
মুনতাহ মোদের মণি,
বাচ্ছা তো নয় দেখতে যেন
আস্ত সোনার খনি!
গর্বে কি নই ধনী!
মুখ যদি হয় সদ্য গড়া
ছোট্ট পুতুল ননী!!
বাক চিতে সে বড্ড পটু
বয়স যে তার তিন,
গান গেয়ে সে নাচতে পারে
ধিন তা না না ধিন।
হাত দুলে তার নাগীন তালে
বাজছে যেন বীন।
বলতে পারে পদ্য ছড়া
বেশ গলে তার সুর,
যায় থাকা কি দূর!
শুনতে যদি হৃদ হয়ে যায়
স্বর্গ সুখে চুর!
পাখ বুঝি তাই বৃক্ষ শাখে
রোজ করে ঘুর ঘুর!
যত্ন আদর স্নিগ্ধ অতি
ক্যামনে তা যায় ভোলা!
দেয় সদা যে দোলা!
ভাবতে তো তাই মন সাজে এক
রত্ন ধনের গোলা!!
(কবিতাটি আমার অতি আদরের ছোট্ট ভাতিজিকে
নিয়ে লেখা। ওর জন্য সবাই দোয়া করবেন।)
১৩টি মন্তব্য
নাজমুল আহসান
দোয়া করি ভাতিজি ভালো মানুষ হোক।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ কৃতজ্ঞ থাকলাম নাজমুল ভাই।
আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল মামনির জন্য🥰🥰🥰
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার ভাতিজির জন্য অসীম ভালোবাসা ও স্নেহ রইলো। ভালো মানুষ হোক। ঈশ্বর মঙ্গল করুন। আপনি ও ভালো থাকবেন সবসময়
বোরহানুল ইসলাম লিটন
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
ছোট মিনি, ভালো থাকুক
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন।
তৌহিদ
শিশুরা নিষ্পাপ। তাদের নিয়ে লেখা পড়লেও মনে প্রশান্তি আসে। তার জন্য শুভকামনা অবশ্যই।
আপনিও ভালো থাকুন ভাই।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
শুভ কামনা অবিরাম।
মোঃ মজিবর রহমান
মুনতাহ অতি সুন্দর নাম। আল্লাহপাক মামনিকে সুস্থ ও সর্বদা হাসিতে রাখুক কামনা করি কায়মনে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ মুগ্ধ হলাম ভাই।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
ইনশাল্লাহ আল্লাহ সবার মঙ্গল করবে। সবাই ভালো থাকি।