“মা”

নীলাঞ্জনা নীলা ১৫ মে ২০১৮, মঙ্গলবার, ০২:৩২:৩৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
আমার মা

“মা” – প্রতিটি মানুষের ঠোঁটে প্রথম উচ্চারিত শব্দ। কিন্তু আমরা মা’কে কতোটা ভালোবাসি! ভালোবাসা মানে “মা তোমাকে ভালোবাসি” বলা নয়। জড়িয়ে ধরা নয়। কিন্তু নীরবে, নিভৃতে প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে। একজন মা-এর কি চাওয়া থাকে তার সন্তানের কাছে? সন্তান যেনো খুব ভালো একজন মানুষ হয়। আর আমরা সন্তানরা কি বলি, মায়েদের দায়িত্বই তো এই সন্তানদেরকে দেখে রাখা। কেন আমাদের সন্তানদের কি কোনো দায়িত্ব নেই? কখনো কেউ যখন আমাদের সাহায্য করে, তার প্রতি কি আপনি কৃতজ্ঞ থাকি না? আর একজন মা যে কিনা এই পৃথিবীতে নিয়ে এসেছেন, তার প্রতি কি আমাদের কোনো দায়িত্বই নেই?

একজন মা বড়ো একা থাকেন মনে মনে। এ ব্যাপারটা ছেলে সন্তানরা বোঝে কম। মেয়ে সন্তানরা যখন মা হয়, তখন বোঝে। মায়েরা খুব অভিমানী হয়। তার এই অভিমানকে কখনো রাগ দেখিয়ে, বকুনি দিয়ে প্রকাশ করেন। আর কেউ কেউ গোপনে কাঁদেন, কেউবা নিজেকে স্বাভাবিক দেখিয়ে ভেতরে শূন্যতা মেশানো দীর্ঘশ্বাস নিয়ে বাস করেন। মায়েরা সন্তানের থেকে সম্মান চায়, একটু যত্ন(Care) চায়। কেউ কি জানেন আজীবনই মায়েদের মনটা ছোট্ট একটা শিশুর মতো? একমাত্র শিশুরাই নিষ্পাপ থাকে। আর তাইতো মায়েরা সন্তানের প্রতি এতোটা অন্ধ থাকেন, বিশ্বাস রাখেন।

প্রতিটি সন্তান জন্ম দিয়ে মায়ের মৃত্যু হলে পিতা আবার নতুন করে বিয়ে করেন। পিতার মৃত্যু হলে ক’জন মা আবার নতুন করে সংসার করেন? আজকাল অনেক চাকুরীজীবী মা আছেন কিন্তু। সংসার এবং চাকুরী দুটোই চালিয়ে যাচ্ছেন একসাথে। একমাত্র মা-ই জিজ্ঞাসা করেন, “খেয়েছিস?”কেন করেন জানেন? কারণ আমরা গর্ভ থেকে খাদ্য আহরণ করেছি ওই মায়ের থেকেই। জন্মের পর খাদ্যের জন্য চিৎকার করে কেঁদেছি মায়ের বুকের দুধের জন্য। নাড়ীর টান একেই বলে। যা আমরা সন্তানরা জেনেও না জানার ভাণ করি। কেন মনে রাখিনা,

“মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপোষ বানাইলেও ঋণের শোধ হবেনা
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো।”

প্রত্যেকের কাছে অনুরোধ নিজেদের মায়েদের প্রতি সম্মান রাখুন। এমনকি অন্যের মায়ের প্রতিও বিনম্র থাকুন। মায়ের যত্ন করুন। “মা” দিবসে ফেসবুকের প্রোফাইলে ছবি ঝুলিয়ে, কিংবা একটা ইমোশনাল স্ট্যাটাস লিখে নয়। বরং মায়ের পাশে গিয়ে জিজ্ঞাসা করুন, “আচ্ছা মা তোমার শৈশববেলাটা কেমন ছিলো?” সারাদিনের শেষে বাসায় ফিরে মায়ের কাছে গিয়ে বসুন কিছুক্ষণ, নিজের কথা বলুন, মায়ের সারাদিন আজ কেমন কাটলো সেসবও জিজ্ঞাসা করুন। ঘরে এসেই তো “কি রেঁধেছো মা” জানতে চাই। কিন্তু কতোজন আমরা জানি আমাদের মায়েদের প্রিয় খাবার কোনটি? কোন ফুল প্রিয়? কোন জায়গায় যেতে ভালো লাগে? আমাদের মায়েরা কি পেলে খুশী হয় মনে মনে? শাড়ী, অলঙ্কার এসব? নাহ! একজন মায়ের সবচেয়ে বেশী আনন্দ হয় তখন, যখন সন্তান তার পাশে এসে বসে। গল্প করে। মায়েরা বড্ড বোকা, কী অল্পতেই না খুশী হয়!

পৃথিবীর সকল মায়েদের প্রতি আমার শ্রদ্ধা। প্রণাম।

হ্যামিল্টন, কানাডা
১১ মে, ২০১৮ ইং।

৫২০জন ৫১৮জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ