সাবিনা ইয়াসমিন জুন ৮, ২০২০ at ১২:৫৮ অপরাহ্ন ঈশ্বর যেভাবে চান তেমন মানুষ হয়ে থাকা সোজা কথা নয়। একদম ঠিক। শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী জুন ৮, ২০২০ at ১:৪৮ অপরাহ্ন বাহ্ দারুন। মুখোশ নিয়েই কাটাতে হবে, সবকিছু নিরবে ,বোবা সেজে দেখে যেতে হবে। মানুষ সেজে থাকা সহজ বিষয় নয়। ভালো থাকুন সুস্থ থাকুন
বন্যা লিপি জুন ৮, ২০২০ at ৪:১০ অপরাহ্ন ঈশ্বর জানে মানুষ সহজেই সহজাত মুখোশ এঁটে ভুলে থাকে কৃতকর্ম। “ঈশ্বর আমি তাঁকে দেখি– যেমন খুশি তেমন সাজে– ইচ্ছে বোবা হয়; তোমার সৃষ্টি মানুষ সাজা সহজ বিষয় নয়।”
হালিম নজরুল জুন ৮, ২০২০ at ৭:১৮ অপরাহ্ন চলে গেছে চলে যাক- বিকল্প কার ঘ্রাণে তোমার মানুষ এমনেই ভোগ বিলাসী টানে। ———-বাহ
শান্ত চৌধুরী জুন ৮, ২০২০ at ৯:০৪ অপরাহ্ন তোমার সৃষ্টি মাংসপেশী মানুষ বুঝে নাই চলে গেছে চলে যাক- বিকল্প কার ঘ্রাণে তোমার মানুষ এমনেই ভোগ বিলাসী টানে। চমৎকার কাব্য
নাজমুল হুদা জুন ৯, ২০২০ at ৭:২০ পূর্বাহ্ন অনেক ধন্যবাদ। এই প্রথম আমার লেখায় মন্তব্যের জন্য স্বাগতম আপনাকে। 😍
জিসান শা ইকরাম জুন ৮, ২০২০ at ১০:৪১ অপরাহ্ন বোবা হয়ে না থেকে উপায় কি? মুখোশ নিয়েই তো চলি আমরা। কবিতা ভালো লেগেছে। শুভ কামনা।
১৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সত্যি-ই,
বোবা হয়ে বোবা সেজে শুধুই দেখে যাওয়া।
নাজমুল হুদা
হ্যাঁ, ভাইয়া।
ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
ঈশ্বর যেভাবে চান তেমন মানুষ হয়ে থাকা সোজা কথা নয়। একদম ঠিক।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
হ্যাঁ, ইচ্ছে বোবা হয়ে পবিত্র সাজা পাপ।
ভালো থাকবেন আপু 😍
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন। মুখোশ নিয়েই কাটাতে হবে, সবকিছু নিরবে ,বোবা সেজে দেখে যেতে হবে। মানুষ সেজে থাকা সহজ বিষয় নয়। ভালো থাকুন সুস্থ থাকুন
নাজমুল হুদা
আপু ধন্যবাদ। ভালো থাকবেন।
ফয়জুল মহী
অসাধারণ লেখনী 👌👌
নাজমুল হুদা
ভাইয়া ধন্যবাদ 😍
বন্যা লিপি
ঈশ্বর জানে মানুষ সহজেই সহজাত মুখোশ এঁটে ভুলে থাকে কৃতকর্ম।
“ঈশ্বর আমি তাঁকে দেখি–
যেমন খুশি তেমন সাজে– ইচ্ছে বোবা হয়;
তোমার সৃষ্টি মানুষ সাজা সহজ বিষয় নয়।”
নাজমুল হুদা
হ্যাঁ, আপু ইচ্ছে বোবা হয়ে পবিত্র সাজা পাপ ।
হালিম নজরুল
চলে গেছে চলে যাক- বিকল্প কার ঘ্রাণে
তোমার মানুষ এমনেই ভোগ বিলাসী টানে।
———-বাহ
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
শান্ত চৌধুরী
তোমার সৃষ্টি মাংসপেশী মানুষ বুঝে নাই
চলে গেছে চলে যাক- বিকল্প কার ঘ্রাণে
তোমার মানুষ এমনেই ভোগ বিলাসী টানে।
চমৎকার কাব্য
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ। এই প্রথম আমার লেখায় মন্তব্যের জন্য স্বাগতম আপনাকে। 😍
জিসান শা ইকরাম
বোবা হয়ে না থেকে উপায় কি?
মুখোশ নিয়েই তো চলি আমরা।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
নাজমুল হুদা
ইচ্ছে বোবা হয়ে পবিত্র সাজা পাপ।
ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
কি দরকার ঝামেলার। মুখোশই ভালো