মৃন্ময়ী মন

সিকদার সাদ রহমান ২ মার্চ ২০১৯, শনিবার, ১১:২২:৫১অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

………..#মৃন্ময়ী_মন………….

প্রনয়ের প্রথম দিনে হয়নি মিলন
অদেখায় ভালবাসা জমা আজীবন
নীলিমায় বিলীন হয় জমে থাকা মন
সময়ের সাথে পার অজস্র শ্রাবন।

মৃন্ময়ী মনে লাগা প্রেমের আতর
নিমগ্ন ধ্যান বানে ক্লান্ত প্রহর
সমুদ্রের তীর পাই তলা না গো মেলে
তব্দা মনের দূয়ার কভূ নাহি খোলে।

জমে থাকা ভালবাসা, জমে যাওয়া ক্ষোভ
বিনিময় হবে আশা, বেড়ে চলে লোভ।

তীব্র বেদনায় কভূ কাঁদেনি যে মন
বিরহ যাতনে ভাবি আসিবে প্লাবন।
মুছে যাবে কষ্ট, মুছে যাবে ক্লেশ
পূর্নীমা তিথি হবে যাতনার শেষ।

#সিকদার_সাদ_রহমান
১০-০২-২০১৯

৬৭৬জন ৬১৬জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ