মৃত্যু আসে

খেয়ালী মেয়ে ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০৯:৩০:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

আমাদের মৃত্যু আসে-মাঠে ঘাটে পাট ক্ষেতে আলে,,,
আমাদের মৃত্যু আসে-ঢাকা কুমিল্লা সিলেট বরিশালে,,,
আমাদের মৃত্যু আসে –ঝোপে ঝাড়ে নদী নালা খালে,,,
আমাদের মৃত্যু আসে-ফিলিস্তিনের গাজাতে বারুদের স্তুপে,,,
আমাদের মৃত্যু আসে-সুডৌল ট্রাফিক আইল্যান্ডে ধুধু চরে,,,
আমাদের মৃত্যু আসে-দাউ দাউ জ্বলন্ত অগ্নির নিষ্ঠুর ছোবলে,,,
আমাদের মৃত্যু আসে-জাহাজ বোঝাই করে, কখনো বা প্লেনে চেপে,,,
আমাদের মৃত্যু আসে-শত গ্লানি লজ্জায়, অপবাদ, অপমানে নিজ হাতে,,,

আমাদের মৃত্যু আসে-সুপরিকল্পিত নকশারুপে,,,
আমাদের মৃত্যু বিউগলে বিউগলে যায় ডেকে……

(খেয়ালী মেয়ের মৃত্যুজল্পনা)

৭০৬জন ৭০৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ