
মর্ত্যে চলছে যমের হোলি খেলা,
ছুঁয়ে দিলেই প্রাণ-পাখি আলিঙ্গনে জড়ায় মৃত্যুকে।
স্বর্গ-নরক পরিপূর্ণ আত্মার কোলাহলে; পরকাল আজ অতি সন্নিকটে।
সব দুয়ার বন্ধ করে যতই করো উৎসবের আয়োজন- হেম-পেয়ালা হাতে মুচকি হাসছে যমদূতের অধর জোড়া।
চিতায় জ্বলছে সনাতনীয় শরীর; কবরে পুরছে খ্রিষ্টান, মুসলিমের দেহ;
সমাহিত শরীর আর জেগে ওঠে না বহ্নিশিখায়, বৃষ্টির শীতল-ফোঁটায়।
অম্লজান খুঁজেছে পাত্রের আধারে- কভু খোঁজেনি হরিৎ আধারে।
মর্ত্যে নেমেছে মৃত্যুর মিছিল- প্রতিশোধ নিতে অত্যাচার আর লোভ-লালসার।
২৭টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
মর্ত্যে নেমেছে মৃত্যুর মিছিল- প্রতিশোধ নিতে অত্যাচার আর লোভ-লালসার।
এ মৃত্যুমিছিল কবে থামবে তার নিশ্চয়তা নেই।
কেবল বেড়েই চলছে।
এ কি মানুষের লোভ লালসার পরিণতি!
ঈশ্বর আর প্রকৃতি সহায় হোক।
.
যথার্থ কথন, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অভিনন্দন আপনাকে। সুন্দর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ
পপি তালুকদার
এযেন এক মৃত্যুপুরী! পৃথিবীটা সত্য ই বিষাদে বিষাদে ছেয়ে গেছে।এ থেকে মুক্তি চাই।বাঁচতে চাই প্রান ভরে নিঃশ্বাস নিতে চাই।
কবে সব ঠিক হয়ে যাবে মহান সৃষ্টিকর্তাই জানেন!!!
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই কি এক বিষাদে ছেয়ে আছে ধরনী। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন
হালিমা আক্তার
বিষাদে ছেয়ে আছে পৃথিবী। মিছিল যেন থামছেই না। জানিনা বসুন্ধরা আবার কবে , আপন রূপে ফিরে আসবে। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
খুব সহজে যে পরিত্রাণ পাওয়া যাবে সেটা মনে হয় দুরাশা। ঈশ্বর সহায় হোন। ভালো থাকবেন সুস্থ থাকবেন
নবকুমার দাস
পৃথিবী কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে সেই অপেক্ষায় আছি। আশাকরি সম্মিলিত মানবিক প্রচেষ্টায় আমরা সফল হবই।
“আমার করব জয় নিশ্চয় ,একদিন।…”
সুপর্ণা ফাল্গুনী
জয় নিশ্চিত হবেই তবে তার আগে অনেক খেসারত দিতে হবে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আরজু মুক্তা
না, এই মৃত্যু ভালো লাগেনা। সবখানেই একি অবস্থা।
আল্লাহ নিশ্চয় রহমত বর্ষণ করবেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
আলমগীর সরকার লিটন
এভাবে মৃুত্যু আমাদের কাম্য নয় তবুও রক্ষকরুণ মহান ঈশ্বর আমিন
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মোঃ মজিবর রহমান
ধর্মগুণে মানুষ হত্যা অধার্মিকেই থাকে
এই পাপেই পুরছে মানুষ করোনার ছোবলে।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক পাপে পূর্ণ আজ এই ধরনী। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
রোকসানা খন্দকার রুকু
পৃথিবী কবে আবার স্বাভাবিক হবে শুধু তিনিই জানেন।
ধন্যবাদ ও শুভকামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
স্বাভাবিক হবার অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন
নার্গিস রশিদ
এরকমই ভাবা যায়। আমিও ঠিক তাই মনে করি। প্রতিদিন পেপার খুললে শুধু খুন, হত্যা আর করোনায় মৃত্যুর খবর। কেমন যেন হয়ে গেল পৃথিবী টা । ভাল লিখেছেন ।
নার্গিস রশিদ
স্বাভাবিক দিনের আশাতে অপেক্ষা। ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আপনার মন্তব্য আমাকে আরো অনুপ্রেরণা দিলো। এই ভালোবাসার কোনো মূল্য হয়না। ভালো থাকুন সুস্থ থাকুন। প্রার্থনায় রাখবেন।
জিসান শা ইকরাম
এমন মৃত্যুর মিছিল সহ্য করা যায় না আর,
কবে এর শেষ হবে জানে না কেউ।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। সহ্য করা কঠিন তবুও সহ্য করে নিচ্ছি । ভালো থাকবেন সুস্থ থাকবেন
তৌহিদুল ইসলাম
দেশে ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে। মৃত্যুর মিছিলে আর কেউ সামিল হোক তা চাইনা। চমৎকার অনুভাবী লেখা পড়লাম।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঈশ্বর সহায় হোন সবার। ভালো থাকবেন সাবধানে থাকবেন । শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
আপনি ঠিক ই বলেছে,
প্রকৃতি আজ মেতেছে প্রতিশোধের খেলায়।
আপন পর বলে এবারে কিচ্ছু নেই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। অফুরন্ত শুভকামনা রইলো
নার্গিস রশিদ
বর্তমানের করুন এবং দুর্বিষহ অবস্থার সুন্দর প্রকাশ । জানিনা এর শেষ কবে। আমরা প্রকৃতির হাতে খেলার বস্তু। ঠিক বলেছেন।