………..#মৃন্ময়ী_মন………….
প্রনয়ের প্রথম দিনে হয়নি মিলন
অদেখায় ভালবাসা জমা আজীবন
নীলিমায় বিলীন হয় জমে থাকা মন
সময়ের সাথে পার অজস্র শ্রাবন।
মৃন্ময়ী মনে লাগা প্রেমের আতর
নিমগ্ন ধ্যান বানে ক্লান্ত প্রহর
সমুদ্রের তীর পাই তলা না গো মেলে
তব্দা মনের দূয়ার কভূ নাহি খোলে।
জমে থাকা ভালবাসা, জমে যাওয়া ক্ষোভ
বিনিময় হবে আশা, বেড়ে চলে লোভ।
তীব্র বেদনায় কভূ কাঁদেনি যে মন
বিরহ যাতনে ভাবি আসিবে প্লাবন।
মুছে যাবে কষ্ট, মুছে যাবে ক্লেশ
পূর্নীমা তিথি হবে যাতনার শেষ।
#সিকদার_সাদ_রহমান
১০-০২-২০১৯
৫টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তীব্র বেদনায় কভূ কাঁদেনি যে মন
বিরহ যাতনে ভাবি আসিবে প্লাবন।
মুছে যাবে কষ্ট, মুছে যাবে ক্লেশ
পূর্নীমা তিথি হবে যাতনার শেষ।
চমৎকার কথা।বেশ ভাল লাগল।
সিকদার সাদ রহমান
[ছবি মুছে ফেলা হয়েছে]
অনেক অনেক ধন্যবাদ[ছবি মুছে ফেলা হয়েছে]
বন্যা লিপি
অনেক ভালো লিখেছো, শুভ কামনা [ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে]
মোঃ মজিবর রহমান
অসম্ভব ভালো লাগলো সাদ ভাই। মন্টা ভরে গেল।
[ছবি মুছে ফেলা হয়েছে]
তৌহিদ
কি দারুন লিখেছেন ভাই!! বার বার পড়তে চাই এমন লেখা।