মুনতাহ মণি

বোরহানুল ইসলাম লিটন ১৩ জানুয়ারি ২০২১, বুধবার, ০৯:০৭:১৮অপরাহ্ন ছড়া ১৩ মন্তব্য

মুনতাহ মোদের মণি,
বাচ্ছা তো নয় দেখতে যেন
আস্ত সোনার খনি!
গর্বে কি নই ধনী!
মুখ যদি হয় সদ্য গড়া
ছোট্ট পুতুল ননী!!

বাক চিতে সে বড্ড পটু
বয়স যে তার তিন,
গান গেয়ে সে নাচতে পারে
ধিন তা না না ধিন।
হাত দুলে তার নাগীন তালে
বাজছে যেন বীন।

বলতে পারে পদ্য ছড়া
বেশ গলে তার সুর,
যায় থাকা কি দূর!
শুনতে যদি হৃদ হয়ে যায়
স্বর্গ সুখে চুর!
পাখ বুঝি তাই বৃক্ষ শাখে
রোজ করে ঘুর ঘুর!

যত্ন আদর স্নিগ্ধ অতি
ক্যামনে তা যায় ভোলা!
দেয় সদা যে দোলা!
ভাবতে তো তাই মন সাজে এক
রত্ন ধনের গোলা!!

(কবিতাটি আমার অতি আদরের ছোট্ট ভাতিজিকে
নিয়ে লেখা। ওর জন্য সবাই দোয়া করবেন।)

৯৭৪জন ৭৭৭জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ