কবিতার বর্ণমালা জ্বলীয় বাষ্প হয়
ভেসে বেড়ায় বাতাসে, গঠন করে শব্দমালা
শব্দমালা সাদা মেঘে ছুটোছুটি করে দূর আকাশে
দূরন্ত বালক যেখানে ঘুড়ি উড়িয়ে বেড়ায় বাতাসের গাঁয়ে
কবিতার শব্দমালা নাচন তোলে দূরন্ত বালকের ঘুড়ির লাটাইয়ে
কবিতার শব্দমালা খেলা করে কদম, বকুল আর হিজলের ফুলে ফুলে
কিশোরীর বেনীর ছোঁয়ায় কখন যে বাক্য হয়ে যায়, বাক্যগুলো ভর করে মেঘে
বাতাস উড়িয়ে নেয় ক্লান্ত মেঘের বহরকে যেখানে কবিতার বাক্য মেঘের সনে কথা কয়
মেঘ, বাতাস আর বাক্যমালা মিলেমিশে রচনা করে চলে- পৃথিবীতে পূর্ণ কবিতার ফিরে আসা
মেঘেরা পূর্ণতা পায় পূর্ণ কবিতায়, যেখান হতে জলধারা গড়িয়ে পরে বকুল, কদম, হিজলের ডালে
যুবক ! কার তরে এই অপেক্ষা! মেঘ বালিকার ! যে সুন্দরতম শব্দে গঠণ করে বাক্য! বাক্য দিয়ে কবিতা!
তুমি কার তরে বাঁশি বাজাও ! একটি কবিতার! যার চোখের অশ্রুধারা রিনিরিনি শব্দে গড়িয়ে পড়ে তোমারই মনে!
২৫ জুন,২০১৪
৩৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পড়ব ! নাকি দেখব ! না গুনব !
আপনি করেছেন কী !
পারেন ও ।
এখন কদম ফুল কদমার মত মনে হয় ।
সময়ে এই সব কবিতারা কই কই ছিল কে জানে ।
লিখতে থাকুন মন দিয়ে ।
স্বপ্ন নীলা
যা মনে হয় তাই লিখে যাই— কি লিখেছি ! কবিতা হয়েছে কিনা জানি না — হাবিজাবি লেখার নিরন্তর চেষ্টা —-
এত সুন্দর করে উৎসাহ দিয়েছেন যে হাবিজাবি না লিখে কোথায় যাই ———
নিরন্তর শুভকামনা
ছাইরাছ হেলাল
হাবিজাবিতে আমাদের সমস্যা নেই ,
আপনারও এখন থেকে সমস্যা হওয়ার কিছু নেই ।
চলবে ।
স্বপ্ন নীলা
হুমমম — লিখবো — চেষ্টা করে যাব —-
নিরন্তর শুভকামনা রইল হেলাল ভাই —–
প্রত্যাবর্তন
চমৎকার সুন্দরের বিস্তার ।
স্বপ্ন নীলা
উৎসাহিত হলাম —-
শুভকামনা রইল সব সময়ের জন্য
লীলাবতী
একেই বলে কবিতা। এত সুন্দর উপস্থাপনা, কার প্রেমে পরবো বুঝতে পারছিনা। কবিতার নাকি আপনার?
এত ভালো কবিতা হতে বঞ্চিত কেন করেন আমাদের আপু?? কতদিন পরে লিখলেন!
শিখছি আপনার লেখা পড়ে।
স্বপ্ন নীলা
লীলাবতী !! আপুনি তোমার লেখা আরও সুন্দর — আমিতো একটুখানি হাবিজাবি লিখতে চেষ্টা করি মাত্র —-অফিসের কাজের ভিড়ে মনটাও বাধা পড়ে যায় —। লেখা লিখার ভাবার সময় পাইনা — যেন অফিস আমার লেখার সময়টুকু কেড়ে নেয় ——–
খুব ভাল থেক আপুনি !! অনেক অনেক ভাল —- অনেক অনেক শুভকামনা
জিসান শা ইকরাম
কবিতার এমন বিন্যাস এই প্রথম দেখলাম ।
শব্দ চয়ন , কথা – সব মিলিয়ে একটি স্নিগ্ধ অনুভুতি জাগলো মনে ।
অনেক ভালো লাগা জানালাম ।
স্বপ্ন নীলা
অাপনার এত সুন্দর উৎসাহে উৎসাহিত হলাম জিসান ভাই —। এমন উৎসাহ পেলে লেখার আগ্রহটাই বেড়ে যায় —। একেই বলে আসল লিডার— যার ইতিবাচক অনুপ্রেরণায় অনুসারীগণ উৎসাহিত হয়ে আরো কাজ করার জন্য অনুপ্রাণিত হয় ——-
অনেক অনেক শুভকামনা রইল ———–
শুন্য শুন্যালয়
এত্তো সুন্দর কবিতা !!! কবিতা থেকে জলধারা গড়িয়ে পড়ে বকুল, কদম, হিজলের ডালে … আহ শান্তি।
অসাধারন কবিতা আপু, আমি মুগ্ধ ।
স্বপ্ন নীলা
পোস্টটিকে সুন্দর বলাতে আমি এত্ত এত্ত খুশি হয়েছি ——
খুশিগুলোকে মনের কোনে রেখে দিলাম— যাতে ভবিষ্যতে আরো কিছু লিখতে পারিি
আন্তরিক ধন্যবাদ —–শুভকামনা সব সময়ের জন্য
মশাই
ওরে বাপরে!!! রাখেন রাখেন আমার মত গুরুভক্ত এই শিষ্যের জন্য কোন স্থান খালি আছে কি? একটু স্থান দিন বসে পরি আসন পেতে। খালি না থাকলেও সমস্যা নেই অপেক্ষায় কবিতা লেখা এবার শিখতেই হবে। অসাধারণ লিখেছেন কিন্তু। অসাধারণ বললেও কম হবে।
স্বপ্ন নীলা
মশাই !! এত খুশি রাখি কোথায় বলেন তো। এই অধম আপুটিকে এত্ত এত্ত উৎসাহ দিয়েছেন যে খুশি রাখার জায়গায়ই পাচ্ছি না ——- আসলেই একেই বলে সোনেলা পরিবার !!! এই পরিবারের সবাই খুবই ভাল লিখে —– একে অপরকে উৎসাহ দেয় —– ভুল হতে শোধরানোর উপায় খুবই ইতিবাচকভাবে বলে দেয় ——-
আন্তরিক ধন্যবাদ
শুভকামনা সব সময়ের জন্য
মা মাটি দেশ
বাহ!চমৎকার সাজানো বাক্যগুলো।কথায়ও বেশ রেস আছে। -{@ (y)
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ পোস্টটিকে পছন্দ করার জন্য
ভাল থাকবেন নিরন্তর
বনলতা সেন
আপনি লিখতে শুরু করেছেন দেখে ভালই লাগল ।
এমন সুন্দর করে লিখলেন কী করে ?
মেঘ বালিকার দেখছি দারুণ অবস্থা ।
স্বপ্ন নীলা
একটু আধটু লেখার চেষ্টা করি —হুমমম সময় পেলেই হলো——-কবিতাটি পছন্দ হয়েছে জেনে আমার ভীষণ ভীষণ ভাল লাগলো——
হুমমম— মেঘ বালিকার দারুন অবস্থা —-
অনেক অনেক শুভকামনা রইল
নীলাঞ্জনা নীলা
কবিতাকে বুঝিয়ে দিলেন খুব সুন্দর কোমল ভাবে । আপনি বেশ ভালো লিখেন স্বপ্ন নীলা ।
স্বপ্ন নীলা
আপুনি লিখতে চেষ্টা করি — জানিনা কেমন হয় —–
আপনাদের উৎসাহ চলার পথের পাথেয় —
অনেক অনেক শুভকামনা —-
নীলাঞ্জনা নীলা
খুব ভালো লেখা হয় নীলা।
আমিও কিন্তু একটা নীলা :p
স্বপ্ন নীলা
তাহলেতো সই / বন্ধু হয়ে গেলাম ——- ভাল থেক বন্ধু আমার
শুভকামনা নীলাঞ্জনা নীলা !! নীলা
অজানা এক পথে চলা
খুব সহজ করে লিখেছেন আপু । ভালো লেগেছে কবিতা -{@
স্বপ্ন নীলা
গোলাপ গ্রহণ করলাম——- কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো ——-
শুভকামনা রইল
ওয়ালিনা চৌধুরী অভি
স্বপ্ন নীলা , আপনার কবিতার মায়ায় পরে গেলাম তো (y) (y) (y)
স্বপ্ন নীলা
কবিতাও তাহলে পারে মায়ার বন্ধনে আবদ্ধ করতে !!
কবিতাটিকে পছন্দ করার জন্য অনেক অনেক ধন্যবাদ
রাশি রাশি আন্তরিক শুভকামনা
পুষ্পবতী
খুব ভালো লাগলো কবিতাটি। -{@
স্বপ্ন নীলা
গোলাপটি গ্রহণ করেছি !!
আপনার জন্য রাশি রাশি শুভকামনা পাঠিয়ে দিলাম
ভাল থাকবেন সব সময়
আদিব আদ্নান
মাফ চাই , আমি কিছু লেখার সাহস পাচ্ছি না ।
কী করে যে লেখেন এমন লেখা ।
স্বপ্ন নীলা
ওরে আদনান ভাই — এত সুন্দর করে বলেছো যে ভীষণ উৎসাহিত হলাম —— ভাল থেক সব সময়
বনলতা সেন
আবারও চোখ দিয়ে গেলাম ।
স্বপ্ন নীলা
অনেক অনেক ধন্যবাদ আপুনি —– ভাল থেক সব সময়
মিসু
কবিতার সাজ সজ্জা অদ্ভুত সুন্দর হয়েছে । কবিতায় অনেক ভালোলাগা জানালাম ।
স্বপ্ন নীলা
কবিতাটি ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইল সব সময়ের জন্য
বনলতা সেন
লিখছেন না কেন ?
স্বপ্ন নীলা
লিখা দিয়েছি একটা আপুনি !! শুভকামনা রইল