দিনের খাবার শেষে আমি যখন আয়েশ করে এক কাপ কফি হাতে বেল্কোনিতে বসি, নিচে লনের একটি দৃশ্যে দৃষ্টি থেমে থাকে। পাশের বাসার চায়নিজ মেয়েটি তাদের পোষা বিড়ালটিকে আদর করছে। কর্ম ব্যস্ততার মাঝে আসা যাওয়ার পথে ওই পরিবারের সকল সদস্যই ক্ষণিক থেমে বিড়ালটিকে মাথায় হাত বুলিয়ে যায়। যেন তাকে ঘিরেই ওদের প্রতিটি দিন আবর্তিত হয়।
বিড়ালে দারুন ভয় আমার। আঁতকে উঠি। বুক ধড়ফড় করে। লাফিয়ে লাফিয়ে দূর দূর দিয়ে হেঁটে পালাই। কিন্তু বিস্ময়ের ব্যাপার হল, এতো কিছুর পরও সে আমার আশেপাশে ঘুরঘুর করে। ম্যাও ম্যাও করে ধীর গতিতে, করুন স্বরে। ওরা কি নামে ডাকে জানিনা, আমি মিনি বলে ডাকি।
সেদিন মিনিকে দেখে কেন যেন ভেতরে একরকম মায়া মায়া বোধ হয়। বুকভরে শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে লনের ঘাসের উপর বড় পাথরটিতে বসি। সন্ধ্যা ঘনিয়েছে আগেই। মাথার উপর দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টারের শব্দ ছাড়া অন্য কোন শব্দ নেই। মিনি আমার পাশে ঘেসে থাকে__ যেমন করে জ্বরের সময়টাতে আমি আমার প্রিয়জনদের পাশে ঘেসে থাকি। চাঁদের আলোয় চোখদুটি জ্বলজ্বল করছে। সুনসান নৈঃশব্দ্যের মাঝে সেই করুণ স্বরে ম্যাও ম্যাও ডাক। নীরবে চেয়ে থাকি। এই প্রথম মনে হল, আমরা মানুষ কেন ওদের ভাষা বুঝার ক্ষমতা রাখি না ?
কয়দিন আর মিনিকে দেখিনা। আসা-যাওয়ার পথে লনের এদিক ওদিক চোখ বুলাই। অজান্তেই নির্বাক দৃষ্টিতে কাউকে খুঁজে বেড়াই। চায়নিজ মেয়েটির মা’কে দেখি প্রতিদিন, কিন্তু ইংরেজি বুঝে না বিধায় জিজ্ঞেস করা হয়না। আজ মেয়েটিকে জিজ্ঞেস করে জানলাম, মিনি বেশ কয়’দিন ধরেই অসুস্থ ছিল। তাছাড়া ব্যস্ততার জন্যে ওরাও সময়মত খাবার দেয়া সহ অন্যান্য কেয়ার নিতে পারছিলো না, তাই শেল্টারে রেখে এসেছে…
সময় তার নিজস্ব গতিতে এগোয়। শুধু ভেতরে কিছু মায়া রেখে যায় কেউ কেউ। অনাবশ্যক এই মায়া না জন্মালে কি এমন ক্ষতি হতো ?
২৮টি মন্তব্য
প্রহেলিকা
নিজের অজান্তেই ভালবাসার স্থান দখল করে নিয়েছে মিনি আপনার মাঝে। ঠিকই বলেছেন আপনি সময়ের স্রোতেই মায়ার এক গভীরতা সৃষ্টি হয়, হোক তা পশু অথবা কোনো দ্বীপদ।
মানুষের জীবনে ব্যস্ততা এমন ভাবেই প্রভাব ফেলে কখনো কখনো প্রিয় মানুষদের মাঝে দুরত্ব সৃষ্টি করে।
ভালো লাগলো আপনার অনুভূতি যদিও মিনির অসহায়ত্বের জন্য খারাপ লাগছে।
ভালো থাকুক সবাই এই কামনা করি।
ভালো থাকবেন আপু।
রিমি রুম্মান
ভাল থাকুন আপনিও। মন্তব্যের জন্যে ধন্যবাদ অশেষ ।
মেহেরী তাজ
আপনার লেখাগুলো সব সময় ভালো লাগে। অসাধারণ কিছু লেখা পাই আপনার কাছ থেকে।
কিন্তু আপনার লেখার উপরে যে মায়া জন্মে যাচ্ছে আপু। কিভাবে লেখেন এমন লেখা?!
রিমি রুম্মান
এমন করে বললে তো মায়ায় জড়িয়ে যাবো। এমনিতেই মায়ার কারনে ব্যস্ততার মাঝেও ফিরে ফিরে আসি সোনেলা’য়।
অরণ্য
মায়ারও বুঝি ক্যাটাগরি আছে – আবশ্যক কিংবা অনাবশ্যক?
এমন মায়া জন্মাবে এটাই স্বাভাবিক। নইলে আপনি ভাববেন কি করে, লিখবেন কি করে? আর তা যদি নাই হবে তবে আমরা এ মায়ার রহস্য খুঁজবই বা কি করে?
রিমি রুম্মান
কিছু কিছু মায়া না জন্মালে কি এমন ক্ষতি হতো ? খুব কি আবশ্যক ছিল ?
মোঃ মজিবর রহমান
হৃদয় দাগ লেগে যাওয়া লেখা যে কেমনে লেখে আপনার লেখা পড়লে বোঝা যাই। আমি শব্দ্ব বুনতে পারিনা। খুব মেজাজ খারাপ লাগে।
সময় তার নিজস্ব গতিতে এগোয়। শুধু ভেতরে কিছু মায়া রেখে যায় কেউ কেউ। অনাবশ্যক এই মায়া না জন্মালে কি এমন ক্ষতি হতো ?
আমার মায়া টা কম, কিন্তু যা করি দায়িত্ব মনে করি। এই যা।
রিমি রুম্মান
মায়া কম বলেই মায়া নিয়ে লিখতে পারেন না । বুকের গভীরে সৃষ্টির প্রতি ভালোবাসা বেশি থাকলে লেখা এমনিতেই আসবে।
লীলাবতী
মায়া কখন কিসে জন্মায় বুঝা যায়না আপু। অবশ্য মায়া জন্মানোর মানুষটি ভালো হতে হয়।ভালো থাকুন প্রিয় আপু।
রিমি রুম্মান
ভালো থাকো ফুল… ভাল থাকো পাতা
শুন্য শুন্যালয়
বিড়ালের নাম মিনি ছাড়া যেন মানাই ই না। অদেখা মিনির জন্য আমাদের ও মায়া জন্মালো, অবশ্যই আপনার লেখার গুনে।
রিমি রুম্মান
অদেখা তোমাদের প্রতিও ভালোবাসা অফুরান।
ফাতেমা জোহরা
চমৎকার মায়াবী লেখা !! ভালো লাগলো অনেক 🙂
রিমি রুম্মান
চমৎকার থাকুন। শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
সব কিছুকে আপনি খুব সুন্দর ভাবে দেখেন
এমন লেখা আপনাকেই মানায়।
রিমি রুম্মান
এমন মন্তব্যের লোভে ফিরে ফিরে আসি …
বনলতা সেন
লাভ বা ক্ষতির হিসাব না করেই আমরা কিছু যন্ত্রণা বয়ে বেড়াই।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। শুভকামনা রইলো।
মারজানা ফেরদৌস রুবা
বড় ভালো লাগলো পড়ে।
আমরা মানুষ বলেই হয়তো শুধু মানুষই না, প্রাণীকুলের প্রতিও এভাবেই মায়া পড়ে যায়।
রিমি রুম্মান
অনেক ধন্যবাদ, শুভকামনা জানবেন।
মরুভূমির জলদস্যু
আপনার লেখার মধ্যে একটা ছবি আকা হয়্।
রিমি রুম্মান
আপনি সেই ছবিটা দেখতে পান জেনে ভাল লাগলো।
ছাইরাছ হেলাল
ভালোবাসা ভালোলাগা মানেই যন্ত্রণা।
এ থেকে পরিত্রাণের উপায় নেই।
রিমি রুম্মান
আছে আছে। পরিত্রাণের উপায়ও আছে। 🙂
হৃদয়ের স্পন্দন
এটার নাম কি তবে ভালোবাসা?
রিমি রুম্মান
সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি ভালবাসা………
স্বপ্ন নীলা
মায়া একবার কারো উপর ধরে গেলে এটা শুধুই পুরিয়ে মারে–এটা সম্পর্কের বন্ধনকে অটুটও রাখে
রিমি রুম্মান
ঠিক তাই। ভাল থাকুন মায়া মমতায়। 🙂