
মৃত্যু অনিবার্য
ভুলে যাই তাকে
সে থাকে আশপাশে
দেখার দৃষ্টি নাই সাথে।
জীবন ক্ষণস্থায়ী
তাকে সাজাতে
ব্যস্ত সময় পার করি।
ক্ষণিক মোহে ভুলে আছি
জীবন সে তো ছোট্ট এক তরী,
দুনিয়া অস্থায়ী আবাস
তবু প্রাসাদ গড়ার নিরলস প্রয়াস।
মিথ্যার ফানুসে রেখে হাত
চলেছি অবিরাম
চলন্ত গাড়ি হঠাৎ যাবে থেমে
ব্রেক কষার সময় নাহি দিবে।
১২টি মন্তব্য
বন্যা লিপি
দমে দমে লওরে মন মাবুদ আল্লাহর নাম” এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে জীবন খানা, চক্ষু বুজিলে, হায়রে দম ফুরাইলে, হায়রে চক্ষু বুজিলে…..
তবুও মোহইতো!!!
হালিমা আক্তার
দম ফুরাইলে শেষ। শেষ দমের আগে ও মোহ কাটে না। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
মোহ থেকে মুক্তি নেই যদিও ( জানি) মৃত্যু অবধারিত!
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
মোহ থেকে মুক্তি পেলে হয়তো জীবন অন্য রকম হতো, হয়তো বা হতো না। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
মৃত্যু অবধারিত জেনেও কতো কি যে করছি আপু!
মোহের করাল গ্রাস
জীবনই করলো নাশ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি আপু ভাল থাকবেন———
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
খাদিজাতুল কুবরা
আজকাল এসব খুব ভাবিয়ে তোলে। সত্যি জীবনের বিশেষ অর্থ বা পরিণতি নেই একমাত্র মৃত্যু ছাড়া।
শুভেচ্ছা সবসময়।
হালিমা আক্তার
মাঝে মাঝে ভাবনার অতলে হারিয়ে যাই। আবার সেখানেই শেষ। কী নিয়ে যাবো। সম্বল কিছু নেই। আবার ভুলে যাই। এভাবেই একদিন সব শেষ হয়ে যাবে। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
ধুর আপনি শুধু শুধুই ভয় দেখাচ্ছেন!
তা নয়/দশ দিন পর লিখলে হবে না।
হালিমা আক্তার
অনেক টা সময়ের অভাবে কলম ধরা হয় না। ইন শাহ আল্লাহ চেষ্টা করবো কম গ্যাপে লিখতে। অশেষ ধন্যবাদ ও শুভকামনা।