয়েছিলে বুঝি? কই জানতেই তো পারিনি 🙂
আমারে কেউ মিস করেনা ;( না আসলেও কেউ আর জিগায় না, কী কফাল 🙁
উভয় পথেই হাঁটা ভালো, অভিজ্ঞতা চাই তবে তা যেন পরের পথে কাজে লাগাতে পারি। নইলে এতো অভিজ্ঞতা দিয়ে কী হবে বলো?
আবেগ উবেগ সব ফালায় দিছি, ঝাড়া হাত- পা। লাইফ ইজ বিউটিফুল। 🙂
থ্যাংক্স ভাবীজান -{@
মৌনতা রিতু
হরে, লাইফে মাঝে মাঝে বজ্রপাত বাদে সবই বিউটিফুল। বজ্রপাতেই এক ঝলকে সব ফকফকা লাগে। গায়ে পড়লেই সোজা উপরে।
ভালবাসা নিও। অনেক ভাল থেকো।
মিষ্টি জিন
এই তুই গেসিলি কোথায় যে ফিরে আসার কথা বলছে সবাই? আমিতো কিছুই জানিনা ^:^
অন্ধকারের পরই নতুন সূর্য উঠে।চলছিলো চলছিই। আবেগ খায় না মাথায় দেয় ? বুঝিনা।
ভাল লিখেছিল সোনা।
মৌনতা রিতু
তুমি ভাল আছো আপু? আবেগ সব থেকে একটা বাজে জিনিস। ফালতু। কান্দায় খালি।
তবুও পারি না তাকে ঝেড়ে ফেলতে। দোয়া করো তো একটু আমার জন্য। মনটা যেন একটু শান্ত হয়। তোমার ছিঁচকাদুনী আসলেই ছিঁচকাদুনী হইছে।