মা- দেশ

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার, ১১:৫৯:০১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
বাংলা আমার মা
আমি যে তার ছা
মায়ের উপর আসলে আঘাত
সন্তান হয়ে বসে থাকবো না।
মাকে রক্ষা জন্য আমি
করব প্রাণ দান
তাতে হবে  রক্ষা আমার
বাংলা মায়ের মান।
মায়ের মুখের হাসির জন্য
কিনা পারি করতে
প্রয়োজন হলে মেশিন গান
তলে নেব এই হস্তে।
মাকে রাহু মুক্ত করার জন্য আমি
মৃত্যুর সাথে ধরব পাঞ্জা
এগিয়ে যাব সংশপ্তকের মতো
নেই কো কোনো ধান্দা।
শোন যখন আমার পিতা নাম
বঙ্গবন্ধু শেখ মুজিব
আমাকে কি দমন করতে পারে
এই ধরার কোনো জীব।
আমার পিতার নেতৃত্ব বাঙালিকে
করেছে প্রাণের সঞ্চার
সম্মিলিত প্রয়াসে দূর করব আমার
মায়ের সকল জঞ্জাল।
আমার পিতার নেতৃত্বে
মা পেল মুক্তি
যখন খুশি মায়ের কোলে
করব আমরা ফূর্তি।
রচনাকালঃ
২৪/১০/২০২০

 

৯৬৫জন ৮৮৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ