মুসা ইবরাহিম এই কি শুরু করলো??

শাহ আজিজ ২৬ মে ২০১৪, সোমবার, ০৮:০২:১১অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

মুসা ইবরাহিম এই কি শুরু করলো ??  এ যে দেখি সব কিছুই দু নাম্বার !! এভারেস্ট এর পর বাংলা চ্যানেল পাড়ি দেয়া ও দুইনাম্বার !!  শাহপুরি দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল পাড়ি দিতে গিয়ে,  মাঝ সাগরের গিয়ে ট্রলারে করে পার হলেন  কিছু সময় !!  মুসা ইবরাহিম কি দরকার ছিল আমাদের আবেগ কে নিয়ে খেলার ? কারোওয়ান বাজার আর তুমি দেহি পুরাই এক হয়ে গেলে — অনুভূতি আর কত নিচে নামলে আমাদের লজ্জা হবে। 😛 😛 :p

৫০১জন ৫০১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ