মৌনতা

সুরাইয়া পারভীন ২ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০১:৩২:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

তুমি কি ভাবো আমারে?
রাখো কি সংগোপনে স্বযত্নে?
ভালোবাসো কি হৃদয় দিয়ে?
ছুঁয়ে থাকো কি সবার অলক্ষ্যে?
এমনি কতশত প্রশ্ন মনে-
সজোরে ঝংকার তোলে,
আঁকিবুঁকি খেলে হৃদয় ক্যানভাসে,
তোমারই নির্বাক নিঃস্তব্ধতার কাছে-
চাপা পড়ে যায় আমার কৌতূহল যতো,
পাওয়া হয়ে ওঠে না আর কোনো উত্তর,
অবশেষে মেনে নিতে হয় তোমার মৌনতা।
জানি না সত্যি কিনা মৌনতা সম্মতির লক্ষণ?

 

১০৪৮জন ৮৮৩জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ